কারেন্ট অ্যাফেয়ার্স ১৫ মে ২০২০

577
0

আন্তর্জাতিক

  • করোনা ভাইরাস সংক্রমণে দুনিয়া জুড়ে এযাবৎ ৩,০৭,১৩৫ জন মানুষের মৃত্যু হয়েছে৷ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৬,০২,৯০০ জন৷ মার্কিন যুক্তরাষ্ট্রে ৮৬,৯৪২ জনের মৃত্যু হয়েছে করোনায়৷ ইউরোপে মৃতের সংখ্যায় ফ্রান্স (২৭,৪২৫ জনের মৃত্যু) ছাপিয়ে গেল স্পেনকে (২৭,৩২১)৷ এদিকে নিজেদের করোনা মুক্ত বলে ঘোষণা করল অস্ট্রিয়া৷ লকডাউন শিথিল করা হয়েছে জার্মানি, শ্লোভেনিয়ায়৷ পাকিস্তান অন্তর্দেশীয় বিমান পরিবহণ চালু করল৷ সেখানে ৮০৩ জনের মৃত্যু হয়েছে করোনায়৷ চিনের উহানে ১ কোটি ১০ লক্ষ নাগরিকের প্রত্যেকের নতুন করে স্বাস্থ্যপরীক্ষা শুরু হল৷ সেখানে করোনা সংক্রমণ ধরা পড়ায় এই ব্যবস্থা নিল প্রশাসন৷ রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় ১০ হাজারের বেশি মানুষের কোভিড সংক্রমণ ধরা পড়ল৷

 

জাতীয়

  • কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী দেশে ৮১,৯৭০ জন নোভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন৷ মৃত্যু হয়েছে ২,৬৪৯ জনের৷ মহারাষ্ট্রে এই সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হল ১,০১৯৷ সেখানে ২৭,৫২৪ জন আক্রান্ত হয়েছেন৷ গুজরাটে মৃতের সংখ্যা ৫৮৬৷ পশ্চিমবঙ্গে আক্রান্তের নিরিখে রাজ্যগুলির মধ্যে অষ্টম স্থানে রয়েছে৷ এদিকে পরিযায়ী শ্রমিকদের আটকানো বা তাঁদের ওপর নজরদারি করা সুপ্রিম কোর্টের পক্ষে সম্ভব নয় বলে একটি মামলার সূত্রে জানালো সর্বোচ্চ আদালত৷
  • বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে গভীর নিম্নচাপ উমপুন, উচ্চারণভেদে আমফান৷ এই নামটি থাইল্যান্ডের দেওয়া৷

 

বিবিধ

  • এপ্রিলে দেশে বাণিজ্য ঘাটতি কমে হয়েছে ৬৭৬ কোটি ডলার৷ গত ৪ বছরে তা সর্বনিম্ন৷ এপ্রিলে রপ্তানি ৬০.২৮৮ শতাংশ ও আমদানি ৫৮.৬৫ শতাংশ কমেছে৷
  • করোনার কারণে এবছর বিশ্ব অর্থনীতিতে ৫.৮ থেকে ৮.৮ লক্ষ কোটি ডলার ক্ষতি হতে পারে বলে এক সমীক্ষার রিপোর্টে জানাল এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক৷
  • বাংলাদেশের জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের মৃত্যুতে করোনা যোগের কথা জানাল বাংলাদেশ সরকার৷ প্রয়াত গবেষকের দেহ সমাহিত করার আগে গার্ড অব অনার দেওয়া হল৷

 

খেলা

  • স্বাস্থ্যবিধি মেনে ক্রিকেটাররা অনুশীলন শুরু করতে পারবেন বলে বিজ্ঞপ্তি দিয়ে জানাল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড৷
  • আইসিসি সভাপতি হওয়ার যোগ্যতা সৌরভ গঙ্গোপাধ্যায়ের রয়েছে বলে মন্তব্য করলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ডেভিড গাওয়ার৷