কারেন্ট অ্যাফেয়ার্স ১৪ ফেব্রুয়ারি, ২০১৯

587
0
Current Affairs 14 Feb 2019

আন্তর্জাতিক

  • মার্কিন যুক্তরাষ্ট্রে আরও এক কৃষ্ণাঙ্গকে গুলি করে হত্যার ঘটনা ঘটল। ক্যালিফোর্নিয়ার ভ্যানেহো শহরে এই ঘটনা ঘটেছে। নিহত যুবকের নাম উইনি ম্যাকয় (২০)। তিনি পেশায় র‍্যাপার। গাড়িতে ঘুমন্ত অবস্থায় ছিলেন তিনি। তাঁকে সশস্ত্র ভেবে গুলি চালায় পুলিশ।
  • অপরচুনিটির অভিযান শেষ হয়েছে। সংবাদিক সম্মেলন করে এ কথা জানাল নাসা। ২০১৩ সালের ৭ জুন যাত্রা শুরু করেছিল ‘অপরচুনিটি’। ২০০৪ সালের ২৪ জানুয়ারি মঙ্গলের ‘পেরিডিয়ানি’ প্লেনাম-এ অবতরণ করে সেটি। তারপর থেকে তথ্য ও ছবি পাঠিয়েছে সে। চলতে সক্ষম যানটি ২০১১ সালে মঙ্গলের ধুলো ঝড় সামলেও ছবি পাঠিয়েছিল। এদিন ওই যানে শেষ বার্তাটি পাঠান বিজ্ঞানী কেরি বিন। গত ৬ মাস ধরে বার্তার জবাব পাঠাতে পারেনি যানটি।

জাতীয়

  • নজিরবিহীন ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা ঘটল কশ্মীরের পুলওয়ামার অবন্তীপোরায়। জম্মু-কাশ্মীর জাতীয় সড়কে সিআরপিএফ-এর কনভয়ে হামলা চালাল তারা। ৩৫০ কেজি বিস্ফোরক নিয়ে ভারতীয় কনভয়ে বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণের অভিঘাত ৪০ কিমি দূর থেকেও শোনা গেছে। এর পরই জওয়ানদের লক্ষ করে গুলি চালায় সন্ত্রাসবাদীরা। এই ঘটনায় শহিদ হলেন ৪৪ জন ভারতীয় জওয়ান। ঘটনার দায় স্বীকার করল জয়েশ-ই-মহম্মদ। হামলাকারী জঙ্গির নাম আদিল আহমেদদার।
  • কলকাতা, দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, হায়দরাবাদের মতো বড় বিমানবন্দরের মর্যাদা পেল বাগডোগরা বিমান বন্দর। পর পর ২ বছর লক্ষাধিক যাত্রী পরিবহণ করেছে এই বিমানবন্দর।
  • দিল্লিতে উচ্চপদস্থ অফিসার নিয়োগের ক্ষমতা উপরাজ্যপালের বলেই রায় দিল সুপ্রিম কোর্ট।

বিবিধ

  • গত জানুয়ারি মাসে দেশে পইকারি মূল্যবৃদ্ধির হার ২.৭৬ শতাংশ ছিল বলে জানানো হল। এটি গত ১০ মাসে সর্বনিম্ন।
  • ব্যাঙ্কিং শর্ত লঙ্ঘন করায় স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া, ব্যাঙ্ক অব বরোদা, কর্পোরেশন ব্যাঙ্ক এবং ইউনিয়ন ব্যাঙ্ককে ৫ কোটি টাকা জরিমানা করল ভারতের রিজার্ভ ব্যাঙ্ক।

খেলা

  • ডারবানে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ৪ উইকেট নিলেন দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন। ৯২ টেস্টে তাঁর উইকেট সংখ্যা হল ৪৩৭। কপিল দেবকে (৪৩৪) অতিক্রম করে গেলেন তিনি। বিশ্বে টেস্ট উইকেট শিকারে তাঁর ক্রম হল সপ্তম। শীর্ষে মুথাইয়া মুরলিধরণ (৮০০)।
  • এখনকার ক্রিকেটের শ্রেষ্ঠ ৫ জন ফিল্ডার বেছে নিলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার জন্টি রোডস। তাঁরা হলেন সুরেশ রায়না, এবি ডেভেলিয়ার্স, হার্শেল গিবস, অ্যান্ড্রু সাইমন্ডস, পল কলিংউডস।
  • আই লিগে ইস্টবেঙ্গল ৫-০ গোলে হারাল শিলং লাজংকে। হ্যাটট্রিক করলেন লালরিনডিকা রালত। ১৫ ম্যাচে ৩/১ পয়েন্ট নিয়ে লিগে পয়েন্টের বিচারে তৃতীয় স্থানে উঠে এল ইস্টবেঙ্গল।