কারেন্ট অ্যাফেয়ার্স ১৪ অক্টোবর, ২০১৮

610
0
Current Affairs_14 Oct

জাতীয়

  • ধানবাদ চন্দ্রপুরা ড়িসি রেলপথে আর যাত্রীবাহী ট্রেন চালানো হবে না। রেলমন্ত্রী পীযূষ গয়াল এ কথা জানালেন। ২০১৭ সালের ১৫ জুন থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে ওই পথে। মাটির নীচে খনির কয়লায় আগুন জ্বলার কারণে ট্রেন চলাচলে বড় ঝুঁকির আশঙ্কা রয়েছে এই পথে।
  • ২৪ বছরের পুরনো ভুয়ো সংঘর্ষ মামলায় সেনা আদালতে দোষী সাব্যস্ত হলেন এক মেজর জেনারেল সহ ৭ জন সেনা। ১৯৯৪ সালের ওই ঘটনায় ৫ জনকে আলফা জঙ্গি বলে দাবি করে গুলিতে হত্যা করা হয়েছিল। দোষী সাব্যস্ত সেনাদের চাকরি থেকে বরখাস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত।
  • দমদম নাগের বাজারের কাজি পাড়ায় বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে হল ৩। গত ২ অক্টোবর ওই বিস্ফোরণ হয়।

আন্তর্জাতিক

  • ভূমিকম্প সুনামিতে ক্ষতিগ্রস্ত ইন্দোনেশিয়ার জন্য ১০০ কোটি ডলার অর্থ সাহায্য ঘোষণা করল বিশ্বব্যাঙ্ক।
  • বিংশ শতাব্দীর দুই ক্যাথলিক ধর্মগুরু পোপ ষষ্ঠ পল এবং আর্চ বিশপ অস্কার রোমেরোকে ‘সন্ত’  ঘোষণা করলেন পোপ প্রথম ফ্রান্সিস।
  • বিশ্বের দীঘর্তম বিমানযাত্রার সঙ্গে জুড়ে গেল এক বাঙালির নামও। সিঙ্গাপুর এয়ারলাইনসের সিঙ্গাপুর–নিউইয়র্ক বিরতিহীন উড়ানের ফিরতি বিমান উড়িয়ে আনলেন পাইলট ইন্দ্রনীল রায়চোধুরী। ১৬৫৭৫ কিমি পথ এলেন ১৭ ঘণ্টা ২২ মিনিট সময়ে।
  • বিবিধ
  • মিউচুয়াল ফান্ড সংস্থাগুলির সংগঠন অ্যামফির নতুন চেয়ারম্যান নিযুক্ত হলেন নিমেশ সাহ।
  • কোনো নতুন মোবাইল নেটওয়ার্ক সংস্থা তাদের পরীক্ষামূলক পরিষেবায় মোট ক্ষমতার ৫ শতাংশের বেশি সিম বিতরণ করতে পারবে না বলে নির্দেশিকা জারি করল টেলিকম দপ্তর (ডট)।

খেলা

  • হায়দরাবাদ টেস্ট ৩ উইকেটে জিতে নিল ভারত। জয় এল ১০ উইকেটে। এদিন ভারতের প্রথম ইনিংস শেষ হল ৩৬৭ রানে। জবাবে ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংস ১২৭ রানে শেষ হল। ভারত বিনা উইকেটে ৭৫ রান তুলে নেয়। ২ ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতল ভারত। দুই ইনিংস মিলে ১০ উইকেট পেলেন উমেশ যাদব। কপিল দেব, জাভাগাল শ্রীনাথের পর তৃতীয় ভারতীয় পেসার হিসেবে দেশের মাটিতে তিনি এই কীর্তি স্থাপন করলেন।
  • নয়াদিল্লিতে ম্যান্টো ডমিথো ওপেন চ্যাম্পিয়ন হল লিয়েন্ডার পেজ ও মিওয়েল এভেলের জুটি। এ মরসুমে এটি লিয়েন্ডারের দ্বিতীয় চ্যালেঞ্জার ট্রফি। যুব বিশ্বকাপে ফাইভ–আ-সাইড হকিতে রুপো জিতল ভারতের পুরুষ হকি দল। মেয়েদের কুস্তির ৪৩ কেজি বিভাগে রুপো পেলেন সিমরন।
  • উয়েফা নেশনস লিগে নেদারল্যান্ডসের কাছে হারল তারা। শেষ ১০ ম্যাচের ৬টিতে হারল জোয়াকিম লো-র প্রশিক্ষণাধীন দলটি।
  • সাংহাই মাস্টার্স চ্যাম্পিয়ন হলেন নোভাক জোকোভিচ। এই নিয়ে চতুর্থবার।