কারেন্ট অ্যাফেয়ার্স ১৭ নভেম্বর ২০১৯

497
0

আন্তর্জাতিক

  • শ্রীলঙ্কার রাষ্ট্রপতি নির্বাচনে ৫২.২৫ শতাংশ ভোট পেয়ে জয়লাভ করলেন গোতাবায়া রাজাপক্ষে। তাঁর নিকটতম প্রার্থী সাজিথ প্রেমদাসা পেয়েছেন ৪১.৯৯ শতাংশ ভোট। ৭০ শতাংশ নাগরিক ভোট দিয়েছেন। ৮০ বছরের গোতাবায়া সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিলেন। তিনি দেশের প্রাক্তন প্রতিরক্ষা সচিব।
  • ‘ভেলভেট বিপ্লব’–এর ৩০ বছর পূর্ণ হল। ১৯৮৯ সালের ১৬ ও ১৭ নভেম্বর এই অহিংস বিপ্লব থেকেই সাবেক চেকোস্লাভিয়ার মিলোস জেসান সরকারের পতন হয়েছিল।

 

জাতীয়

  • শিলংয়ের কুয়ালাপট্টিতে আগুন লেগে ভস্মীভূত হল ‘চার্চ অব গড’। এই গির্জাটি ১১৭ বছরের পুরনো। অগ্নিকাণ্ডে মৃত্যু হল দুজনের।
  • সুপ্রিম কোর্টের কলেজিয়ামে বিচারপতি আর ভানুমতি অন্তর্ভুক্ত হতে চলেছেন বলে জানানো হল। ২০০৬ সালে বিচারপতি রুমা পাল অবসর নেওয়ার ১৩ বছর পর ফের কোনো মহিলা বিচারপতি কলেজিয়ামের অন্তর্ভুক্ত হচ্ছেন।
  • পুনরায় রেল চলাচল শুরু হল কাশ্মীরে। গত ৫ অগস্ট উপত্যকায় নিষেধাজ্ঞা জারির ১০০ দিন পর এদিনই প্রথম পুরোপুরি খুলে গেল কাশ্মীরের রেল।

 

বিবিধ

  • রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ভারত পেট্রোলিয়াম–এর বিলগ্নীকরণের সিদ্ধান্ত জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সংস্থার ৫৩.২৯ শতাংশ শেয়ার বর্তমান কেন্দ্রীয় সরকারের হাতে রয়েছে। এর পুরোটাই বিক্রি করে ৬৫ হাজার কোটি টাকা কেন্দ্রীয় সরকার হাতে পেতে চায় বলে জানিয়েছেন তিনি।

 

খেলা

  • লন্ডনে এটিপি ফাইনালসের খেতাবি লড়াইয়ের সেমিফাইনালে রজার ফেডেরারকে হারিয়ে চ্যাম্পিয়ন হলেন স্টেফানেস সিতসিপাস। ২১ বছরের সিতসিপাস ফাইনালে মুখোমুখি হবেন ডমিনিক থিয়েমের।
  • ইউরো কাপের বাছাইপর্বে লুক্সেমবার্গকে ২-০ গোলে হারাল পর্তুগাল।এদিন পর্তুগালের হয়ে একটি গোল করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আন্তর্জাতিক ক্ষেত্রে দেশের হয়ে এটি তাঁর ৯৯তম গোল।
  • সৈয়দ মুস্তাক আলি টি২০ ট্রফিতে মিজোরামের বিরুদ্ধে ১৪ বলে ৫০ রান করলেন সেখানকার অলরাউন্ডার অভয় নেগি।