কারেন্ট অ্যাফেয়ার্স ১৩ এপ্রিল ২০২০

1076
0

আন্তর্জাতিক

  • করোনার বিরুদ্ধে লড়াইয়ে লকডাউনের পাশ্র্বপ্রতিক্রিয়া সম্বন্ধে আশঙ্কা প্রকাশ করল রাষ্ট্রসঙ্ঘ৷ চাষ, কৃষিব্যবস্থা, কারখানা, পরিবহণ— পুরো ব্যবস্থাটাই ভেঙে পড়ার আশঙ্কা প্রকাশ করল তারা৷ ইতিমধ্যেই বিশ্ব জুড়ে করোনা ভাইরাস সংক্রমণে মৃত্যু হল ১,১৬,৮৩১ জন মানুষের৷ ১৮,৭৯,০১১ জন আক্রান্ত হয়েছেন৷ সবথেকে বেশি মানুষ আক্রান্ত হয়েছেন নিউ ইয়র্কে ১ লক্ষ ৮৮ হাজারেরও বেশি মানুষ৷ ১ মার্চ প্রথম সংক্রমণ ধরা পড়ার পর ২৩ মার্চ তারা লকডাউন ঘোষণা করেছিল৷ এই বিলম্বই বিপদ বাড়িয়েছে বলে মনে করা হচ্ছে৷ ৮০ লক্ষ নাগরিকের শহরটিতে মৃত্যু হয়েছে ১০,০৫৬ জনের৷ মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ২৩ হাজার জনের৷ ইতালিতে ২০,৪৬৫ জনের৷ ইরানে ৪,৫৮৫ জনের৷ একদিনে আড়াই হাজার জনেরও বেশি মানুষের করোনায় আক্রান্তের খোঁজ মিলল রাশিয়ায়৷

 

জাতীয়

  • দেশে একদিনে করোনা ভাইরাস সংক্রমণে ৫১ জনের মৃত্যু হল ও ৭৯৬ জন রোগাক্রান্ত হলেন৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী দেশে এই সংক্রমণে ৩২৪ জনের মৃত্যু হয়েছে৷ আক্রান্ত হয়েছেন ৯৩৫২ জন৷ দেশে মাত্র ২ সপ্তাহে ১ হাজার থেকে করোনা আক্রান্তের সংখ্যা অতিক্রম করল ৯ হাজার৷ মাত্র ৩ দিনে মৃতের সংখ্যা ২০০ থেকে ৩০০-র ঘরে পৌঁছল৷ মহারাষ্ট্রেই মৃত্যু হয়েছে ১৪৯ জনের৷ অন্যদিকে ১৫টি রাজ্যের ২৫টি জেলায় এই সংক্রমণের হার কমছে৷ আপাতত মহারাষ্ট্র, দিল্লি, তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা হাজার অতিক্রম করে গেছে৷ কেরলে প্রথম সংক্রমণ ধরা পড়লেও তারা সংক্রমণ ছড়িয়ে পড়া নিয়ন্ত্রণে সফল হয়েছে, আক্রান্ত ৩৭৬ জন৷ এরই মধ্যে দেশজুড়ে পণ্যপরিবহণ অবাধ রাখার নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় সরকার৷

 

বিবিধ

  • গত মার্চ মাসে দেশের খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার কমে হয়েছে ৫.৯১ শতাংশ৷ এই হার গত ৪ মাসের মধ্যে সবথেকে কম৷
  • করোনা ভাইরাস জনিত সঙ্কটজনক পরিস্থিতিতে দেশের ডাকে সাড়া দিতে প্রস্তুত বলে জানালেন রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গর্ভনর রঘুরাম রাজন৷

 

খেলা

  • বিশ্বজুড়ে করোনা ভাইরাসের দাপটে প্রায় সমস্ত ক্রীড়াপ্রতিযোগিতা বন্ধ৷ এর মধ্যে ব্যতিক্রম বেলারুশ৷ সেখানে করোনা সংক্রমণে ২,৯১৯ জন আক্রান্ত ও মৃত্যু হয়েছে ২৯ জনের৷ তারমধ্যেও ফুটবল লিগ চলছে৷ এদিন সেখানে খেলা দেখলেন হাজারের বেশি দর্শক৷ কারোরই মুখে মাস্ক ছিল না৷ মানা হয়নি দূরত্ব বজায় রাখার কোনও নিয়মও৷
  • দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার ডেল্চ স্টেইন যাঁদের বিরুদ্ধে বল করেছেন তাঁদের মধ্যে শ্রেষ্ঠ ৫ জনের নাম বেছে নিলেন৷ তাঁরা হলেন রিকি পন্টিং, ক্রিস গেইল, কেভিন পিটারসেন, শচীন তেন্ডুলকর ও রাহুল দ্রাবিড়৷