কারেন্ট অ্যাফেয়ার্স ১২ মে ২০২০

802
0
nurse recruitment

আন্তর্জাতিক

  • রাশিয়ায় একদিনে এগারো হাজার জন করোনা ভাইরাসে আক্রান্ত হলেন৷ আক্রান্তের নিরিখে তারা উঠে এল তৃতীয় স্থানে৷ বিশ্বে করোনা আক্রান্তের নিরিখে প্রথম পাঁচটি দেশ হল মার্কিন যুক্তরাষ্ট্র, স্পেন, রাশিয়া, ব্রিটেন, ইতালি৷ এই দেশগুলিতে যথাক্রমে ৮২,৫৫৫, ২৬,৯২০, ২১,১১৬, ৩২,৬৯২ ও ৩০,৯১১ জনের মৃত্যু হয়েছে করোনা ভাইরাসে৷ মাকির্কন চলচ্চিত্রকার উজেন জেরেকি দাবি করলেন, মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প যথাসময়ে পদক্ষেপ নিলে মৃত্যুর সংখ্যা অর্ধেক হত৷ তিনি নিউ ইয়র্কের টাইমস স্কোয়্যারের একটি বিশাল বিলবোর্ডে “ট্রাম্প ডেথ ক্লক” বসালেন যেখানে ট্রাম্পের গাফিলতিতে মৃতের পরিসংখ্যান প্রকাশ করা হচ্ছে৷ এদিনে চিনের উহানে গত ১২ জানুয়ারি একজন করোনা আক্রান্তের বাস যাত্রার তথ্য বিশ্লেষণ করে জানানো হল, সাড়ে চার মিটার দূরের এক যাত্রীও সংক্রমিত হয়েছেন৷

 

জাতীয়

  • কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৭০,৭৫৬ জন৷ ২,২৯৩ জনের প্রাণহানি হয়েছে এই সংক্রমণে৷ এদিন দেশবাসীর উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ তিনি আত্মনির্ভর ভারত অভিযান প্রকল্পে ২০ লক্ষ কোটি টাকা আর্থিক সহায়তার প্যাকেজ ঘোষণা করলেন৷ স্বদেশি শিল্প-বাণিজ্যকে পাথেয় করে ঘুরে দাঁড়ানোর আহ্বান জানালেন তিনি৷ অতীতের নানা প্যাকেজ ঘোষণার মতো এই প্যাকেজ নিয়েও নানা বিতর্ক তৈরি হয়েছে। অন্যদিকে লকডাউন বৃদ্ধির ইঙ্গিতও দিলেন প্রধানমন্ত্রী৷ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিষেধাজ্ঞা বহাল রেখে অর্থনৈতিক কর্মকাণ্ড বিকাশের রূপরেখা প্রকাশ করলেন৷ রেডজোনকেও এ, বি, সি— এই তিনভাগে ভেঙে নিয়ম প্রণয়নের পরিকল্পনা জানানো হল৷ এদিকে ৫০ দিন পর যাত্রীট্রেন কোভিড স্পেশ্যাল বাতানুকূল ১৫ জোড়া চলাচল শুরু হল৷ বন্দে ভারত মিশনে ৩১টি দেশ থেকে ৬,০৩৭ জনকে দেশে ফেরানো হয়েছে৷ পরবর্তী ১০ দিনে আরও লক্ষাধিক নাগরিককে দেশে ফেরান হবে৷ গত ২৪ ঘণ্টায় দেশে ৩,৬০৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন৷

 

বিবিধ

  • এপ্রিল মাসে মূল্যবৃদ্ধির হার প্রকাশ করা সম্ভব নয় বলে জানাল পরিসংখ্যান মন্ত্রক৷ লকডাউন চলায় বাজারে সমীক্ষা চালানো যায়নি বলে তারা জানালো৷
  • আন্তর্জাতিক নার্সেস দিবস পালন করা হল৷ ফ্লোরেন্স নাইটিঙ্গলের জন্মদিবস এইভাবে পালন করা হয়৷

 

খেলা

  • মেয়েদের অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ ফুটবল ভারতেই অনুষ্ঠিত হবে৷ এই সংবাদ জানিয়ে ফিফা বলল, ২০২১ সালের ১৭ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত তা আয়োজিত হবে৷
  • প্রথম ভারতীয় হিসাবে ফেড কাপ হার্ট পুরস্কার পেলেন সানিয়া মির্জা৷ পুরস্কারের ২০০০ ডলার দান করলেন তেলেঙ্গানার করোনা ত্রাণ তহবিলে৷