কারেন্ট অ্যাফেয়ার্স ১৮ মার্চ, ২০১৯

489
0
Current Affairs 14 Jan 2019

আন্তর্জতিক

  • বাংলাদেশে জঙ্গি হামলায় মৃত্যু হল ৬ জন ভোট কর্মীর। পার্বত্য চট্টগ্রামের রাঙামাটিতে দাঁড় করিয়ে গুলি বর্ষণে হত্যা করে জঙ্গিরা। কংলাং, মাচালাং, বাঘাইহাটে উপজেলা নির্বাচন সেরে ভোটের সরঞ্জাম নিয়ে ফিরছিলেন তাঁরা।
  • নেদারল্যান্ডসের উটরেখট শহরে ট্রামের মধ্যে ঢুকে গুলি চালাল এক জঙ্গি। এই ঘটনায় মৃত্যু হল ৩ জনের। আততায়ী তুরস্কের নাগরিক বলে জানা গেছে। তাকে এখনও ধরতে পারেনি পুলিশ।
  • ফিলিপিন্সের কমপোসতেলা ভ্যালি থেকে উদ্ধার হল একটি তিমির মৃতদেহ। তার পেট থেকে পাওয়া গেল ৪০ কেজি প্লাস্টিক।

জাতীয়

  • ওড়িশায় চাকরির দাবিতে জনতা-পুলিশ সংঘর্ষে ২ জনের মৃত্যু হল। চাকরির দাবিতে এদিন বেদান্ত গোষ্ঠীর কারখানার বাইরে বিক্ষোভ দেখাচ্ছিলেন স্থানীয় গ্রামবাসীরা। সেখানে ওড়িশা শিল্প নিরাপত্তা বাহিনীর প্রহারে মৃত্যু হয় এক গ্রামবাসীর। পরে জনতা হত্যা করে এক জওয়ানকেও।
  • অবশেষে নীরব মোদীর বিরুদ্ধে পরোয়ানা জারি হল ব্রিটেনে। এদিকে ৭৫০০ কোটি টাকার পিএনবি জালিয়াতি কাণ্ডে মোদীর সংস্থা ‘ফায়ারস্টার’–এর প্রাক্তন সিইও মিহির বনশালীও জড়িত বলে দাবি করল একটি তদন্তকারী সংস্থা।

বিবিধ

  • ডলারের দাম টাকার সাপেক্ষে ৫৭ পয়সা কমে হল ৬৮.৫৩ টাকা প্রতি ডলার। গত অক্টোবর মাসে তা ছিল ৭৪ টাকা। গত এক মাসে ডলারের দাম কমেছে ২৮৭ পয়সা। গত ৫ মাসে ৫৮৬ পয়সা। শেয়ার বাজারে বিদেশি লগ্নিকারী সংস্থাগুলির বিনিয়োগের কারণে এবং রপ্তানি বৃদ্ধির কারণে ডলারের জোগান বাড়ায় টাকা চাঙ্গা হচ্ছে বলে মনে করা হচ্ছে।

খেলা

  • প্রথমবার টেস্ট ম্যাচ জয়ের স্বাদ  পেল আফগানিস্তান। এদিন দেরাদুনে তারা ৭ উইকেটে আয়ারল্যান্ডের বিরুদ্ধে জয়ী হল। ম্যান অব দ্য ম্যাচ হলেন রহমত শাহ। ২০১৭ সালে অভিষেক টেস্ট খেলার পর এটি ছিল আফগানদের দ্বিতীয় টেস্ট।
  • লা লিগায় বার্সেলোনা ১-১ গোলে হারাল রিয়াল বেটিসকে। হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি। বার্সেলোনার হয়ে ৬৭৪টি ম্যাচ খেলে মেসি স্পর্শ করলেন আন্দ্রে ইনিয়েঙ্কার রেকর্ড।
  • রজার ফেডেরারকে হারিয়ে ইন্ডিয়ান রয়েলস খেতাব জিতলেন ডমিনিক থিয়েম।