কারেন্ট অ্যাফেয়ার্স ১৬ মে ২০২০

600
0
current affairs

আন্তর্জাতিক

  • সংক্রমণের হার সামান্য কমতেই লকডাউন শিথিল করল ইউরোপের অধিকাংশ দেশ৷ তাও নিষেধাজ্ঞা পুরোপুরি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ দেখানো হল নানা শহরে৷ এরই মধ্যে বিশ্বে কোভিড-১৯ সংক্রমণে ৩,১১,১৬১ জনের মৃত্যু হল৷ ৪৬,৯২,২১৫৪ জন আক্রান্ত হয়েছেন৷ মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ইতালিতে মৃত্যু হয়েছে যথাক্রমে ৮৯,১২৭, ৩৪,৪৬৬, ৩১,৭৬৩ জনের৷ রাশিয়ায় প্রায় ৩ লক্ষ জন করোনায় সংক্রমিত হয়েছেন৷ মৃত্যু হয়েছে ২,৫৩৭ জনের৷ ব্রাজিলের নতুন স্বাস্থ্যমন্ত্রী নেলসন টেক ইস্তফা দিলেন৷ মাসখানেক আগে পূর্বতন স্বাস্থ্যমন্ত্রী লুইজম্যান ডেট্টাকে সরিয়ে দিয়েছিলেন রাষ্ট্রপতি জাইর বলসোনারো৷ সেখানে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ২৩ হাজার জন৷ মৃ্ত্যু হয়েছে প্রায় ৯ হাজার জনের৷

 

জাতীয়

  • দেশে করোনা সংক্রমণে মোট ২,৭৫২ জনের মৃত্যু হয়েছে৷ ৮৫,৯৪০ জন আক্রান্ত হয়েছেন৷ দেশের ৮০ শতাংশ রোগীই ১২টি রাজ্যের ৩০টি পৌরসভা এলাকার বাসিন্দা৷ ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩,৯৬৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন৷ সংক্রমণের নিরিখে ভারত অতিক্রম করে গেল চিনকে৷ মহারাষ্ট্রে ২৯১০০ জন করোনায় আক্রান্ত হয়েছেন৷ মৃত্যু হয়েছে ১,০৬৮ জনের৷ দেশে লকডাউনের মধ্যে পরিযায়ী শ্রমিকরা কেউ হেঁটে কেউ ট্রাকে বা লরিতে চড়ে ঘরে ফেরার চেষ্টা করছেন৷ গত ২৪ ঘণ্টায় পথ দুর্ঘটনায় এইরকম ৩৩ জন শ্রমিকের মৃত্যু হয়েছে৷ লকডাউন পর্বে অন্তত ১১৫ জন পরিযায়ী শ্রমিক দুর্ঘটনা বা ক্লান্তিতে পথেই প্রাণ হারিয়েছেন৷

 

বিবিধ

  • তামাক পাতার প্রোটিন থেকে কোভিড প্রতিষেধক তৈরির দাবি জানাল ব্রিটিশ-মার্কিন সিগারেট সংস্থা৷ মানবদেহে তার পরীক্ষার আবেদন জানাল তারা৷ “হু”-এর তথ্য, বিশ্বেআরও ১১০টি প্রতিষেধক এখনও পরীক্ষার স্তরে রয়েছে৷
    কয়লা, খনিজ, বিদ্যুৎ বণ্টন, প্রতিরক্ষা, অসামরিক বিমান পরিবহণ, মহাকাশ অভিযান ইত্যাদি আটটি ক্ষেত্রে কাঠামোগত সংস্কার করে বেসরকারি লগ্নির দরজা খোলার ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন৷

 

খেলা

  • জার্মানিতে ডর্টমুন্ডের দর্শকশূন্য স্টেডিয়ামে শুরু হল বুন্ডেশলিগা৷ এই ম্যাচে ডর্টমুন্ড ৪-০ গোলে হারাল শালকে-কে৷ লকডাউনের পর প্রথম গোলটি করল হ্যালান্ড৷৬৬ দিন পর গোল হল বুন্ডেশলিগায়৷
  • ভারতীয় ক্রিকেট দল একমাত্র বাংলাদেশেই কোনো সমর্থন পায় না বলে মন্তব্য করলেন ক্রিকেটার রোহিত শর্মা৷