কারেন্ট অ্যাফেয়ার্স ১৬ এপ্রিল ২০২০

709
0

আন্তর্জাতিক

  • বিশ্বে করোনা ভাইরাস সংক্রমণে মৃতের সংখ্যা ১,৪৪,৬৩৯৷ আক্রান্ত হয়েছেন ২১,৬৭,৯৭২ জন৷ এর মধ্যে শুধু ইউরোপেই মৃত্যু হয়েছে ৯০ হাজার মানুষের৷ ইতালি, স্পেন, ফ্রান্স ও ব্রিটেনে করোনায় মৃত্যু হয়েছে যথাক্রমে প্রায় ২১ হাজার, ১৯ হাজার, ১৭ হাজার ও ১৩ হাজার জনের৷ এদিকে করোনা প্রতিরোধ নিয়ে উপযুক্ত জবাব দিতে না পারায় পাকিস্তানের স্বাস্থ্য উপদেষ্টা জাফর মির্জাকে বহিষ্কার করল পাক সুপ্রিম কোর্ট৷
  • দক্ষিণ কোরিয়ার সাধারণ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করল রাষ্ট্রপতি মুন জায়ে উনের নেতৃত্বাধীন ডেমোক্র্যাট দল৷
  • আন্তর্জাতিক চুক্তি ভেঙে চিন ভূগর্ভে পারমাণবিক পরীক্ষা চালিয়েছে বলে অভিযোগ করল মার্কিন যুক্তরাষ্ট্র৷

 

জাতীয়

  • কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১২৭৫৯৷ মৃত্যু হয়েছে ৪২০ জনের৷ সুস্থ হয়েছেন ১৫১৪ জন৷ মহারাষ্ট্রে ২৯১৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ১৮৭ জনের৷ দেশে ১৫১৪ জন করোনা সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন৷ নদিয়া সহ দেশের ৩২৫টি জেলায় গত ২৮ দিনে নতুন করে কেউ করোনায় আক্রাম্ত হননি বলে জানানো হল৷ পশ্চিমবঙ্গে করোনায় আক্রান্তের সংখ্যা ১৪৪৷ মৃতের সংখ্যা বেড়ে হল ১০৷ দক্ষিণ দিল্লির মালব্য ড়গরে একজন পিৎজা ডেলিভারি বয় করোনা ভাইরাসে আক্রান্ত হলেন৷ তিনি যে ৭২টি পরিবারে খাদ্য সরবরাহ করেছেন তাদের সব সদস্যকে নিভৃতবাসে থাকতে বলল প্রশাসন৷

 

বিবিধ

  • ২০ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত জমি, বাড়ি কেনা-বেচায় অনলাইন রেজিস্ট্রেশনের অনুমতি দিল পশ্চিমবঙ্গ সরকার৷ এক্ষেত্রে নির্দিষ্ট ফি-এর ওপর ২০ শতাংশ ছাড় দেওয়ার কথা জানানো হল৷
  • ডলারের নিরিখে টাকার দাম হল ৭৬.৮৭ টাকা প্রতি ডলার৷ সর্বকালীন তলানিতে ঠেকল টাকার দাম৷

 

খেলা

  • জুভেন্তাস ক্লাবের দুই ফুটবলার ড্য্যানিয়েল রুগানি ও ব্লেইস মাতেৌদি করোনা ভাইরাস সংক্রমণে আক্রান্ত হয়েছিলেন৷ তবে তাঁরা সুস্থ হয়েছেন বলে জানালেন ক্লাব কর্তৃপক্ষ৷
  • ডব্লুডব্লুএফ-এর প্রচারদূত নিযুক্ত হলেন বিশ্বনাথন আনন্দ৷ পরিবেশ শিক্ষার প্রচারে ভারতে এই সংস্থা ৫০ বছরে পা রাখল৷