কারেন্ট অ্যাফেয়ার্স ১৭ মে, ২০১৯

438
0

আন্তর্জাতিক
  • অভিবাসন সংক্রান্ত নতুন নীতি প্রণয়নের কথা বললেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। বর্তমানে যে রীতি চালু তাতে মার্কিন মুলুকে আত্মীয় থাকলে পারিবারিক যোগসূত্রে অভিবাসন সহজ হয়। প্রস্তাবিত নীতিতে মেধাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। অতি দক্ষ কর্মীদের অভিবাসনের সুযোগ ১২ শতাংশ থেকে বাডিয়ে ৫৭ শতাংশ করার প্রস্তাব রয়েছে। নতুন প্রস্তাবনা ট্রাম্পের জামাই ও উপদেষ্টা জারেড কুশনারের পরিকল্পনা অনুযায়ী বলে জানা গেছে।
  • এশিয়ার প্রথম দেশ হিসাবে সমলিঙ্গ বিবাহকে স্বীকৃতি জানাল তাইওয়ান। সে দেশের শীর্ষ আদালতের নির্দেশে নতুন আইন প্রণয়ন হল সংসদে।
  • সংক্রমণ যুক্ত সিরিঞ্জ ব্যবহারের কারণে পাকিস্তানের সিন্ধু প্রদেশের ওয়াসাও গ্রামে বহু শিশু সহ শতাধিক মানুষের মধ্যে এইচআইভি সংক্রমণ ছড়াল। এক চিকিৎসক ইচ্ছাকৃতভাবে এই কাণ্ড ঘটিয়েছেন বলে অভিযোগ।
জাতীয়
  • লন্ডন স্টক এক্সচেঞ্জে ঘণ্টা বাজিয়ে এদিনের কাজের সূচনা করলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। একই সঙ্গে ওই এক্সচেঞ্জে তালিকাভুক্ত হল কেরল ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ফান্ড বোর্ডের মসালা বন্ড। বন্যা বিধ্বস্ত রাজ্যের পুনর্গঠনের লক্ষ্যে এই বন্ড ছাড়া হল।
বিবিধ
  • বিরক্তিযুক্ত অভিব্যক্তির জন্য বিখ্যাত বিড়াল `গ্রাম্পি’-র মৃত্যু হল। তাকে নিয়ে তৈরি হয়েছিল হাজার-হাজার মিম। গ্রাম্পিকে নিয়ে ছবিও তৈরি হয়েছে। ইনস্ট্রাগ্রামে তার ফলোয়ার ২০ লক্ষাধিক। সানফ্রানসিসকোয় মাদাম তুসো সংগ্রহশালায় বসানো হয়েছে তার মোম মূর্তি। ৭ বছর বয়স হয়েছিল গ্রাম্পির।
খেলা
  • স্পেনের ক্যাটালেনিয়া সরকার প্রদত্ত সর্বোচ্চ অসামরিক পুরস্কার ‘ক্রেয়ো দে সান্ত জার্দি’ পেলেন লিওনেল মেসি। ১৯৮১ সাল থেকে এই পুরস্কার দেওয়া হচ্ছে। ফুটবলারদের মধ্যে তাঁর আগে এই পুরস্কার পেয়েছেন জোহান ক্রয়েফ।
  • ভারতীয় হকি দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২-৫ গোলে হার মানল সফরের পঞ্চম তথা শেষ ম্যাচে।
  • লিগ ম্যানেজার্স অ্যাসোশিয়েশনের বিচারে সেরা কোচের পুরস্কার জিতলেন পোপ গুয়ার্দিওলা।
  • বিশ্বকাপ ক্রিকটের থিম সঙ প্রকাশ করল আইসিসি। “স্ট্যান্ড বাই” নামের গানটি গেয়েছেন ইংল্যান্ডের শিল্পী লরিন ও ব্যান্ড রুডিমেন্টাল।