কারেন্ট অ্যাফেয়ার্স ১৩ জুন ২০২০

922
0
current affairs

আন্তর্জাতিক

  • বাংলাদেশে ৫ বারের সাংসদ তথা শাসক দল আওয়ামি লিগের সভাপতিমন্ডলির সসদ্য মোহাম্মদ নাসিম (৭২) প্রয়াত হলেন৷ তিনি শাসক জোট ‘১৪৪ দল’-এর মুখপাত্র ছিলেন৷ ১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিহত জাতীয় নেতা এম মনসুর আলির ছেলে তিনি৷ আওয়ামি লিগ মন্ত্রিসভায় তিনি প্রতিবারই কোনো না কোনো দপ্তরের দায়িত্বে ছিলেন৷ মৃত্যুর আগে তিনি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী৷
  • নেপাল সংসদের বিশেষ অধিবেশনে সংসদের নিম্নকক্ষে ২৭৫টির মধ্যে ২৫৮টি ভোট পেয়ে বিতর্কিত মানচিত্রটি অনুমোদিত হল৷ ভারতের বিদেশ মন্ত্রক বলেছে, ভারতের সঙ্গে যে সীমান্ত নির্ধারণ চুক্তি রয়েছে এই পদক্ষেপ তার বিরোধী৷
  • বিশ্বে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৭৮,১৪,২৭৯৷ প্রাণহানি হয়েছে ৪৩,০২,৬৫ জনের৷ মার্কিন যুক্তরাষ্ট্রে ১,১৭,১৭২ জনের মৃত্যু হয়েছে করোনায়৷

 

জাতীয়

  • দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ অতিক্রম করল৷ ভারতে ১ লক্ষ থেকে আক্রান্তের সংখ্যা ২ লক্ষ হতে সময় লেগেছিল ১৫ দিন, ২ লক্ষ থেকে ৩ লক্ষে পৌঁছতে লাগল ১০ দিন৷ গত ১৩ মার্চ দেশে কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা ছিল ৮১৷ গত ২৪ ঘণ্টায় রেকর্ড ১১,৪৫৮ জন করোনায় আক্রান্ত হলেন ও ৩৮৬ জন প্রাণ হারালেন৷ দেশে ৩,০৮,৯৯৩ জন আক্রান্ত হয়েছেন ও ৮,৮৮৪ জন প্রাণ হারিয়েছেন৷ মহারাষ্ট্রে ১,০১,১৪১ জন, তামিলনাড়ুতে ৪০,৬৯৮ জন, দিল্লিতে ৩৬,৮২৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন৷ ভারতে পুরুষ ও মহিলা করোনা রোগীর পক্ষে যথাক্রমে ২.৯ এবং ৩.৩ শতাংশ মৃত্যুহার লক্ষ করা গেছে বলে জানিয়েছে ইনস্টিটিউট অব ইকোনমিক গ্রোথ৷
  • মহারাষ্ট্রের বুলধানা জেলায় লোনার হ্রদের রঙ গোলাপি হয়ে গেছে৷ ৫০ হাজার বছর আগে উল্কাখণ্ডের আঘাতে সেটি সৃ্ষ্টি হয়েছিল৷ রঙ পরিবর্তনের কারণ অনুসন্ধান করছেন বিজ্ঞানীরা৷

 

বিবিধ

  • ২০২৪ সালে চাঁদে মানব অভিযাত্রী দল পাঠানোর সিদ্ধান্ত নিল নাসা৷ সেখানে নেতৃত্ব দেবেন একজন মহিলা অভিযাত্রী৷ তাঁর নাম ক্যাথি লয়ডার্স৷
  • নিউ ইয়র্কের ওয়েস্ট পয়েন্ট মার্কিন সেনা অ্যাকাডেমি থেকে প্রথম শিখ হিসাবে স্নাতক হলেন ভারতীয় বংশোদ্ভূত আনমোল নরঙ্গ৷

 

খেলা

  • কোপা ইতালিয়া চ্যাম্পিয়ন হল জুভেন্টাস৷ দুই পর্বের খেলায় বাইরের মাঠে গোল করার কৃতিত্বে তারা জয় পেল৷ ৯ মার্চের পর অবশেষে ফুটবলের প্রত্যাবর্তন হল ইতালিতে৷
  • করোনা ভাইরাসে আক্রান্ত হলেন প্রাক্তন পাক ক্রিকেট অধিনায়ক শাহিদ আফ্রিদি৷
  • ভারতের প্রাক্তন প্রথমশ্রেণির ক্রিকেট খেলিয়ে বসন্ত রাইজি (১০০) প্রয়াত হলেন৷