কারেন্ট অ্যাফেয়ার্স ১৯ জুন, ২০১৯

662
0
Current Affairs 19 June 2019

আন্তর্জাতিক

  • শ্রীলঙ্কার তৈরি প্রথম কৃত্রিম উপগ্রহটি মহাকাশে স্থাপিত হল। এর নাম রাবণ-১। লঙ্কার বিজ্ঞানী থারিন্দু দয়ারত্নে ও দুলানি চমিকা এটি তৈরি করেছেন। আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে এটি উৎক্ষেপণ করা হয়েছে।
  • চিনের রাষ্ট্রপতি জি শিনফিং-এর লেখা প্রবন্ধ প্রকাশিত হল উত্তর কোরিয়ার শাসক দলের মুখপত্রে। এটি একটি বিরল ঘটনা। ওই নিবন্ধের বিষয়বস্তু গত ৭০ বছর ধরে দুদেশের সুসম্পর্ক। প্রসঙ্গত, কোরীয় যুদ্ধের সময় চিনের সেনারাই উত্তর কোরিয়াকে অনিবার্য পরাজয় থেকে রক্ষা করেছিল। ১৫বছর পর প্রথম কোনো চিনা রাষ্ট্রপতি উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন, তার আগে প্রকাশিত হল নিবন্ধটি।
  • বিশ্বে প্রতি ১০৮ জনের মধ্যে একজন উদ্বাস্তু। এই তথ্য জানাল রাষ্ট্রসঙ্ঘ। গত এক দশকে উদ্বাস্তু মানুষের সংখ্যা দ্বিগুণ হয়েছে বলে জনানো হল।

জাতীয়                                                                                               

  • সপ্তদশ লোকসভার অধ্যক্ষ (স্পিকার) নির্বাচিত হলেন ওম বিড়লা। তিনি রাজস্থানের কোটা কেন্দ্রের সাংসদ।
  • গত লোকসভা নির্বাচনে নির্ধারিত ৭০ লক্ষ টাকার বেশি খরচ করেছেন সানি দেওল। এই অভিযোগে পাঞ্জাবের গুরুদাসপুরের ওই সাংসদকে নোটিস পাঠাল নির্বাচন কমিশন। তিনি সন্তোষজনক জবাব দিতে না পারলে পদ খোয়াবেন বলেও জানানো হল।
  • ‘এক রাষ্ট্র এক ভোট’ বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকা বৈঠকে যোগ দিল ২১টি রাজনৈতিক দল। ৪০টি দলকে আমন্ত্রণ জানানো হয়েছিল।

বিবিধ          

  • খাদ্যের সন্ধানে একটি মেরু ভাল্লুক ঢুকে পড়ল নরিলস্ক শহরে। উত্তর সাইবেরিয়ার রুশ শিল্প শহর নরিলস্কে এই ঘটনা ঘটেছে। পরিবেশবিদরা চিন্তিত এই ঘটনায়। সম্প্রতি গ্রিনল্যান্ডেও বরফের চাদরের ওপর জল জমে থাকতে এবং সেখানে কুকুরের স্লেজ গাড়ি টানার দৃশ্য দেখা গেছে। বরফ গলার হার চারগুণ বেড়ে গেছে বলা হচ্ছে। পরিবেশ বিজ্ঞানীদের আশঙ্কা, যে ঘটনা ৭০ বছর পর ঘটবে বলে বলা হয়েছিল তা এখনই হচ্ছে হয়তো।
  • ১৮৯০ সালে একটি ল্যোফোশ্যো রিভলবারের গুলিতে আত্মঘাতী হয়েছিলেন চিত্রশিল্পী ভ্যান গঘ। নিলামে সেটি বিক্রি হল ভারতীয় মুদ্রায় ১ কোটি ২৬ লক্ষ ৯৬ হাজার ৪৫০ টাকায়।

খেলা

  • মহিলাদের বিশ্বকাপ ফুটবলে অস্ট্রেলিয়া ৪-১ গোলে জয়ী হল জামাইকার বিরুদ্ধে খেলে। ৪টি গোলই করলেন স্যাম কের। এটি তাঁর তৃতীয় বিশ্বকাপ অভিযান। অন্য ম্যাচে ব্রাজিল ১-০ গোলে হারাল ইতালিকে। গোলটি করলেন মার্তা। বিশ্বকাপে তাঁর গোল সংখ্যা হল ১৭। এখন তিনিই মহিলাদের বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা।
  • কোপা আমেরিকায় ব্রাজিল-ভেনেজুয়েলা ম্যাচ গোলশূন্য ভাবে শেষ হল। ব্রাজিল তিনটি গোল করলেও প্রতিটিই ভিডিয়ো প্রযুক্তিতে (ভিএআর) বাতিল হয়ে যায়।
  • ক্রিকেট বিশ্বকাপে নিউজিল্যান্ড ৪ উইকেটে জয়ী হল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। কিউয়িদের অধিনায়ক কেন উইলিয়ামসন অপরাজিত শতরান (১০৬) করে ম্যান অব দ্য ম্যাচ হলেন। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে উভয় দল ৪৯ ওভার করে খেলেছিল।
  • এএফসি কাপে চেন্নাইয়ান এফসি-মিনার্ভা পাঞ্জাব ম্যাচ ড্র হল।