কারেন্ট অ্যাফেয়ার্স ১৪ অক্টোবর ২০১৯

schedule
2019-10-16 | 11:58h
update
2019-10-16 | 11:58h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক

  • ২০১৯ সালে অর্থনীতিতে ‘নোবেল’ পুরস্কারের জন্য নির্বাচিত হলেন এক বাঙালি সহ ৩ জন। রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস-এর পক্ষ থেকে জানানো হল, বিশ্বব্যাপী দারিদ্র্য দূরীকরণে পরীক্ষামূলক গবেষণার জন্য নোবেল পাচ্ছেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, এস্থার ডাফলো এবং মাইকেল ক্রেমার। এস্থার ফরাসি বংশোদ্ভূত এবং বিনায়কের স্ত্রী। নোবেলের ইতিহাসে এই নিয়ে ষষ্ঠবার কোনো দম্পতি নোবেল সম্মান পেলেন। অর্থনীতিতে দ্বিতীয় মহিলা ও সব থেকে কমবয়সী মহিলা হিসাবে নোবেল পেলেন এস্থার। তাঁরা দুজনেই ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) অধ্যাপক। তৃতীয় অ-শ্বেতাঙ্গ হিসেবে অর্থনীতিতে নোবেল পেলেন বিনায়ক। তিনি প্রেসিডেন্সি কলেজে ও জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়েও পড়েছেন। তাঁরা দুজন মিলে প্রতিষ্ঠা করেছেন আবদুল লতিফ জমিল পভার্টি অ্যাকশন ল্যাব (জে-প্যাল)। তাঁদের দুজনের বই ‘পুয়োর ইকোনমিক্স: আ র‍্যাডিক্যাল রিথিঙ্কিং অব দ্য ওয়ে টু ফাইট গ্লোবাল পভার্টি’ বইটি ১৭টি ভাষায় অনূদিত হয়েছে। বিনায়কের বাবা দীপক বন্দ্যোপাধ্যায় ও মা নির্মলা বন্দ্যোপাধ্যায় ছিলেন অর্থনীতির অধ্যাপক। পুরস্কারপ্রাপক তৃতীয় জন মাইকেল ক্রেমার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।
  • পোল্যান্ডে সাধারণ নির্বাচনে শাসক দল ল অ্যান্ড জাস্টিস পার্টিই ৪৫.২ শতাংশ ভোট পেয়ে জয়ী হল।
  • উত্তর-পূর্ব সিরিয়ায় তুরস্কের সেনা অভিযান প্রতিরোধে সেখানকার কুর্দ প্রশাসন গৃহযুদ্ধে তাদের সব থেকে বড় প্রতিপক্ষ সিরিয়ার রাষ্ট্রপতি বাসর আল আসাদের সঙ্গেই চুক্তি করল।
  • হংকংয়ে ১৭তম সপ্তাহে পড়ল সরকারবিরোধী বিক্ষোভ। এই প্রথম মার্কিন সরকারের হস্তক্ষেপ দাবি করে মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকা নিয়ে মিছিল হল সেখানে।
Advertisement

 

জাতীয়

  • ৭১ দিন পর পোস্ট পেড মোবাইল পরিষেবা চালু হল কাশ্মীরে। তবে প্রিপেড এবং ইন্টারনেট পরিষেবা এখনও চালু হয়নি।
  • পশ্চিমবঙ্গের অধিকাংশ স্থান থেকে বর্ষা বিদায় নিয়েছে বলে জানাল আলিপুর আবহাওয়া দপ্তর।

 

বিবিধ

  • গত সেপ্টেম্বর মাসে দেশে খুচরো বাজারের মূল্যবৃদ্ধি ছিল ৩.৯১ শতাংশ যা গত ১৪ মাসে সর্বোচ্চ। এই সময়েই পাইকারি বাজারে মূল্যবৃদ্ধি ছিল ০.৩৩ শতাংশ যা গত ৩৬ মাসে সর্বনিম্ন। এই তথ্য প্রকাশ করল কেন্দ্রীয় পরিসংখ্যান দপ্তর।
  • ‘দেশের অর্থনীতি গুরুতর চ্যালেঞ্জের মুখে পড়েছে।’ একটি নিবন্ধে এই মন্তব্য করে বিতর্কের ঝড় তুললেন অর্থনীতিবিদ পরকাল প্রভাকর। তিনি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের স্বামী।
  • ভারতে ১০০ লক্ষ কোটি ঘনফুট প্রাকৃতিক গ্যাস রয়েছে, এখনও যার অনুসন্ধান করাই হয়নি। মন্তব্য করলেন ব্রিটিশ পেট্রোলিয়াম সংস্থার সিইও বব ডুডলি।

 

খেলা

  • বাহরিন আন্তর্জাতিক ব্যাডমিন্টনে ভারতীয়দেরই জয়জয়কার ধ্বনিত হল। পুরুষদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হলেন প্রিয়াংশু রাজাওয়াত। মেয়েদের সিঙ্গলসে রানার্স হলেন ইরা শর্মা। ডাবলসে চ্যাম্পিয়ন হলেন জুহি দেওয়ানগণ-ভেঙ্কট গৌরব প্রসাদ জুটি।
  • প্রো-কবাডি লিগের সেমিফাইনালে উঠল বেঙ্গালুরু বুলস। শেষ চারে তাদের প্রতিপক্ষ দাবাং দিল্লি।
  • মেয়েদের ক্রিকেট ভারত ৬ রানে দক্ষিণ আফ্রিকাকে হারাল। ৩ ম্যাচের সিরিজে তারা ৩-০ ব্যবধানে জিতল। অধিনায়ক হিসাবে শততম ম্যাচ জিতলেন মিতালি রাজ।
  • ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার (বিসিসিআই) সভাপতি পদে নির্বাচনে মনোনয়ন পত্র জমা দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
08.05.2024 - 07:48:09
Privacy-Data & cookie usage: