কারেন্ট অ্যাফেয়ার্স ৩১ জুলাই ২০১৮

schedule
2018-08-01 | 13:36h
update
2018-08-06 | 09:55h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

জাতীয়

  • দেশের বিভিন্ন প্রান্তে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহের জন্য রাজ্যগুলিকে নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার।
  • বিজয় মালিয়া প্রত্যর্পণ মামলায় মুম্বইয়ের আর্থার জেলের ভিডিও চাইল লন্ডনের ওয়েস্টমিনিস্টার কোর্ট। দেশে ফিরলে ওই কারাগারেই রাখা হবে মালিয়াকে।
  • অসমের এনআরসি-র খসড়া তালিকার ভিত্তিতে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না বলে কেন্দ্রকে জানাল সুপ্রিম কোর্ট।

আন্তর্জাতিক

  • নতুন করে পরমাণু চুক্তি স্বাক্ষর হলে ইরানের সঙ্গে বৈঠকে বসতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র। এদিন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইরান প্রসঙ্গে অবস্থান বদলে জানালেন, ইরানের রাষ্ট্রপতি হাসান রৌহানির সঙ্গে তিনি বৈঠকে প্রস্তুত।
  • ক্যালিফোর্নিয়ার দাবানলে এদিন মৃত্যু হল ৬ জনের। গত ২৩ জুলাই শুরু হয়েছিল এই দাবানল ‘কার ফায়ার’। ৮ দিনে ছাই হয়ে গেল ১ লক্ষ একর এলাকা।
  • আইএমএফ-এর কাছে ত্রাণ প্রকল্পে ১২০০ কোটি ডলার চেয়েছে পাকিস্তান। তারা ওই অর্থ পেলে তা যেন চিনের ঋণ শোধ করতে পাকিস্তান ব্যবহার না করে সে বিষয়ে সতর্ক করলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প।
Advertisement

খেলা

  • মহিলাদের হকি বিশ্বকাপের প্লে-অফে ভারত ৩-০ গোলে হারাল ইতালিকে। গোলগুলি করলেন লালরেমসিয়ামি, নিহা ও বন্দনা। এর ফলে ভারত কোয়ার্টার ফাইনালে উঠল। দীর্ঘ ৪০ বছর পর ভারত শেষ আটে পৌঁছল। মহিলাদের হকি বিশ্বকাপ ১৯৭৪ সালে ভারত চতুর্থ ও ১৯৭৮ সালে সপ্তম হয়েছিল।
  • ভারতীয় নৌকা বাইচ দলকে এশিয়ান গেমসে পাঠানোর জন্য ভারতীয় অলিম্পিক সংস্থাকে নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট। এশীয় পর্যায়ের সাম্প্রতিক একটি প্রতিযোগিতায় রুপো, ব্রোঞ্জ পদক জিতলেও এশিয়ান গেমসে তাদের অন্তর্ভুক্ত না করায় তারা আদালতের দ্বারস্থ হয়েছিল।

বিবিধ

  • গত এক বছরে ১২০৫টি ঘটনায় ৩০২৬ কোটি টাকার জিএসটি ফাঁকি পড়েছিল বলে জানাল কেন্দ্র।
  • গত জুন মাসে পরিকাঠামো বৃদ্ধির হার ছিল ৬.৭ শতাংশ। এই হার গত ৭ মাসে সবথেকে বেশি। অন্যদিকে চলতি অর্থবর্ষের প্রথম তিনমাসে রাজকোষ ঘাটতি বাজেট লক্ষ্যমাত্রার ৬৮.৭ শতাংশ হল (৪.২৯ লক্ষ কোটি টাকা)। গত বছর এই সময়ে তা ছিল ৮০.৮ শতাংশ।
  • ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম বাড়ল। ১৪.২ কেজি সিলিন্ডারের দাম কলকাতায় ৩৬ টাকা করে বাড়ল। ফলে ভর্তুকিহীন ও ভর্তুকিযুক্ত গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে হল যথাক্রমে ৮২৭.৫০ টাকা ও ৫০১.২৫ টাকা।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
01.05.2024 - 02:07:48
Privacy-Data & cookie usage: