কারেন্ট অ্যাফেয়ার্স ১৭ ডিসেম্বর ২০১৭

605
0
current-affairs-17122017-picture

জাতীয়

  • ভারতের পূর্ব সীমান্তে বাংলাদেশ লাগোয়া অঞ্চলে তৈরি হওয়া জঙ্গিঘাঁটির প্রায় সবই ধ্বংস করে দেওয়া হয়েছে বলে দাবি করল বিএসএফ। বাংলাদেশের মাটিতে থাকা জঙ্গিঘাঁটিগুলি ভারত প্রদত্ত তালিকা ধরে বিজিবি ধ্বংস করে দিয়েছে বলে জানানো হল।
  • পরোক্ষ স্বেচ্ছামৃত্যু (প্যাসিভ ইউথেনেশিয়া) অনুমোদনের জন্য প্রতি হাসপাতালে একটি কমিটি তৈরি করা হবে। এই বিষয়ের আবেদনে কোনো তথ্যবিকৃতি থাকলে দোষী ব্যক্তির ১০ বছরের কারাদণ্ড ও ১ কোটি টাকা পর্যন্ত ক্ষতিপূরণের সংস্থান থাকবে। নিষ্কৃতি মৃত্যু নিয়ে সুপ্রিম কোর্টে সংশোধিত খসড়া বিলে এই প্রস্তাব রেখেছে কেন্দ্র।

আন্তর্জাতিক

  • পাকিস্তানে বড়দিনের আগে আগেই সংখ্যালঘু খ্রিস্টানদের লক্ষ্ করে হামলা চালাল জঙ্গিরা। এদিন কোয়েট্টা শহরের একটি গির্জায় আত্মঘাতী হামলায় ৯ জনের মৃত্যু হল। যে চার্চে বিস্ফোরণ ঘটানো হয় সেই বেথেল মেমোরিয়াল চার্চে জঙ্গিরা অতীতেও হামলা চালিয়েছিল।
  • ঘূর্ণিঝড় ‘কাই তাক’-এ ফিলিপিন্সে মৃত্যু হল ২৬ জনের।
  • কুখ্যাত জঙ্গি সংগঠন লস্কর ই তৈবা ও জামাত উদ দাওয়াকে ‘দেশপ্রেমী সংগঠন’ বলে আখ্যা দিলেন পাকিস্তানের প্রাক্তন পাক সামরিক শাসক পারভেজ মুশারফ।

খেলা

  • শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিল ভারত। এই নিয়ে পরপর অষ্টম একদিনের সিরিজ ভারত জিতল। এদিন ভাইজ্যাগে তৃতীয় ম্যাচে ৮ উইকেটে জয় পেল ভারত। শ্রীলঙ্কার ২১৬ রান তুলতে ভারতের লাগল ৩২.১ ওভার। এদিন শতরান (অপরাজিত ১০০) করলেন শিখর ধাওয়ান। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এটি তাঁর দ্বাদশ শতরান।
  • দুবাই সুপার সিরিজ ফাইনালস প্রতিযোগিতায় রানার আপ হলেন পি ভি সিন্ধু। বিশ্বের ৩ নম্বর ক্রমের অধিকারী সিন্ধু ২১-১৫, ১২-২১, ১৯-২১ ব্যবধানে হেরে গেলেন বিশ্বের ২ নম্বর আকানে ইয়ামগুচির কাছে। গ্রুপ লিগে তাঁকেই ২১-৯, ২১-১৩ পয়েন্টে হারিয়েছিলেন সিন্ধু।
  • ‘টাটা স্টিল কলকাতা ২৫ কে’ রোড রেসে পুরষদের মধ্যে প্রথম হলেন ইথিওপিয়ার কেনেনিসা বেকেলে (১:১৩:৪৮) ও মেয়েদের মধ্যে প্রথম হলেন ইথিওপিয়ার দিগিতু আজিমির (১:২৬:১)। উদ্বোধন করেন মাইক পাওয়েল।

বিবিধ

  • পোপ ফ্রান্সিস ৮১তম জন্মদিন পালন করলেন।
  • ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পকে ঋণ দেওয়ার জন্য ব্যাঙ্কগুলিকে আলাদা শাখা খোলার নির্দেশ দিল কেন্দ্রীয় অর্থ মন্ত্রক।
  • ফ্রান্সের লিওঁ শহরে একটি ম্যামথের কঙ্কাল নিলামে বিক্রি হল ৫ লক্ষ ইউরোয়।