কারেন্ট অ্যাফেয়ার্স ১৩ মে ২০২০

schedule
2020-05-14 | 14:51h
update
2020-05-14 | 14:51h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক

  • গোটা বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৩,৯৯,০৭০ জন৷ প্রাণহানি হয়েছে ২,৯৬,০৯২ জনের৷ সুস্থ হয়েছেন ১৬,৪৪,৩৯৮ জন৷ ফ্রান্সে করোনায় মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে পৌঁছে গেল ২৭ হাজারের ঘরে৷ মৃতের সংখ্যায় তারা স্পেনকে টপকে গেল৷ মার্কিন যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ৮৩,৪৫৫ জনের৷ মার্কিন প্রশাসনের সংক্রামক রোগ বিষয়ক দপ্তরের বিশেষজ্ঞ অ্যান্টনি ফসি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের ভূমিকার কড়া সমালোচনা করে বলেছেন, লকডাউন তুলতে তিনি যে দ্রুততার পরিচয় দিচ্ছেন তার জেরে পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে৷ পাকিস্তানে সংক্রমণের সংখ্যা বেড়ে হল ৩৪ হাজার, মৃত্যু হয়েছে ৭৩৭ জনের৷ চিনে নতুন করে ১৫ জন সংক্রমিত হলেন৷
  • আফগানিস্তানে একটি হাসপাতালে জঙ্গি হামলায় মৃত্যু হল ২৪ জনের৷ মৃতদের মধ্যে ২টি সদ্যোজাত শিশুও রয়েছে৷
Advertisement

 

জাতীয়

  • দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৭৪,২৮১৷ মৃত্যু হয়েছে ২,৪১৫ জনের৷ গত ২৪ ঘণ্টায় ৩,৫২৫ জন আক্রান্ত হলেন৷ মোট আক্রান্তের সংখ্যায় বিশ্বে এখন ভারতের ক্রম দ্বাদশ৷ ভারতের থেকে বেশি মানুষ আক্রান্ত হয়েছেন যেসব দেশে তা হল মার্কিন যুক্তরাষ্ট্র, স্পেন, রাশিয়া, ব্রিটেন, ইতালি, ফ্রান্স, ব্রাজিল, জার্মানি, তুরস্ক, ইরান ও চিন৷ ভারতে সবথেকে জটিল পরিস্থিতি মহারাষ্ট্রের৷ সেখানে ২৪,৪২৭ জন করোনায় আক্রান্ত হহয়েছেন, মৃত্যু হয়েছে ৯২১ জনের৷ ধারাভি বস্তিতে ১,০২৮ জন আক্রান্ত হয়েছেন৷ গুজরাট ও মধ্যপ্রদেশে যথাক্রমে ৫৩৭ ও ২২৫ জনের মৃত্যু হয়েছে এই সংক্রমণে৷
  • লকডাউনের সময়ে সুপ্রিম কোর্ট বা অনলাইন শুনানিতে বিচারপতি ও আইনজীবীদের কালো কোট ও গাউনের পরিবর্তে সাদা শার্ট পরলেই চলবে বলে সুপ্রিম কোর্চ এক বিজ্ঞপ্তিতে জানাল৷

 

বিবিধ

  • দেশে আর্থিক কর্মকাণ্ড বিকাশের রূপরেখা প্রকাশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন৷ ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পকে বন্ধক ছাড়াই মোট ৩ লক্ষ কোটি টাকার ঋণ দেওয়ার ঘোষণা করলেন তিনি৷ আয়কর রিটার্নের সময়সীমা বেড়ে হল ৩০ নভেম্বর৷

 

খেলা

  • পাকিস্তান ক্রিকেট বোর্ড লকডাউনের মাঝখানেই সীমিত সময়ের ক্রিকেটে নতুন অধিনায়ক হিসাবে বাবর আজমকে নির্বাচিত করল৷ টেস্ট ক্রিকেটের অধিনায়ক থাকছেন আজহার আলিই৷
  • ২০২০-২১ মরসুমে আই লিগে সর্বোচ্চ ৪ জন বিদেশিকে খেলানোর নিয়ম করল সর্বভারতীয় ফুটবল সংস্থা৷ তাঁদের মধ্যে ১ জনকে এশিয়ার হতে হবে৷
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
05.05.2024 - 23:27:56
Privacy-Data & cookie usage: