কারেন্ট অ্যাফেয়ার্স ১৯ ডিসেম্বর ২০১৭

911
0
current-affiars-19122017-picture

জাতীয়

  • বিদেশে বসবাসকারী ভারতীয়দের সংখ্যা ১ কোটি ৭০ লক্ষ। রাষ্ট্রসংঘ এই তথ্য জানাল. সেই অনুযায়ী ভারতীয় প্রবাসীর সংখ্যাই বিশ্বে সর্বোচ্চ।
  • সন্ত্রাসবাদ প্রতিরোধে নয়া দিল্লিতে বৈঠকে বসলেন ভারত এবং মার্কিন আধিকারিকরা।
  • কেন্দ্র সরকারের তথ্যে প্রকাশ, দেশে গত ৩ বছরে সাংবাদিকদের ওপর অনেকগুলি হামলার ঘটনা ঘটেছে। এইসব হামলায় ১৮৯টি মামলা করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে ১১৪ জনকে।
  • উদ্বোধনের আগেই নয়াদিল্লিতে দেওয়ালে ধাক্কা মারল চালকহীন মেট্রো। পরীক্ষামূলকভাবে চালানো হচ্ছিল সেটি।

আন্তর্জাতিক

  • পাকিস্তানের বিভিন্ন কারাগারে বন্দি বিদেশী নাগরিকদের সংখ্যা ৯৯৬। তাঁদের মধ্যে ৫২৭ জন ভারতীয়। এঁদের অধিকাংশই মৎ্স্যজীবী। অন্যদিকে মোট ৯৪৭৬ জন পাকিস্তানি নাগরিক ১০০-রও বেশি দেশের কারাগারে বন্দি বলে পাক সরকার জানাল।
  • সৌদি আরবের রাজধানী রিয়াধে রাজপ্রাসাদ লক্ষ্ করে ইয়েমেন থেকে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। সৌদি বায়ুসেনা আকাশপথেই সেটি ধ্বংস করতে সমর্থ হয়েছে বলে জানানো হল। প্রাসাদে তখন বাজেট নিয়ে বৈঠক চলছিল।
  • ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে দেরি হওয়ার দায়ে উত্তর কোরিয়ার পুজেরি উৎক্ষেপণ কেন্দ্রের শীর্ষ আধিকারিককে মৃত্যদণ্ড দিলেন সেখানকার শাসক কিম জং উন।
  • জেরুজালেম নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান খারিজ করতে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে মিশরের আনা প্রস্তাব ভেটো দিয়ে আটকাল মার্কিন যুক্তরাষ্ট্র।
  • পাক বিচারব্যস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন পদচ্যুত পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।

খেলা

  • মহারাষ্ট্রের ওসমানাবাদ জেলার ডোনজা গ্রামে ঘুরে বিভিন্ন উন্নয়নমূলক কাজের অবস্থা খতিয়ে দেখলেন শচীন তেন্ডুলকর। সাংসদ আদর্শ গ্রাম যোজনায় তিনি এই গ্রাম দত্তক নিয়েছিলেন।
  • রঞ্জি ট্রফির ফাইনালে উঠল দিল্লি। বাংলাকে ইনিংস ও ২৬ রানে হারাল তারা। গৌতম গম্ভীরের নেতৃত্বে ১০ বছর পর ফের তারা রঞ্জি ফাইনাল খেলবে। বাংলা প্রথম ইনিংসে ২৮৬, এরপর দ্বিতীয় ইনিংসে মাত্র ৮৬ রানে গুটিয়ে যায়। দিল্লি করে ৩৯৮ রান। গম্ভীর এই ম্যাচে শতরান করে প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর ৪২তম শতরানটি করে ফেললেন।
  • আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের ক্রমতালিকায় প্রথম তিনটি স্থান পেলেন যথাক্রমে স্টিভ স্মিথ, বিরাট কোহলি ও চেতশ্বর পূজারা। স্মিথ ৯৪৫ রেটিং পয়েন্ট পেলেন যা টেস্ট ইতিহাসে ব্যাটসম্যানদের দ্বিতীয় সর্বোচ্চ (লেন হাটনের সঙ্গে যৌথভাবে)। শীর্ষে ডন ব্র্যাডম্যান। তিনি ১৯৪৮ সালের ১০ ফ্রেব্রুয়ারি সর্বোচ্চ ৯৬১ রেটিং পয়েন্ট পেয়েছিলেন।

বিবিধ

  • সম্পত্তি কেনাকাটায় আধার সংযোগ বাধ্যতামূলক করার কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী।
  • আর্থিক দুর্নীতির অভিযোগে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার দুই আধিকারিকের বিরুদ্ধে মামলা করল সিবিআই। দুটি সংস্থার ঋণ মকুব করতে গিয়ে তাঁরা ব্যাঙ্কের ২০০ কোটি টাকার ক্ষতি করেছেন বলে অভিযোগ।
  • গত বছরে নতুন ২,০০০ টাকার নোট ছাপাতে সরকারের ৬,৮০০ কোটি টাকা খরচ হয়েছে বলে জানাল কেন্দ্র।