কারেন্ট অ্যাফেয়ার্স ১৬ ফেব্রুয়ারি, ২০১৯

575
0

আন্তর্জাতিক

  • নাশকতার জন্য পাকিস্তানের দিকে অভিযোগের আঙুল তুলল ইরান। ১৫ ফেব্রুয়ারি আত্মঘাতী বোমা বিস্ফোরণে ইরানের রেভলিউশনারি গার্ড-এর ২৭ সদস্যের মৃত্যুর ঘটনায় সরাসরি পাকিস্তানের নিরাপত্তা বাহিনীকেই দায়ী করল তারা। অন্যদিকে ভারতে পুলওয়ামায় জঙ্গি হানার ঘটনাতেও আঙুল উঠেছে ছয় পাক মদতপুষ্ট জঙ্গিদের দিকে। সন্ত্রাসবাদ দমনে পাকিস্তানের ভূমিকার কড়া সমালোচনা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
  • দুদিনের পাকিস্তান সফরে যওয়ার কথা ছিল সৌদি যুবরাজ সলমনের। কিন্তু সফরের সময় কমিয়ে একদিন করলেন তিনি। ফলে বাতল করা হল ইসলামাবাদে ‘বোর্ড অব ইনভেস্টমেন্ট’-এর অনুষ্ঠান।

 

জাতীয়

  • পুলওয়ামার ঘটনায় ভরত যে সিদ্ধান্ত গ্রহণ করবে তাতেই পূর্ণ সমর্থন রয়েছে বলে ৪৯টি রাষ্ট্র মত জানাল ভারতকে। এদিন সর্বদলীয় বৈঠক হয় নয়াদিল্লিতে।
  • জম্মুর রাজৌরিতে পাক মদতপুষ্ট জঙ্গিদের পুঁতে রাখা আইইডি নিষ্ক্রিয় করতে গিয়ে মৃত্যু হল সেনাবাহিনীর অফিসার মেজর চিত্রেশ বিস্কের।

 

বিবিধ

  • পাকিস্তান থেকে রপ্তানি করা যাবতীয় পণ্যে ২০০ শতাংশ শুল্ক বাড়ান কেন্দ্র। পুলওয়ামা কাণ্ডের জেরে তাদেরকে দেওয়া ‘মোস্ট ফেভার্ড নেশন’-এর মর্যাদাও ফিরিয়ে নেওয়া হয়েছে। পাকিস্তান ভারতে রপ্তানি করে ফল, সিমেন্ট, খনিজ, চর্মজাতদ্রব্য। ২০১৭-১৮ অর্থবর্ষে ৩৪৮২ কোটি টকার পণ্য তারা ভারতে রপ্তানি করেছিল।

 

খেলা

  • সিনিয়র জাতীয় ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন হলেন সৌরভ ভার্মা। গুয়াহাটিতে ফাইনালে তিনি হারালেন লক্ষ্য সেনকে। সৌরভ এই নিয়ে তৃতীয়বার জাতীয় চ্যাম্পিয়ন হলেন। এর আগে ২০১১ ও ২০১৭ সালেও তিনি এই খেতাব জিতেছিলেন মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন হলেন সাইনা নেহাওয়াল। তিনি ফাইনালে ২১-১৮, ২১-১৫ গেমে হারালেন পি ভি সিন্ধুকে। সাইনা এই নিয়ে চতুর্থবার এই খেতাব জিতলেন।
  • আই লিগে মোহনবাগান ২-১ গোলে হারাল আইজল এফসিকে।
  • সুনীল ছেত্রীকে ফুটবল রত্ন সম্মান জানাল দিল্লি ফুটবল সংস্থা।
  • ডারবানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে ১ উইকেটে জিতল শ্রীলঙ্কা। দশম উইকেটে শ্রীলঙ্কা তোলে ৭৮ রান। কুশল পেরেরা ১৫৩ রান করেন।
  • ইরানি কাপে চ্যাম্পিয়ন হল বিদর্ভ। রঞ্জি ট্রফির পর তারা জিতল এই দ্বিমুকুট। পর-পর দুবার তারা দ্বিমুকুট জিতল। এই নজির মুম্বই ও কর্নাটকেরই ছিল। বিদর্ভ এই জয় পুলওয়ামায় শহিদ হওয়া জওয়ানদের পরিবারবর্গকে উৎসর্গ করল।