কারেন্ট অ্যাফেয়ার্স ১৫ অক্টোবর, ২০১৮

schedule
2018-10-20 | 13:52h
update
2018-10-20 | 13:52h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

জাতীয়

  • দূষণের আশঙ্কায় সাময়িকভাবে বন্ধ করা হল দিল্লির বদরপুর তাপবিদ্যুৎ কেন্দ্র। প্রসঙ্গত, শীত পড়লেই দূষণের জেরে প্রবল ধোঁয়াশা তৈরি হয় দিল্লি ও সংলগ্ন এলাকায়।
  • পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি বিষয়ে রাষ্ট্রায়ত্ত বেসরকারি ও কয়েকটি বিদেশি তেল সংস্থার কর্ণধারদের সঙ্গে বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে ৪ নভেম্বর থেকে ইরানের তেল আমদানিতে মার্কিন নিষেধাজ্ঞা জারি হওয়ায় পেট্রোপণ্যের আরও মূল্যবৃদ্ধির আশঙ্কা থাকছে। এই পরিস্থিতিতে ভারতকে প্রয়োজন মতো তেল জোগানোর প্রতিশ্রুতি দিল সৌদি আরব।
Advertisement

আন্তর্জাতিক

  • ৯৩ বছর বয়সি তোভা রিংগারকে মিস হলোকস্ট সারভাইভার সম্মানে ভূষিত করল ইজরায়েল। তিনি আউটভিৎজ–এ বাবা-মা, চার বোন ও ঠাকুমাকে হারিয়েছিলেন। ইজরায়েল সরকার তাঁকে পুরস্কৃত করল।
  • রেল ও সড়ক পথে পুনরায় যোগাযোগ শুরুর সিদ্ধান্ত নিল উত্তর ও দক্ষিণ কোরিয়া। এদিন এই বিষয়ে চুক্তি করলেন উত্তরের রাষ্ট্রপতি কিম উন জং এবং দক্ষিণের রাষ্ট্রপতি মুন জায়ে ইন।
  • নিখোঁজ সাংবাদিক জামাল খাসোগির সন্ধানে তুরস্ক পুলিশকে ইস্তাম্বুলে সৌদি আরবের দূতাবাসে ঢুকে তল্লাশি অভিযানে সম্মতি জানাল সৌদি আরব সরকার।

খেলা

  • এশিয়ান প্যারা গেমসে প্রথম তিনটি স্থান পেল যথাক্রমে চিন, দক্ষিণ কোরিয়া ও ইরান। ভারত পেল নবম স্থান। ভারত ১৫টি সোনা, ২৪টি রুপো, ৩৩টি ব্রোঞ্জ মিলিয়ে পেয়েছে ৭২টি পদক। ভারতের এই প্রতিযোগিতায় এটাই সেরা সাফল্য। ২০১৪ সালে ভারত ৩৩টি পদক জিতল।
  • যুব অলিম্পিকের হকিতে ভারতের মেয়েরাও রুপো জিতল। এদিন ফাইনালে তারা আয়োজক দেশ আর্জেন্টিনার কাছে ১-৩ গোলে হারল। হকিতে ছেলেরাও রুপো জিতেছে। তারা ফাইনালে ২-৪ গোলে মালয়েশিয়ার কাছে হেরেছিল।

বিবিধ

  • সেন্ট্রাল ইনল্যান্ড ফিশরিজ ইনস্টিটিউট সংস্থার উদ্যোগে ‘রাষ্ট্রীয় মহিলা কৃষক দিবস’ পালিত হল। গত বছর থেকে এই দিবস পালন করছে কেন্দ্র। প্রসঙ্গত, ভারতের বিভিন্ন কৃষি ক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণ হয়েছে ৪৮ শতাংশ।
  • প্রযুক্তিবিদ্যার প্রাক্তন অধ্যাপক তথা আইআইটির উপদেষ্টা ব্রজভূষণ পাণ্ডে (৭৮) প্রয়াত হলেন। এ দেশে আধুনিক সড়ক তৈরির রূপকার বলা হয় তাঁকে। ২০০১, ২০১২ সালের রোড কংগ্রেসে রাস্তা তৈরির নিয়মাবলির খসড়া, কংক্রিট এবং বিটুমিনে রাস্তার কোড তৈরি করেছিলেন তিনি।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
05.05.2024 - 01:53:41
Privacy-Data & cookie usage: