কারেন্ট অ্যাফেয়ার্স ১৮ জুলাই ২০২০

488
0

আন্তর্জাতিক

  • জন লুইস (৮০) প্রয়াত হলেন৷ আর সেই সঙ্গেই মার্কিন যুক্তরাষ্ট্রে বর্ণবিদ্বেষবিরোধী আন্দোলনের একটি যুগ শেষ হল৷ ট্রেনে-বাসে কৃষ্ণাঙ্গদের জন্য আলাদা আসন ব্যবস্থার প্রতিবাদে ১৯৬১ সালে ওয়াশিংটন থেকে নিউ অর্লিয়ন্স পর্যন্ত ঐতিহাসিক বাসযাত্রা করেছিলেন যে ১৩ জন, লুইস ছিলেন তার শেষ জীবিত সদস্য৷ ১৯৬৩ সালের ঐতিহাসিক ওয়াশিংটন পদযাত্রার কনিষ্ঠতম উদ্যোক্তাও তিনি৷ সেদিনের বক্তাদের মধ্যেও শেষ জীবিত সদস্য ছিলেন জন লুইস৷ ১৯৬৫ সালে ‘ব্ল্যাক সানডে’ নামে কুখ্যাত পুলিশি দমন-পীড়নের ঘটনায় তাঁর মাথার খুলি ভেঙে দিয়েছিল শেতাঙ্গ পুলিশ৷ ১৯৮৭ সাল থেকে এপর্যন্ত জর্জিয়া থেকে তিনি ডেমোক্র্যাট দলের হয়ে হাউস অব রিপ্রেজেন্টেটিভসের সদস্য ছিলেন৷ মার্কিন ‘স্বাধীনতাপদক’ পেয়েছিলেন তিনি৷
  • গোটা বিশ্বে বর্তমানে প্রতি ঘণ্টায় ১০ হাজার মানুষ আক্রান্ত হচ্ছেন৷ ‘হু’ জানিয়েছে, গত ১৭ জুলাই বিশ্বে ২,৩৭,৭৪৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন৷ মোট আক্রান্তের সংখ্যা ১,৪৩,২৯,৬৯৮৷ মৃতের সংখ্যা অতিক্রম করল ৬ লক্ষ (৬,০১,৮৯৬ জন)৷

 

জাতীয়

  • মালাবার নৌ মহড়ায় ভারতের সঙ্গে যৌথভাবে অস্ট্রেলিয়া অংশ নেবে বলে জানানো হল৷ ১৩ বছর পর তারা এই মহড়ায় যোগ দিতে চলেছে৷
  • দেশে গত ২৪ ঘণ্টায় ৩৪,৮৮৪ জন কোভিড-১৯-এ আক্রান্ত হলেন৷ প্রাণহানি হল ৬৭১ জনের৷ মোট আক্রান্তের সংখ্যা ১০,৩৮,৭১৬৷ মোট জীবনহানি হয়েছে ২৬,২৭৩ জনের৷ মহারাষ্ট্রে ২,৯২,৫৮৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১১,৪৫২ জন প্রাণ হারিয়েছেন৷ তামিলনাড়ুতে ১,৬০,৯০৭ এবং দিল্লিতে ১,২০,১০৭ জন আক্রান্ত হয়েছেন৷ পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২,১৯৮ জন৷ রাজ্যে মোট আক্রান্ত হয়েছেন ৪০,২০৯ জন, তাঁদের মধ্যে সক্রিয় রোগী ১৫,৫৯৪ জন৷ প্রাণহানি হয়েছে ১,০৭৬ জনের৷ এছাড়াও কো-মর্বিডিটিতে ৮৮৯ জনের জীবনহানি হয়েছে৷ রাজ্যে কন্টেনমেন্ট জোনের সংখ্যা বেড়ে ৭২৪৷

 

বিবিধ

  • মুসৌরির শিক্ষাকেন্দ্রে এবার আইটিবিপি জওয়ানদের চিনের ভাষা মান্দারিন শেখানোর সিদ্ধান্ত নেওয়া হল৷ প্রসঙ্গত, চিনের সঙ্গে সীমান্ত প্রহরার দায়িত্ব পালন করে ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ (আইটিবিপি)৷
  • ঔপন্যাসিক সলমন রুশদি কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছিলেন বলে জানালেন৷ তবে এখন তিনি বিপদমুক্ত৷

 

খেলা

  • অভিনব ক্রিকেটের সূচনা হল দক্ষিণ আফ্রিকায়৷ এদিন সেঞ্চুরিয়নে শুরু হওয়া প্রতিযোগিতায় এই ধরনের ম্যাচকে বলা হচ্ছে ব্রিটিসি৷ এক্ষেত্রে এক ম্যাচেই ৩টি দল খেলবে৷ প্রতিটি দলের ৮ জন সদস্য থাকবে৷ ৩৬ ওভারের ম্যাচে প্রতি দল ১২ ওভার করে ব্যাট করবে৷ সব থেকে বেশি রান করা দল জয়ী হবে৷ একজন সর্বোচ্চ ৩ ওভার বল করতে পারবেন৷ দলের ৭ সদস্য আউট হয়ে গেলেও শেষ ব্যাটসম্যান একা ব্যাট করতে পারবেন নতুন ব্যবস্থায়৷
  • বৃষ্টির জন্য ভেস্তে গেল ম্যাঞ্চেস্টার টেস্টে দ্বিতীয় দিনের খেলা৷

 

 

লাইভ টিভি দেখুন: https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল