কারেন্ট অ্যাফেয়ার্স ১৫ ডিসেম্বর ২০১৯

1086
0

আন্তর্জাতিক

  • একাত্তরের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনির বেতনভোগী রাজাকার, আল বদর, ও আল শামস বাহিনীর ১০ হাজার ৭৮৯ জনের নাম প্রকাশ করল বাংলাদেশ সরকার। স্বাধীনতাপন্থীরা দীর্ঘদিন এই নাম প্রকাশের দাবি করে আসছিল। পাকিস্তান বাহিনী এদের সাহায্যে প্রায় ৩০ লক্ষ বাঙালিকে হত্যা করেছিল।
  • পরিবেশ আন্দোলনে অংশ নিয়ে গ্রেপ্তার হলেন আর এক হলিউড অভিনেত্রী স্যালি লিল্ড। এর আগে একই কারণে গ্রেপ্তার হয়েছেন অভিনেত্রী জেন ফন্ডা।
  • রাষ্ট্রপুঞ্জের কমিশন অন দ্য স্টেটাস অব দ্য উইমেনের (সিএসডব্লিউ) রিপোর্টে উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে পাকিস্তানেও সংকটের মুখে সংখ্যালঘু সম্প্রদায়। সেখানে হিন্দু এবং খ্রিস্টান ধর্মাবলম্বীদের অবস্থা সংকটজনক। উক্ত সম্প্রদায়ের নারীদের অবস্থা আরও খারাপ। এজন্য পুলিশি সদিচ্ছা ও দুর্বল বিচারব্যবস্থাকে এক হাত নেওয়া হয়েছে।
  • খাদে বাস পড়ে মৃত্যু হল ১৪ জন আরোহীর। ঘটনাটি ঘটেছে নেপালের সিন্ধুপালচকে।

 

জাতীয়

  • আজও পশ্চিমবঙ্গের হাওড়া, হুগলি ও দুই চব্বিশ পরগনার নানা জায়গায় নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে চলল তাণ্ডব। বেশ কিছু অঞ্চলের রেল স্টেশন অবরোধ করা হয়। জ্বালিয়ে দেওয়া হয় স্টেশন অফিস। নষ্ট করা ও জ্বালিয়ে দেওয়া হয় বিভিন্ন সরকারি জরুরি সম্পত্তি। মুর্শিদাবাদে বেশ কয়েকটি ট্রেনে বড় ধরনের অগ্নিসংযোগ ঘটানো হয়। দক্ষিণ ২৪ পরগনায় আক্রা স্টেশনে তাণ্ডব চলার সময় ডিএসপি সহ ৫ পুলিশ  আহত হন। এ ছাড়াও রাজ্যের বিভিন্ন স্থানে পথ অবরোধে চরম ভোগান্তির সম্মুখীন পথচারীরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘কিছু সাম্প্রদায়িক রাজনৈতিক দল এবং কতিপয় গোষ্ঠী এই উস্কানি দিচ্ছে। এই ধরনের অপরাধ মেনে নেওয়া যায় না।’ বিক্ষোভের আগুন দিল্লির জামিয়া বিশ্ববিদ্যালয়েও। কলকাতাতেও বেশ কিছু জায়গায় প্রতিবাদী ছাত্রছাত্রীরা কলেজ-বিশ্ববিদ্যালয়ে মিছিল-মিটিংয়ে বিক্ষোভে শামিল হয়েছেন। ৬টি জেলায় ইন্টারনেট পরিষেবা আংশিক বন্ধ রাখা হয়েছে।
  • অসমে সংশোধিত নাগরিকত্ব আইনবিরোধী বিক্ষোভের সময় চলা পুলিশের গুলিতে জখম আরও ২ জনের মৃত্যু হল। মৃত্যু বেড়ে দাঁড়াল ৭। অসমে বিভিন্ন অঞ্চল থেকে কার্ফু তুলে নেওয়া হয়েছে।
  • উত্তর প্রদেশের ফতেপুর জেলায় কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার করা হল অভিযুক্ত যুবককে।

 

বিবিধ

  • দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি বোমা নিষ্ক্রিয় করতে ইতালির ব্রিনডিসির প্রায় ৫৫ হাজার বাসিন্দাকে সরিয়ে নিল প্রশাসন।
  • ৬.৮ মাত্রার জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ ফিলিপিন্সের মিন্ডানাও দ্বীপ। মৃত ১।
  • সরকারি অফিসে কাগজের অপচয় বন্ধ করতে নির্দেশিকা জারি হল। পূর্ব বর্ধমানের জেলাশাসক বিজয় কুমার সম্প্রতি এই নির্দেশিকা জারি করেছেন।
  • প্রবল তুষারপাতে ঢাকা পড়েছে হিমাচল প্রদেশের বেশ কিছু অঞ্চল। উত্তরাখণ্ডেও বরফে ঢেকে গেছে। তুষারপাতে ঢেকেছে সিকিমের একাংশও। হিমাচলের কুফরিতে ভারী তুষারপাতে দেড় শতাধিক শিক্ষার্থী আটকে পড়ে। তাদের উদ্ধার করা হয়েছে।
  • বাড়ানো হল প্যান-আধার সংযুক্তির তারিখ। শেষ দিন ৩১ ডিসেম্বর ধার্য হয়েছে।
  • সোশ্যাল মিডিয়ায় হইচই ফেলেছে এক খুদে বিস্ময়বালক। মাত্র ৩ বছর বয়সে বিরাট কোহলি বা বড় মাপের ক্রিকেটারদের স্টাইলে ব্যাট করে তাক লাগিয়ে দিয়েছে গোটা দেশকে। বেহালার এই খুদে ‘বিস্ময় তারকা’ শেখ শাহিদ আজ আলোচনার শীর্ষে।

 

খেলা

  • চেন্নাইয়ে একদিনের ম্যাচে ২৮৮ রানের টার্গেট তাড়া করে ওয়েস্ট ইন্ডিজ প্রথম একদিনের ম্যাচে নিজেদের জয় ছিনিয়ে নিল। ভারতের ২৮৭ রানের উত্তরে ওয়েস্ট ইন্ডিজের দুই তরুণ ব্যাটসম্যান শেই হোপ এবং শিমরন হেটমার দুর্দান্ত খেলে তাদের দলকে জয় এনে দিল। ভারতের ঋষভ পন্থ ৭১, রোহিত শর্মা ৫৬ করেছিলেন। বিরাট কোহলি এদিন তাঁর নিজের মতো খেলতে পারেননি।
  • চতুর্থ দিনেই নিউজিল্যান্ডকে ২৯৬ রানে হরিয়ে পারথে দিনরাতের টেস্ট জিতে নিল অস্ট্রেলিয়া। এই নিয়ে সাতটি দিনরাতের টেস্ট খেলার সাতটিতেই জয় পেল অস্ট্রেলিয়া। বিধ্বংসী বোলার মিচেল স্টার্ক ৪৫ রানে ৪ উইকেট নেন। ম্যাচের সেরাও হয়েছেন তিনি।