কারেন্ট অ্যাফেয়ার্স ১৫ ডিসেম্বর ২০১৭

schedule
2017-12-16 | 12:12h
update
2017-12-16 | 12:16h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

জাতীয়

  • লোকসভার প্রথম মহিলা সেক্রেটারি জেনারেল হিসাবে কাজ শুরু করলেন স্নেহলতা শ্রীবাস্তব।
  • তাৎক্ষণিক তিন তালাক (তালাক ই বিদ্দত) প্রথাকে শাস্তিযোগ্য অপরাধ হিসাবে গণ্য করা সংক্রান্ত বিলটি অনুমোদন করল কেন্দ্রীয় মন্ত্রিসভা। শীতকালীন অধিবেশনেই এটি সংসদে পেশ হতে পারে।

আন্তর্জাতিক

  • রাশিয়ার প্রাক্তন অর্থমন্ত্রী আলেক্সেই উলিউকায়েভকে ৮ বছরের কারাদণ্ড ও ২০ লক্ষ ডলার জরিমানা ধার্য করল আদালত। সরকারি তেল সংস্থা বাশনেফ্ট-এর শেয়ার বিক্রির আর্থিক দুর্নীতিতে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন।
  • মঙ্গোলীয় যুদ্ধনায়ক চেঙ্গিজ খানের একটি ছবির ওপর পা ঠুকে হাঁটার ভিডিও চিত্র সোশ্যাল নেটওয়ার্কে দিয়েছিলেন লুও নামে চিনের এক ব্যক্তি। তাঁকে এক বছরের কারাদণ্ড দিল চিনা আদালত।
  • উত্তর চিনের কারখানাগুলিকে উৎপাদন কমানোর নির্দেশ দিল প্রশাসন। উত্তর চিন জুড়ে ঘন ধোঁয়াশার কারণে এই পদক্ষেপ বলে জানা গেল। ২৮টি শহরে কয়লার ব্যবহার ১৫ শতাংশ কমাতে বলা হয়।
  • মার্কিন যুক্তরাষ্ট্রে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হল ভারতীয় বংশোদ্ভূত করুণাকর কারেঙ্গল ওয়াহোর।
Advertisement

খেলা

  • টেনিস তারকা রজার ফেডেরারকে ২০১৭ সালে বি বি সি তাদের ওভারসিজ স্পোর্টস প্যার্সোনালিটি অব দ্য ইয়ার পুরস্কার দেবে বলে জানাল। ফেডেরার আগে ২০০৪, ২০০৬ এবং ২০০৭ সালেও এই পুরস্কার জিতেছিলেন।
  • পার্থ টেস্টে ইংল্যান্ড প্রথম ইনিংসে ৪০৩ রান করল। জবাবে ৩ উইকেট খু€ইয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ ২০৩ রান।
  • অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপের দলে ডাক পেলেন স্টিভ ওয়ার ছেলে অস্টিন ওয়া।
  • মার্কিন যুক্তরাষ্ট্রে ২০১৭ সালের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার পেলেন ক্রিশ্চিয়ান পুলিশিচ।

বিবিধ

  • স্মার্ট ফোন, টেলিভিশন ইত্যাদি নানাবিধ বৈদ্যুতিন পণ্যের আমদানি শুল্ক ১৫ শতাংশ বাড়াল কেন্দ্র।
  • খবরে প্রকাশ, নভেম্বর মাসে রপ্তানি ৩১.৫৫ শতাংশ বেড়ে হল ৪০০০ কোটি ডলার। নভেম্বর মাসে বাণিজ্য ঘাটতি ছিল ১৩৮২ কোটি ডলার।
  • মার্কিন যুক্তরাষ্ট্র নেট নিউট্র্যালিটি ব্যবস্থা প্রত্যাহার করল। ২০১৫ সালে ওবামা প্রশাসন তা চালু করেছিল। ভারতে এই নীতি বহাল রাখার সুপারিশ করেছে ট্রাই।
  • আধার মামলা: ব্যাঙ্ক বা মোবাইল ফোনের পরিষেবা পাওয়া বজায় রাখার জন্য কিংবা কেন্দ্রীয় বা রাজ্য সরকারের প্রকল্পে আর্থিক সুযোগ-সুবিধা পাওয়ার জন্য বা নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার জন্য আধার নম্বর যোগের বাধ্যবাধকতার সময়সীমা বাড়িয়ে ২০১৮-র ৩১ মার্চ পর্যন্ত করার পক্ষে অন্তর্বর্তীকালীন রায় দিল সুপ্রিম কোর্ট। তবে নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে আধার নম্বর বা তা না থাকলে আধারের জন্য আবেদনের নম্বর লাগবেই বলে জানানো হয়েছে। সবটাই অবশ্য শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে চলা আধার সংক্রান্ত মামলাগুলির চূড়ান্ত নিষ্পত্তির ওপর নির্ভর করবে।
  • কবি জয় গোস্বামী ২০১৭ সালের মূর্তিদেবী পুরস্কার পাচ্ছেন বলে জানানো হল। প্রথম বাঙালি হিসাবে এই সম্মান পাবেন তিনি। ‘দু দণ্ড ফোয়ারা মাত্র’ কবিতাগ্রন্থের জন্য এই পুরস্কার দেওয়া হচ্ছে তাঁকে।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
24.04.2024 - 18:02:26
Privacy-Data & cookie usage: