কারেন্ট অ্যাফেয়ার্স ১৯ আগস্ট ২০১৯

568
0

আন্তর্জাতিক

  • ‘স্বশাসিত গ্রিনল্যান্ড বিক্রির সামগ্রী নয়, এমনকি তা ডেনমার্কেরও নয়’ এদিন এই মন্তব্য করলেন ডেনমার্কের অধীনে স্বশাসিত গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এই দ্বীপরাষ্ট্রটি কিনতে চাইছেন এই খবর প্রকাশ্যে আসার পর এই প্রসঙ্গে প্রথমবার মুখ খুলে এই মন্তব্য করলেন ফ্রেডেরিকসেন।
  • ‘জম্মু ও কাশ্মীর ভারত পাকিস্তানের দ্বিপাক্ষিক বিষয়।তার সঙ্গে আফগানিস্তানের প্রসঙ্গ টেনে দায়িত্বজ্ঞানহীনের মতো আচরণ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাক রাষ্ট্রদূত আসাদ মজিদ খান। এদিন এই মন্তব্য করলেন মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত আফগান রাষ্ট্রদূত রোয়া রহমানি। প্রসঙ্গত, এদিন আফগানিস্তানের শততম স্বাধীনতা দিবস পালিত হল।
  • বেনজিরভাবে পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার কাজের মেয়াদ ৩ বছর বাড়াল পাকিস্তান সরকার। ৫৮ বছর বয়স হওয়ায় এ বছরই অবসর নেওয়ার কথা ছিল তাঁর।

জাতীয়

  • জগন্নাথ মিশ্র (৮২) প্রয়াত হলেন।তিনি বিহারের ৩ দফায় মুখ্যমন্ত্রী হয়েছিলেন। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্বও পালন করেছিলেন তিনি।পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় দোষী সাব্যস্ত মিশ্র অসুস্থতার জন্য জামিন পেয়ছিলেন।
  • উত্তরপ্রদেশের শ্রাবস্তীতে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল সাইদা বিবির(২২)। তাঁকে টেলিফোনে তিন তালাকে বিবাহ বিচ্ছেদ দিয়েছিলেন তাঁর স্বামী। সাইদা এর প্রতিবাদে থানায় অভিযোগ করেন। এরপর ৫ বছরের সন্তানের সামনে তাঁকে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পুড়িয়ে মারে বলে অভিযোগ।
  • টানা ১৫ দিন বন্ধ থাকার পর কাশ্মীর উপত্যকার স্কুলগুলির একাংশ এদিন খুলল। কিন্তু ছাত্র-ছাত্রীদের উপস্থিতি দেখা গেল না।

বিবিধ

  • সংগীতকার খৈয়াম (৯২) প্রয়াত হলেন। এই সুরস্রষ্টা গজল ঘরানার কিংবদন্তি সুরকার ছিলেন। ‘উমরাও জান’, ‘নুরি’, ‘কভি কভি’, ‘রাজিয়া সুলতানা’, ‘বাজার’ ইত্যাদি বহু ছবির গানে সুর তিনি দিয়েছিলেন।
  • এপ্রিল-জুন ত্রৈমাসিকে ভারী শিল্পে ঋণ নেওয়ার হার গত বছরের ওই সময়ের তুলনায় ২.৬ শতাংশ কমেছে। ভারতের রিজার্ভ ব্যাঙ্ক এদিন এই তথ্য জানাল।
  • বায়ুদূষণের অন্যতম উপাদান সালফার ডাই অক্সাইড। নাসার কৃত্রিম উপগ্রহের পাঠানো তথ্য বলছে এই উপাদান উৎপাদনে সবার শীর্ষে ভারত।

খেলা

  • সার্বিয়ার নেশনস কাপ বক্সিং প্রতিযোগিতায় ভারত ৭২টি পদক পেল। ২০টি দেশের ১৬০ জন বক্সার অংশ নিয়েছিলেন এই প্রতিযোগিতায়। ভারতের হয়ে সোনার পদক জিতলেন অম্বেশ্বরী দেবী প্রীতি দাহিয়া, তমান্না এবং প্রিয়াঙ্কা।
  • অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার মিচেল জনসনকে আজীবন সাম্মানিক সদস্যপদ দিল মেলবোর্ন ক্রিকেট ক্লাব। ৭৩ টেস্টে ৩১৩ উইকেট, ১৫৩ একদিনের ম্যাচে ২৩৯ উইকেট, ৩০ টি২০ ম্যাচে ৩৬ উইকেট সংগ্রহ করেছিলেন জনসন।
  • লর্ডসে অ্যাসেজ সিরিজের দ্বিতীয় টেস্ট ড্র হল ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে।