কারেন্ট অ্যাফেয়ার্স ১ এপ্রিল ২০১৮

754
0
current-affairs-31032018-picture

জাতীয়

  • জি স্যাট-সিক্স এ স্যাটেলাইটের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল ইসরোর। শ্রীহরিকোটা থেকে সফলভাবে উৎক্ষেপণের ৪৮ ঘণ্টার মধ্যেই এই কাণ্ড ঘটল। বস্তুত নির্দিষ্ট কক্ষপথে প্রতিস্থাপনের পর ইসরোয় তথ্য পাঠাতে শুরু করেছিল কৃত্রিম উপগ্রহটি। কিন্তু ৪ মিনিট তথ্য পাঠাবার পরই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কে শিবন চেয়ারম্যান হওয়ার পর এটাই ইসরোর প্রথম উৎক্ষেপণ ছিল।
  • দক্ষিণ কাশ্মীরের নিরাপত্তা বাহিনীর সঙ্গে একাধিক সংঘর্ষে ১৩ জন সন্ত্রাসবাদীর মৃত্যু হল। শহিদ হলেন ৩ জওয়ান। পরপর সংঘর্ষের ঘটনায় শ্রীনগর-বানিহালে রেল চলাচল বন্ধ রাখা হল।
  • মোবাইল ফোন তৈরিতে ভারত দ্বিতীয় স্থানে উঠে এল। ২০১৭ সালে ১ কোটি ১০ লক্ষ ইউনিট হ্যান্ডসেট তৈরি হয়েছিল। ইন্ডিয়ান সেলুলার অ্যাসোসিয়েশন এদিন এক বিবৃতিতে এই তথ্য জানাল।
  • সিবিএসই প্রশ্ন ফাঁসের ঘটনার মূল পাণ্ডা ৩ জনকে গ্রেপ্তার করল দিল্লি পুলিশ। তাদের মধ্যে ২ জন দিল্লির স্কুল শিক্ষক।
  • জওয়ানদের দেওয়া খাদ্যের মান পরীক্ষার দায়িত্ব ডিআরডিও-কে দিল বিএসএফ।

আন্তর্জাতিক

  • মহাকাশে নিজস্ব স্পেস স্টেশন তৈরির জন্য ২০১১ সালে উদ্যোগ নিয়েছিল চিন। জিয়ানগং-১ (স্বর্গের প্রাসাদ) নামের ওই প্রকল্পের কাজ শেষ হয়েছে আগেই। এখন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে সেই মহাকাশ কেন্দ্রটিই পৃথিবীর বুকে আছড়ে পড়বে বলে জানাল চিনা মহাকাশ গবেষণা কেন্দ্র। ক্ষতির আশঙ্কা নেই বলে জানানো হল। কারণ ৮ টনের মহাকাশ গবেষণাগারটি ঘণ্টায় ২৬০০ কিমি বেগে বায়ুমণ্ডলে প্রবেশ করেই আগুনে জ্বলে যাবে বলে জানালেন বিজ্ঞানীরা।
  • দক্ষিণ সিরিয়ার গুটা ছেড়ে বিদ্রোহী জইশ আল ইসলামের সদস্যরা আলেপ্পোয় চলে যাবেন এই মর্মে রাষ্ট্রপতি বাসর আল আসাদের বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের রফা হয়েছে বলে এদিন দাবি করল সিরিয়ার একটি সংবাদপত্র।

খেলা

  • রাজ্যসভার সাংসদ হিসাবে নিজের €উপার্জনের গোটাটাই প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করলেন শচীন তেন্ডুলকর। টাকার অঙ্কে তা প্রায় ৯০ লক্ষ টাকা।
  • সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হল কেরল। এদিন নির্ধারিত সময়ে ম্যাচ ২-২ গোলে অমীমাংসিত থাকার পর ট্রাইবেকারে ৪-২ গোলে বাংলাকে হারিয়ে তারা জয়ী হল। কেরল এই নিয়ে ষষ্ঠবার চ্যাম্পিয়ন হল সন্তোষ ট্রফিতে।
  • আইএসএসএফ জুনিয়র শ্যুটিং বিশ্বকাপে ভারত দ্বিতীয় স্থান পেল। ৯টি সোনা সহ ২২টি পদক জিতল ভারত। শীর্ষস্থান পেল চিন।
  • সুপার কাপে গোকুলাম এফসি-কে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছল বেঙ্গালুরু এফসি। চার্চিল ব্রাদার্সকে ২-১ গোলে হারিয়ে শেষ আটে পৌঁছল মোহনবাগান।

বিবিধ

  • নতুন নজির গড়ল দেশের বাজারে পেট্রোপণ্যের দাম। এদিন নয়দিল্লিতে প্রতি লিটার ডিজেলের দাম ছিল ৬৪.৫৮ টাকা যা সর্বকালীন রেকর্ড। অন্যদিকে পেট্রোলের দাম বেড়ে হল ৭৩.৭৩ টাকা প্রতি লিটার যা ৪ বছরে সর্বোচ্চ। ২০১৪ সালের ১৪ জুন পেট্রোলের ৭৬.০৬ টাকা বেশি দামের রেকর্ড হয়ে আছে। গত জুন মাস থেকে প্রতিদিন পেট্রোপণ্যের দাম বদলের রীতি চালু হয়েছে।
  • নতুন গাড়ি কেনার সময়ই গাড়িতে নম্বর প্লেট থাকবে। এই পরিকল্পনার কথা জানালেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করি।
  • পরীক্ষায় টুকলি ধরা পড়লে ৫০ হাজার টাকা জরিমানার সিদ্ধান্ত জানাল মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের সেনেট।
  • পশ্চিমবঙ্গে যে সব গ্রামে ব্যাঙ্কের কোন শাখা নেই, সেখানে ঋণপ্রদানকারী সমবায় সমিতিগুলিকে ব্যাঙ্কের মর্যাদা দেওয়া হবে বলে জানাল রাজ্য সরকার।
  • ডাকঘর-এ সঞ্চিত টাকার সুদ সরাসরি ব্যাঙ্কের অ্যাকাউন্টে ট্রান্সফার করা যাবে বলে জানাল ডাক বিভাগ।
  • রান্নার গ্যাসের সিলিন্ডার পিছু দাম (ভর্তুকিহীন) ৩৫.৫০ টাকা কমে ৬৭৬ টাকা হল বলে জানাল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি।