আন্তর্জাতিক
- ৩৭তম বিজয় দিবস পালন করল বাংলাদেশ।
- ৫১ দিন পর পুনরায় শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী পদে বসলেন ইউনাইটেড ন্যাশনাল পার্টির প্রধান রনিল বিক্রমসিংঘে। তাঁকে পদচ্যুত করেছিলেন রাষ্ট্রপতি মৈত্রিপালা সিরিসেনা। এদিন তিনিই শপথবাক্য পাঠ করালেন রনিলকে।
- মালদ্বীপের প্রাক্তন রাষ্ট্রপতি আবদুল্লা ইয়ামিনের বিরুদ্ধে দেড় লক্ষ ডলার দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু হল।
জাতীয়
- ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভূপেশ বাঘেল। রাজস্থানের মুখ্যমন্ত্রী হচ্ছেন অশোক গেহলট। উপমুখ্যমন্ত্রী হচ্ছেন শচীন পইলট। কংগ্রেস সূত্র থেকে এ খবর মিলেছে।
- এই মুহূর্তে দেশের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, সিবিআই প্রধান অলোক বর্মা, আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস এবং কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল রাজীব মেহর্ষি– এই চারজনই দিল্লির সেন্ট স্টিফেন্স কলেজের প্রাক্তন ছাত্র ছিলেন বলে জানা গেল। চারজনেরই অন্যতম বিষয় ছিল ইতিহাস।
বিবিধ
- গত অক্টোবর মাসে দেশে বিমানযাত্রীর সংখ্যা ছিল ১ কোটি ১৯ লক্ষ। তার আগের মাসের থেকে ১৩.৩৪ শতাংশ বেড়েছে যাত্রী সংখ্যা। এই নিয়ে টানা ৫০ মাসে দেশে বিমান যাত্রীর সংখ্যা ১০ শতাংশের বেশি বাড়ল। তবে যাত্রীসংখ্যা বাড়লেও সর্বশেষ ত্রৈমাসিকে লোকসান হয়েছে স্পাইস জেট, জেট এয়ারওয়েজ, ইন্ডিগো প্রভৃতি বিমান পরিষেবা সংস্থার।
- শিলিগুডি-রংটং পথে হেরিটেজ টয় ট্রেন চালু করল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে।
খেলা
- হকি বিশ্বকাপ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল বেলজিয়াম। এদিন ভুবনেশ্বরে কলিঙ্গ স্টেডিয়ামে তারা ফাইনালে হারাল নেদারল্যান্ডসকে। সাডেন ডেথে ৩-২ গোলে ম্যাচের নিষ্পত্তি হল। বেলজিয়মের এর আগে পঞ্চম হওয়া ছিল সবথেকে বড় সাফল্য। নেদারল্যান্ডস ২০ বছর আগে চ্যম্পিয়ন হয়েছিল। তৃতীয় স্থান নির্ণয়ের ম্যাচে অস্ট্রেলিয়া ৮-১ গোলে ইংল্যান্ডকে হারিয়ে পেল ব্রোঞ্জ পদক।
- ওয়ার্ল্ড ট্যুর ফাইনালস ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন হলেন পি ভি সিন্ধু। এই প্রথম কোনো ভারতীয় এই প্রতিযোগিতায় সোনা জিতলেন। চিনের গুয়ানঝাউয়ে তিনি ফাইনাল ম্যাচে ২১-১৯, ২১-১৭ গেমে হারালেন বিশ্বচ্যাম্পিয়ন নজোমি ওকুহারাকে। ৭টি প্রতিযোগিতার ফাইনালে হারার পর সোনা জিতলেন সিন্ধু। তিনি গতবার এই প্রতিযোগিতায় রুপো জিতেছিলেন।
- পারথ টেস্টে ভারতের প্রথম ইনিংস শেষ হল ২৮৩ রানে। শতরান (১২৩) করলেন বিরাট কোহলি। এটি তাঁর ২৫তম টেস্ট শতরান। জবাবে ৪ উইকেট হারিয়ে ১৩২ রান করল অস্ট্রেলিয়া।
- আই লিগের ডার্বিতে ইস্টবেঙ্গল ৩-২ গোলে মোহনবাগানকে হারাল। জোড়া গোল করে মান অব দ্য ম্যাচ হলেন ইস্টবেঙ্গলের লালডানমাওয়াইয়া রালতে।