আন্তর্জাতিক
- শেষ হল জি২০ শীর্য সম্মেলন। ২০২২ সালে জি২০ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে ভারতে। এদিন বুয়েনস আয়ারসে জি২০ শীর্ষ বৈঠকে এই নির্ঘণ্ট চূড়ান্ত হল। এদিন ওই বৈঠকে ৯ দফা কর্মসূচি পেশ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
জাতীয়
- হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডার বিরুদ্ধে চার্জশিট পেশ করল সিবিআই। জমি বিতর্কে তদন্তের পর পেশ হল এই অভিযোগনামা।
- মণিপুরের সাংবাদিক কিশোরচন্দ্র ওয়াংথেমকে গ্রেপ্তার করল পুলিশ। তাঁকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেপ্তার করা হল। ঝাঁসির রনির জন্মশতবার্ষিকী পালনের জন্য তিনি রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেছিলেন।
বিবিধ
- গত নভেম্বর মাসে দেশে জিএসটি সংগ্রহ ৯৭৬৩৭ কোটি টাকা ছিল বলে জানানো হল। অক্টোবর মাসে তা ছিল ১ লক্ষ ৭১০ কোটি টাকা।
- ভূষণ স্টিল সংস্থার নাম বদলে হল টাটা স্টিল বিএসএল লিমিটেড। প্রসঙ্গত, ইতিমধ্যেই ভূষণ স্টিল সংস্থার অধিগ্রহণ প্রক্রিয়া সম্পূর্ণ করেছে টাটা স্টিল সংস্থা।
খেলা
- বিশ্বকাপ হকি প্রতিযোগিতায় জার্মানি ১-০ গোলে হারাল পাকিস্তানকে। অন্য ম্যাচে ৩ বারের হকি বিশ্বকাপ জয়ী নেদারল্যান্ডস ৭-০ গোলে হারাল মালয়েশিয়াকে।
- আই লিগে মোহনবাগান–চেন্নাই সিটি ম্যাচ ১-১ গেলে ড্র হল।
- রঞ্জি ট্রফির ম্যাচে বাংলা সরাসরি ১ উইকেটে হারাল তামিলনাডুকে। ম্যান অব দ্য ম্যাচ হলেন অভিষেক রমন।
- বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ৫ জন ব্যাটসম্যানই বোল্ড আউট হলেন। ১৮৯০ সালের পর এই প্রথম এই ঘটনা ঘটল টেস্ট ক্রিকেটে।