কারেন্ট অ্যাফেয়ার্স ১৩ আগস্ট ২০১৮

schedule
2018-08-14 | 10:55h
update
2018-08-14 | 10:55h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

জাতীয়

  • প্রয়াত হলেন লোকসভার প্রাক্তন অধ্যক্ষ সোমনাথ চট্টোপাধ্যায় (৮৯)। ২০০৪-২০০৯ পর্বে তিনি ছিলেন লোকসভার স্পিকার। প্রোটেম স্পিকার থেকে স্পিকার নির্বাচিত হওয়ার নজির এ দেশে মাত্র দুজনের, সোমনাথ চট্টোপাধ্যায় ও গণেশ বাসুদেব মবলঙ্করের। লোকসভা টিভি চালু হয় তাঁরই উদ্যোগে। ১৯২৯ সালের ২৫ জুলাই তেজপুরে জন্ম। আইন নিয়ে উচ্চশিক্ষা পান কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে। পেশায় তিনি ছিলেন আইনজীবী। ১৯৭১ থেকে ১৯৮৪ এবং ১৯৮৫-২০০৯ সাল পর্যন্ত তিনি ছিলেন সাংসদ। সেরা সাংসদের পুরস্কারও পান। সিপিআই (এম) তাঁকে দলীয় নির্দেশ সত্ত্বেও সংসদের অধ্যক্ষের পদ ত্যাগ না করায় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার করে এক দশক আগে। পশ্চিমবঙ্গ শিল্পোনয়ন নিগমের প্রাক্তন সভাপতি তিনি।
  • তামিলনাড়ুর তাভাঞ্জোরে বেড়াতে এসে খুন হলেন ফরাসি পর্যটক এম পিয়ের বুতিয়ে (৫০)।
Advertisement

আন্তর্জাতিক

  • ৫ কট্টরপন্থী মৌলবাদী নেতাকে মৃত্যুদণ্ড দিল বাংলাদেশের বিশেষ ট্রাইব্যুনাল। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পটুয়াখালি এলাকায় রাজাকার বাহিনীর সদস্য এই ৫ জন মহিলাদের ওপর নৃশংস অত্যাচার চালানোয় অভিযুক্ত হয়েছিলেন।
  • প্রবীণ অর্থনীতিবিদ সামিদ আমিন (৮৬) প্যারিসে প্রয়াত হলেন। ‘দ্য লিবারাল ভাইরাস’, ‘ক্যাপিটালিজম ইন দ্য এজ অব গ্লোবালাইজেশন’ প্রভৃতি তাঁর লেখা বিখ্যাত বই।
  • মানবিকতার খাতিরে ২৯ জন ভারতীয় বন্দিকে মুক্তি দিল পাকিস্তান। ভারতও ৭ জন পাক বন্দিকে মুক্তি দিল। ৩৬ বছর পাক জেলে বন্দি থাকার পর ৭৬ বছর বয়সে এদিন পাক জেল থেকে মুক্তি পেলেন ভারতের গজেন্দ্র শর্মা।

খেলা

  • টরেন্টো মাস্টার্সে চ্যাম্পিয়ন হলেন রাফায়েল নাদাল। এদিন ফাইনালে তিনি ৬-২, ৭-৪ সেটে হারালেন স্টেফানোস সিটসিপাসকে। রাফালের কেরিয়ারে এটি ৮০তম খেতাব।
  • স্প্যানিশ সুপার কাপ চ্যাম্পিয়ন হল বার্সেলোনা। এদিন ফাইনালে তারা ২-১ গোলে হারাল সেভিয়াকে। অধিনায়ক হিসাবে লিওনেল মেসির এটিই প্রথম খেতাব।
  • নাইজেরিয়া ওপেন টেবল টেনিসে অনূর্ধ্ব ২১ পুরুষদের সিঙ্গলসে রুপো জিতলেন ভারতের রণিত ভঞ্জ। পুরুষদের ডাবলসে ব্রোঞ্জ জিতলেন ভারতের অভিষেক যাদব ও সার্থক গান্ধি।

বিবিধ

  • খুচরো বাজারে মূলবৃদ্ধি গত জুলাই মাসে ছিল ৪.১৭ শতাংশ। গত ৯ মাসের মধ্যে এটিই সর্বনিম্ন। কেন্দ্রীয় পরিসংখ্যান দপ্তর এদিন এই তথ্য প্রকাশ করল।
  • মার্কিন যুক্তরাষ্ট্র তুরস্কের পণ্যে শুল্ক বৃদ্ধি করায় কমে গেল সেখানকার মুদ্রা লিরার বিনিময় মূল্য। চলতি বছরে ডলারের তুলনায় লিরার দর ৪৫ শতাংশ হ্রাস পেয়েছে। এদিন ভারতীয় মুদ্রা টাকার দামও হ্রাস পেয়ে হল ৬৯.৯৩ টাকা প্রতি ডলার। একদিনে টাকার দর পড়ল ১১০ পয়সা। গত ৫ বছরে একদিনে টাকার এতটা দাম কখনও পড়েনি।
  • এলাহাবাদ ব্যাঙ্কের সিইও পদে চাকরির শেষ দিনেই উষা অনন্তসুব্রহ্মণ্যনকে বরখাস্ত করলেন ব্যাঙ্ক কর্তৃপক্ষ। একই সঙ্গে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক প্রতারণায় তাঁর বিরুদ্ধে সিবিআই তদন্ত ও আইনি প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিল কেন্দ্র। নীরব মোদীর দুর্নীতির সময়ে তিনিই ছিলেন পিএনবি-র এমডি-সিইও।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
05.05.2024 - 00:17:17
Privacy-Data & cookie usage: