কারেন্ট অ্যাফেয়ার্স ১৭ এপ্রিল, ২০১৯

469
0
Current Affairs 17 April 2019

আন্তর্জাতিক

  • বিশ্বের বৃহত্তম এক দিবসীয় ভোট সম্পন্ন হল ইন্দোনেশিয়ায়।ভোট দিলেন ১৯ কোটিরও বেশি নাগরিক।একদিন একই সঙ্গে সমগ্র ইন্দোনেশিয়ার সংসদীয় রাষ্ট্রপতি পদে পুনর্নির্বাচিত হবেন বোকো উইডোডো।
  • আগামী ৫ কি ৬ বছরের জন্য বন্ধ করে দেওয়া হল প্যারিসের নোতর দাম গির্জা। গির্জার রেক্টর প্যাট্রিক শোভে জানিয়েছেন, ২০২৫ সালে প্যারিসে গ্রীষ্মকালীন অলিম্পিক্সের আগে এটি খুলে দেওয়ার চেষ্টা করা হবে।নতুন করে গড়া হবে ধাতব মিনারটি।গথিক স্থাপত্যের এই নিদর্শনটির বয়স প্রায় ৮৫০ বছর।
  • ইয়েমেনের যুদ্ধে হুথি জঙ্গিদের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের লড়াই বন্ধ করতে মার্কিন কংগ্রেস সর্বসম্মত প্রস্তাব নিলেও তা ভেটো দিয়ে আটকে দিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প।

খেলা

  • কুস্তিতে ভারতের বজরং পুনিয়া ৬৫ কেজি ফ্রি স্টাইল বিভাগে বিশ্বে ১ নম্বর স্থান ফিরে পেলেন। এদিন ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং প্রকাশিত তালিকায় তিনি শীর্ষ ক্রমে রয়েছেন।
  • ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দল জুভেন্তাস ছিটকে গেল চ্যাম্পিয়ন্স লিগ থেকে।এদিন আয়া খসের কাছে ২-১ গোলে (সার্বিক ফল ৩-২) হারল জুভেন্তাস।গোলটি করেছিলেন রোনাল্ডোই। অন্য কোয়ার্টর ফাইনালে বার্সেলোনা ৩-০ গোলে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে হারিয়ে সেমিফাইনালে গেল। জোড়া গোল করলেন লিওনেল মেসি।
  • পাকিস্তান প্রো লিগের ম্যাচ খেতে আর্জেন্টিনা, অস্ট্রেলিয়ায়, নিউজিল্যান্ডে দল না পাঠানোয় তাদের দেড় কোটি টাকা জরিমানা করল আন্তর্জাতিক হকি সংস্থা।