কারেন্ট অ্যাফেয়ার্স ১৭ জুন ২০১৮

477
0

জাতীয়

  • নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনের সংস্কৃতি কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে নীতি আয়োগের চতুর্থ বৈঠক অনুষ্ঠিত হল। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ব্যতীত অধিকাংশ রাজ্যের মুখ্যমন্ত্রীই উপস্থিত ছিলেন এই বৈঠকে। কৃষির উন্নয়নে ১০০ দিনের কাজের প্রকল্পকে যুক্ত করার পথ খুঁজতে ৭ জন মুখ্যমন্ত্রীকে নিয়ে একটি কমিটি তৈরি করা হল।
  • জম্মু ও কাশ্মীরে রমজান মাসে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে কেন্দ্র যে সংঘর্ষবিরতি ঘোষণা করেছিল তা প্রত্যাহারের সিদ্ধান্ত জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং। মূলত দুটি ঘটনার জেরে সংঘর্ষবিরতির মেয়াদ বাড়ানো হল না। সে দুটি হল সাংবাদিক শুজাত বুখারি এবং রাষ্ট্রীয় রাইফেলসের জওয়ান €€€€€€€€ঔরঙ্গজেবকে নৃংশভাবে হত্যার ঘটনা।
  • মৃদু ভূকম্পন অনুভূত হল সিকিমে। রিখটার স্কেল অনুযায়ী কম্পনের তীব্রতা ছিল ৪.৭।

আন্তর্জাতিক

  • বেশ কিছুদিন শান্ত থাকার পর ফের সন্ত্রাসবাদী হামলা ঘটল নাইজেরিয়ায়। বোরনো প্রদেশে এক আত্মঘাতী বিস্ফোরণে মৃত্যু হল অন্তত ৩৯ জনের। বোরো হারাম জঙ্গি গোষ্ঠী এই হামলা চালিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।
  • কম্বোডিয়ার যুবরাজ পথ দুর্ঘটনায় জখম হলেন। প্রেয়াহ সিহানুক প্রদেশে যুবরাজ নরোদম রানারিদ্ধের গাড়ির কনভয়ে ঢুকে পড়েছিল একটি ট্যাক্সি। দুর্ঘটনায় মৃত্যু হল যুবরাজের স্ত্রী আউক ফাল্লার।
  • ইদ উৎসবের কথা মাথায় রেখে তালিবান জঙ্গিদের সঙ্গে সংঘর্ষ বিরতি ঘোষণা করেছিল আফগান সরকার। তার মধ্যেই পুনরায় বিস্ফোরণ ঘটানো হল। এদিন জালালাবাদের নানগরহর প্রদেশে রাজ্যপালের দপ্তরের বাইরে আত্মঘাতী বিস্ফোরণে মৃত্যু হল ১৮ জনের। ঘটনার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী।

খেলা

  • বিশ্বকাপ ফুটবলে সার্বিয়া ১-০ গোলে হারাল কোস্টারিকাকে। অন্যম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি ০-১ গোলে পরাস্ত হল মেক্সিকোর কাছে। ব্রাজিলের সঙ্গে সুইজারল্যান্ডের ম্যাচ অমীমাংসিত থাকল (১-১)।
  • বল বিকৃতির অভিযোগে শ্রীলঙ্কা ক্রিকেট দলের অধিনায়ক দীনেশ চন্ডীমলকে দোষী সাব্যস্ত করল আ€ইসিসি। সেন্ট লুসিয়ায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে এই ঘটনা ঘটেছে। এই টেস্টের ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ।
  • স্টুটগার্ট ওপেনে চ্যাম্পিয়ন হলেন রজার ফেডেরার। এদিন ফাইনালে তিনি হারালেন কানাডার মাইলোস রাওনিচকে। এটি ফেডেরারের কেরিয়ারের ৯৮তম এটিপি খেতাব।
  • ব্যাডমিন্টনের ইউএস ওপেনে সেমিফাইনালেই হার মানলেন ভারতের অজয় জয়রাম।
  • স্পেনের বিরুদ্ধে হকি সিরিজের চতুর্থ ম্যাচে ১-৪ গোলে হারল ভারতের মেয়েরা। সিরিজের ফল আপাতত ১-২।

বিবিধ

  • জুতো ময়লা বলে প্যারিসের অভিজাত একটি ক্লাবে ঢুকতে দেওয়া হল না প্রবীণ মার্কিন লোকশিল্পী জোন বায়েজকে।
  • হোয়াটস অ্যাপে পাঠানো নোটিসও বৈধ। স্টেট ব্যাঙ্ক পেমেন্ট বিভাগের সঙ্গে জনৈক ব্যক্তির মামলায় এই মন্তব্য করল বম্বে হাইকোর্ট।