কারেন্ট অ্যাফেয়ার্স ১৭ নভেম্বর, ২০১৮

692
0
Current Affairs 17 Nov 2018

আন্তর্জাতিক 

  • কানাডায় চিঠি বা পার্সেল পাঠানো আপাতত বন্ধ রাখার অনুরোধ করল কানাডা সরকার। প্রসঙ্গত, গত এক মাসের বেশি সময় ধরে লাগাতার ধর্মঘট চালাচ্ছেন কানাডার সরকারি ডাক বিভাগের কর্মীরা।
  • তুরস্কে সৌদি আরবের দূতাবাসে সাংবাদিক জামাল খাশোগি হত্যায় সৌদি যুবরাজ মহম্মদ বিন সলমন জড়িত বলে দাবি করল একটি মার্কিন সংবাদপত্র।
  • মালদ্বীপে শপথ নিলেন নতুন রাষ্ট্রপতি ইব্রাহিম মহম্মদ সোলি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।

জাতীয়

  • কেন্দ্রীয় কয়লা মন্ত্রকের নতুন সচিব নিযুক্ত হলেন সুমন্ত চোধুরি।
  • পশ্চিমবঙ্গের তথা পূর্ব ভারতের প্রথম সরকারি হাসপাতাল হিসাবে মেডিকেল কলেজ ও হাসপাতালে হৃৎপিণ্ড প্রতিস্থাপিত হল। ব্রেন ডেথ হওয়া যুবক সৈকত লাট্টুর (৩০) হৃৎপিণ্ড প্রতিস্থাপন করা হল রাখাল দাসের (৩৮) শরীরে।
  • হাতিদের জন্য দেশের প্রথম হাসপাতাল খোলা হল আগ্রার চুরমুরে। এই স্থানের কাছেই একটি হাতি সংরক্ষণ কেন্দ্র রয়েছে।
  • বেরিদি-মোরাদাবাদের সেকশনে ইঞ্জিনবিহীন ট্রেন পরীক্ষামূলকভাবে চালানো হল।
  • ঘূর্ণিঝড় গজ-এর দাপটে মৃতের সংখ্যা বেড়ে হল ৩৩। তেমনই গৃহহীনের সংখ্যাও কয়েক হাজার ছাড়িয়েছে।

বিবিধ

  • ভারতের বিজ্ঞাপন জগতের কিংবদন্তি অ্যালেক পদমসি (৯০) প্রয়াত হলেন। তিনি থিয়েটারের সঙ্গেও জড়িত ছিলেন। বহু থিয়েটার পরিচালনা করেছিলেন তিনি, অভিনয়ও করতেন। রিচার্ড অ্যাটেনবরোর গান্ধী ছবিতে তিনি মহম্মদ আলি জিন্নার ভূমিকায় অভিনয় করেন।
  • অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার কুলদীপ সিং চাঁদপুরী (৭৮) প্রয়াত হলেন। ১৯৭১ সালের ৫ ডিসেম্বর লোঞ্চেওয়ালা যুদ্ধের নায়ক বলা হয় তাঁকে। তিনি মহাবীরচক্র পুরস্কারে সম্মানিত হয়েছিলেন।

খেলা

  • মহিলাদের টি-২০ বিশ্বকাপে ভারত ৪৮ রানে হারাল অস্ট্রেলিয়াকে। গ্রুপের ৪টি ম্যাচই জিতল ভারত।
  • ফিফা ফ্রেন্ডলি ম্যাচে জর্ডনের কাছে ২-১ গোলে হারল ভারত। দেশের হয়ে অভিষেক ম্যাচেই গোল করলেন ভারতের নিশু কুমার।
  • সিরিজের একমাত্র টি-২০ ম্যাচে দক্ষিণ আফ্রিকা হারাল অস্ট্রেলিয়াকে। বৃষ্টিবিঘ্নিত ১০ ওভারের ম্যাচে দক্ষিণ আফ্রিকা জয়ী হল ২১ রানে।