কারেন্ট অ্যাফেয়ার্স ১৮ ফেব্রুয়ারি, ২০১৯

909
0
Current Affairs 18 Feb 2019

আন্তর্জাতিক

  • ব্রিটেনে ব্রেক্সিট কাণ্ডের প্রতিবাদে ইস্তফা দিলেন লেবার পার্টির ৭ সাংসদ। ১৯৮১ সালের পর পুনরায় একসঙ্গে এতজন সাংসদ ইস্তফা দিলেন ব্রিটেনে।
  • মালদ্বীপের প্রাক্তন রাষ্ট্রপতি আবদুল্লাহ ইয়ামিনকে গ্রেপ্তার করতে বলল সে দেশের আদালত। তাঁর বিরুদ্ধে ১৫ লক্ষ ডলার দুর্নীতির অভিযোগ উঠেছে।
  • ১৪০০ কোটি টাকার আবাসন মামলায় দোষী সাব্যস্ত হলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এবং তাঁর কন্যা ও জামাতা।

জাতীয়

  • জম্মু ও কাশ্মীরের পুলওয়ামাতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল সন্ত্রাসবাদী সংগঠন জইশ-ই-মহম্মদের শীর্ষ নেতা কামরান এবং আরও ২ জঙ্গির। রাষ্ট্রীয় রাইফেলস, সিআরপিএফ, জম্মু-কাশ্মীর পুলিশের  স্পেশ্যাল অপারেশন গ্রুপ যৌথভাবে অভিযান চালায়। সংঘর্ষে ১ জন অফিসার সহ নিরাপত্তা বাহিনীর ৫ সদস্য শহিদ হয়েছেন।
  • কলকাতার নতুন পুলিশ কমিশনার মনোনীত হলেন অনুজ শর্মা। তিনি ১৯৯১ ব্যাচের আইপিএস অফিসার।
  • দ্য হেগ-এ আন্তর্জাতিক আদালতে শুরু হল কুলভূষণ মামলার শুনানি।

বিবিধ

  • কেন্দ্রকে ২৮০০০ কোটি টাকা অন্তর্বর্তী ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত জানাল রিজার্ভ ব্যাঙ্ক। গত আগস্টে তারা ৪০০০০ কোটি টাকা ডিভিডেন্ড দিয়েছিল।

খেলা

  • আই লিগে শিলং লাজংকে ৪-২ গোলে হারাল চেন্নাই সিটি। অন্যদিকে নিরাপত্তার অভাব অভিযোগ করে শ্রীনগরে রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে মাঠে দল নামাল না মিনার্ভা এফসি। এই বিষয়ে তারা দিল্লি হাইকোর্টে মামলা করল।
  • আন্তর্জাতিক ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা পুমা ইন্ডিয়ার নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন মেরি কম।