কারেন্ট অ্যাফেয়ার্স ১৯ মার্চ ২০২২

389
0
daily current affairs
Courtesy: DNA India

আন্তর্জাতিক
  • ইউক্রেনে এবার শব্দের থেকে ১০ গুণ বেশি দ্রুত গতিসম্পন্ন কে এইচ ৪৭ এম ২ মিসাইল ব্যবহার করল রাশিয়া। এই প্রথম ব্যবহৃত হল এই মিসাইল। মাটির নিচে থাকা ইউক্রেনের একটি অস্ত্র ভান্ডার ধ্বংস করে দিয়েছে যুদ্ধাস্ত্রটি। রুশ ভাষায় কিনজল শব্দের অর্থ ছুরি। এদিন কিয়েভ সূত্র দাবি করেছে এ পর্যন্ত ১৪০৩ বার বিমান হামলা চালিয়েছে ক্রেমলিন।
  • মার্কিন মুলুকে শ্বেতাঙ্গ পুলিশের হাতে আরও এক নিরীহ কৃষ্ণাঙ্গ ব্যক্তির মৃত্যুর খবর প্রকাশ্যে এল। দু’বছর আগে ৩১ মার্চ ক্যালিফোর্নিয়ায় ওই ঘটনা ঘটেছিল।
জাতীয়
  • ভারত সফরে এসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করলেন জাপানের প্রধানমন্ত্রী ফুসিও কিশিদা। ভারতে ৫ বছরে ৩ লক্ষ ২০ হাজার কোটি টাকা বিনিয়োগের কথা জানালেন কিশিদা।
  • রাশিয়া থেকে তিরিশ লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল কেনার জন্য চুক্তি করল ইন্ডিয়ান অয়েল। ভারতের বক্তব্য তেল কেনার বিষয়টি নিয়ে রাজনীতি করা উচিত নয়।
খেলা
  • মেয়েদের ক্রিকেট বিশ্বকাপে অকল্যান্ডে ভারতকে ৬ রানে হারিয়ে দিল অস্ট্রেলিয়া। এদিন আড়াইশোতম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলার নজির গড়লেন ঝুলন গোস্বামী । ভারতের নায়ক মিতালি রাজ বিশ্বকাপে নিজের দ্বাদশ অর্ধশত রান করে স্পর্শ করলেন নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে সর্বোচ্চ অর্ধশত রানের রেকর্ড। মিতালি নিজে খেলেছে ২৩০ টি একদিনের ম্যাচ।
  • অল ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলেন ভারতের লক্ষ্য সেন। সেমিফাইনালে তিনি হারিয়ে দিলেন গতবারের চ্যাম্পিয়ন মালয়েশিয়ার লি জিন জিয়াকে।
  • অষ্টম এশিয়ান বিলিয়ার্ড চ্যাম্পিয়নশিপ জিতলেন পঙ্কজ আদবানী। এটি তাঁর ২৪তম আন্তর্জাতিক খেতাব।
বিবিধ
  • চলতি অর্থবর্ষে ইতিমধ্যেই দেশে প্রত্যক্ষ কর আদায় হয়েছে ১৩.৬৩ লক্ষ কোটি টাকা যা সর্বকালের রেকর্ড।