কারেন্ট অ্যাফেয়ার্স ১ এপ্রিল, ২০১৯

598
0
Current Affairs 1 April 2019

আন্তর্জাতিক

  • জার্মানিতে বিমান ভেঙে মৃত্যু হল রাশিয়ার অন্যতম মহিলা ধনকুবের নাটালিয়া ফিনেভারের। তিনি ছিলেন রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমান সংস্থা এস-৭-এর চেয়ারম্যান তথা মালিক। এদিন ফ্রাঙ্কফুর্টে ভেঙে পড়ে তাঁর ব্যক্তিগত ৬ আসনের বিমানটি।
  • মার্কিন লস অ্যাঞ্জেলেসে প্রকাশ্য রাস্তায় আততায়ীর গুলিতে নিহত হলেন বিশিষ্ট র‍্যাপ সংগীত গায়ক নিপসি হাসল (৩৩)। তাঁর অ্যালবাম ‘ভিকট্রি ল্যাপ’ বার গ্র্যামির মনোনয়ন পেয়েছিল।
  • জাপানে ১ মে থেকে শুরু হবে নতুন যুগ ‘রেইওয়া’। ৩০ এপ্রিল সম্রাট আকিহিতোর অবসরের সঙ্গে-সঙ্গেই সমাপ্ত হবে ‘হেইসে’ যুগের। এই ঘোষণা করলেন জাপানের মুখ্য ক্যাবিনেট সচিব।

জাতীয়

  • শ্রীহরিকোটা থেকে ১টি ভারতীয় ও ২৮টি বিদেশি কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠানোর প্রক্রিয়া সফল হল। পিএসএলভি-৪৫ রকেটের সাহায্যে উৎক্ষেপণ করা হল। ভারতীয় উপগ্রহের নাম এমিস্যাট। এটি সেনাবাহিনীর নজরদারিতে সাহায্য করবে। এদিন লিথুয়ানিয়া, স্পেন, সুইজারল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্রের উপগ্রহ মহাকাশে পাঠাল ইসরো।
  • লালু-রাবড়ি মোর্চা নামে নতুন রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত জানালেন লালুপ্রসাদ যাদবের পুত্র তেজপ্রতাপ যাদব।

বিবিধ

  • অর্থবর্ষের প্রথম কাজের দিনেই সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে নতুন নজির গড়ল শেয়ারসূচক সেনসেক্স। এদিন তা ৩৯১১৪.৫৭ অঙ্ক পর্যন্ত উঠল। ২০১৮ সালের ১৭ ও ১৮ জানুয়ারি, ২৬ জুলাই ও ৯ আগস্ট সেনসেক্স যথাক্রমে ৩৫, ৩৬, ৩৭ ও ৩৮ হাজার অঙ্ক স্পর্শের রেকর্ড করেছিল।
  • মার্চ মাসে জিএসটি সংগ্রহ হয়েছে ১.০৬ লক্ষ কোটি টাকা। এক মাসের হিসেবে এটিই সর্বোচ্চ অঙ্ক। গোটা অর্থবর্ষে সংগৃহীত হয়েছে ১১.৭৭ লক্ষ কোটি টাকা যা লক্ষ্যমাত্রার (১১.৪৭ লক্ষ কোটি) থেকে বেশি।

খেলা

  • আরসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রাখল ভারত। এই নিয়ে পর-পর তিন বছর ভারত শীর্ষ স্থান ধরে রাখল। আইসিসি ১০ লক্ষ ডলার বা ৬ কোটি ৯১ লক্ষ টাকা পুরস্কার দিল টেস্ট চ্যাম্পিয়নশিপ ধরে রাখার জন্য। দ্বিতীয় ক্রম পেল নিউজিল্যান্ড।
  • কলকাতা ময়দানে ভস্মীভূত হল শতাব্দী প্রাচীন উয়াড়ি ক্লাবের তাঁবু। ১৮৯৮ সালে প্রতিষ্ঠিত হয়েছিল ক্লাবটি।
  • ফিফার এগজিকিউটিভ কাউন্সিলের সদস্য নির্বাচিত হলেন প্রফুল্ল প্যাটেল।