আন্তর্জাতিক
- কৃষ্ণাঙ্গ ব্যক্তিদের নিয়ে সমানে বিদ্বেষমূলক মন্তব্যের জেরে নোবেল পুরস্কার জয়ী বিজ্ঞানী জেমস ওয়াটসনের (৯০) সাম্মানিক পদ কেড়ে নিল তাঁর গবেষণা সংস্থা ‘কোল্ড স্প্রিং হার্বার ল্যাবরেটরি’। চ্যান্সেলর এমিরেটাস, অলিভার আর গ্রেস প্রফেসর এমিরেটাস, সাম্মানিক ট্রাস্টি পদ কেড়ে নেওয়া হল তাঁর থেকে।
- ন্যাটো ভুক্ত নয়, অথচ মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র দেশ— এই তালিকা থেকে পাকিস্তানের নাম দিতে মার্কিন কংগ্রেসে বিল পেশ করল রিপাবলিকানরা। সন্ত্রাস দমনে কার্যকরী ভূমিকা না নেওয়ায় এই পদক্ষেপ নেওয়া হল।
জাতীয়
- লন্ডনের ‘কমনওয়েলথ সেক্রেটারিয়েট অরবিট্রাল ট্রাইবুনাল’-এর বিচারপতি হিসাবে সুপ্রিম কোর্টের বিচারপতি এ কে সিক্রির নাম পাঠাতে চেয়েছিল কেন্দ্র। কিন্তু বিচারপতি সিক্রি এই নিয়োগে তাঁর সম্মতি ফিরিয়ে নেওয়ার কথা জানালেন।
বিবিধ
- গুরু গোবিন্দ সিংয়ের নামাঙ্কিত ৩৫০ টাকার মুদ্রা প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং।
- ২০১৯ সালের মার্চ মাস পর্যন্ত জিপিএফ-এ সুদের হার অপরিবর্তিত রাখার কথা জানাল কেন্দ্র।
খেলা
- ২০১৮-১৯ সালের প্রিমিয়ার ব্যাডমিন্টন লিগে চ্যাম্পিয়ন হল বেঙ্গালুরু রাপ্টস। এদিন তারা ফাইনালে ৪-৩ ব্যবধানে হারাল মুম্বই রকেটসকে। গত বছর এই প্রতিযোগিতায় খেতাব জিতেছিল হায়দরাবাদ হান্টার্স। কিদম্বি শ্রীকান্তের নেতৃত্বে বেঙ্গালুরু প্রথমবার এই খেতাব জিতল।
- এক টেস্টের দুই ইনিংসে ১০টি ক্যাচ ধরে বিশ্বরেকর্ড করলেন পাকিস্তানের উইকেটরক্ষক সরফরাজ আহমেদ। জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে। পাকিস্তানের ইমাম উল হককে আউট করে ৯১ টেস্টে ৪৩২ উইকেটের মালিক হলেন ডেল স্টেন। টপকে গেলেন রিচার্ড হ্যাডলির মাইল ফলক।