কারেন্ট অ্যাফেয়ার্স ১৩ জুলাই, ২০১৯

511
0
Current Affairs 13 July 2019

আন্তর্জাতিক

  • পাকিস্তানের নানকানা সাহিবে বাবা গুরু নানক আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়–এর ভিত্তি প্রস্তর স্থাপিত হল।২৫৮ কোটি পাকিস্তানি মুদ্রা ব্যয়ে নির্মিত হবে বিশ্ববিদ্যালয়টি। প্রসঙ্গত, এই বছরেই পালিত হচ্ছে গুরু নানকের ৫৫০ তম জন্মজয়ন্তী।
  • ওয়াশিংটনে `সিমদসেনিয়ানস ন্যাশনাল এয়ার অ্যান্ড স্পেস মিউজিয়াম’’ তিন দিন ব্যাপী অনুষ্ঠানের মাধ্যমে অ্যাপোলো ১১-র চাঁদে পদার্পণের ৫০ বছরের স্মৃতির কথা জানাল। অনুষ্ঠানের নাম `অ্যাপেলো ৫০: গো ফর দ্য মুন’। ১৯৬৯ সালের ১৬ জুলাই `স্যাটার্ন ৫’ রকেটে চেপে ওই অ্যাপেলো ১১ মহাকাশযান চাঁদে রওনা দিয়েছিল।
  • সোমালিয়ার বন্দর শহর কিসমায়োতে একটি হোটেলে আল শাবাব জঙ্গিদের হামলায় ২৬ জনের মৃত্যু হল।

জাতীয়

  • দিল্লির ৩৬টি স্কুলে স্বাস্থ্য সচেতনতার প্রচারে মহাত্মা গান্ধীকে `স্বাস্থ্য দূত’ হিসাবে তুলে ধরে প্রচার চালানোর সিদ্ধান্ত জানাল ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ।
  • রাজস্থানের রাজসমন্দে গণপিটুনিতে মৃত্যু হল আবদুল গনি নামে একজন পুলিশ কর্মীর।জমি সংক্রান্ত বিবাদের তদন্তে গিয়েছিলেন তিনি।
  • কলকাতা মেট্রো রেলের পার্ক স্ট্রিট স্টেশনে এক দুর্ঘটনায় মৃত্যু হল সজল কাঞ্জিনাল নামে একজন যাত্রীর। মেট্রোর দরজায় তাঁর হাত আটকে গিয়েছিল। দরজা না খুলে তাঁকে নিয়েই চলতে শুরু করে ট্রেন।পরে ট্রেন থেকে তিনি আছডে পডেন নিচের লাইনে।

বিবিধ

  • বিশ্বব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ফিনান্সিয়াল অফিসার পদে বসতে চলেছেন একজন ভারতীয়। এবং তিনি একজন মহিলা।এই প্রথম ওই পদে বসছেন কোনো মহিলা।তাঁর নাম অংশুলা কান্ত।অংশুলা লেডি শ্রীরাম কলেজ ফর উইমেন্স এবং দিল্লি স্কুল অব ইকোনমিক্সের প্রাক্তন ছাত্রী।তিনি স্টেট ব্যাঙ্কের সিএফও।
  • বিদেশি মুদ্রার সঞ্চয় নতুন রেকর্ড গড়ল ভারত। ৫ জুলাই শেষ হওয়া সপ্তাহে তা ছিল ৪২.৯৯১.১ কোটি ডলার।

খেলা

  • উইম্বলডনে মেয়েদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হলেন সিমোনা হালেপ। ফাইনালে ৬-২, ৬-২ গেমে তিনি হারালেন সেরেনা উইলিয়াম্সকে। রোমানিয়ার প্রথম খেলোয়াড় হিসাবে হালেপ উইম্বলডন জিতলেন। হালেপের এটি দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম (২০১৮ সালের ফরাসি ওপেনের পর)। অন্যদিকে ২৩টি গ্র্যান্ড স্ল্যামের মালিক সেরেনা এ বছর তিনটি গ্রন্যান্ড স্ল্যামের ফাইনালেই পরাস্ত হলেন।
  • কন্টিনেন্টাল কাপে উত্তর কোরিয়ার কাছে ৫-২ গোলে হারল ভারত।এর আগে ২০১০ সালে প্যালেস্টাইনের বিরুদ্ধে এত বড় ব্যবধানে (৫-২) হেরেছিল ভারত।
  • কমনওয়েলথ ভারোত্তলন চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন ভারতের প্রদীপ সিং।১৪৮ কেজি বিভাগে ২০২ কেজি ওজন তোলেন তিনি।