কারেন্ট অ্যাফেয়ার্স ১ মে ২০১৮

871
0
current-affairs-01052018-picture

জাতীয়

  • লাদাখে ভারত চিন নিয়ন্ত্রণ রেখা এলাকায় শান্তি বজায় রাখতে বৈঠক করল দুদেশের সেনারা। সীমান্তে পারস্পরিক সহযোগিতা এবং যৌথ টহলদারির সিদ্ধান্ত নেওয়া হল। একই দিনে নাথুলা দিয়ে ভারত-চিন বাণিজ্য ও শুরু হল।
  • প্রয়াত হলেন প্রখ্যাত অর্থনীতিবিদ ড. অশোক মিত্র (৯০)। তিনি পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকারের প্রথম অর্থমন্ত্রী ছিলেন (১৯৭৭-১৯৮৭)। ১৯৫৩ সালে রটারডাম বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডক্টরেট করেন। বাংলা ও ইংরেজিতে তাঁর বহু প্রবন্ধ বিশ্বের বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে। বাংলায় লেখা তাঁর বইগুলির মধ্যে আপিলা চাপিলা, অকথা কুকথা, অচেনাকে চিনে চিনে, কবিতা থেকে মিছিলে, নাস্তিকতার বাইরে প্রভৃতি উল্লেখযোগ্য। তাল বেতাল গ্রন্থের জন্য তিনি সাহিত্য আকাদেমি পুরস্কার পান। কেন্দ্রীয় সরকারের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টাও ছিলেন তিনি।
  • আধার কার্ডের পরিবর্তে ভোটার কার্ড বা পাসপোর্ট দেখিয়েও মোবাইল ফোনের সিম সংগ্রহ করা যাবে। টেলিকম সচিব অরুণা সুন্দররাজন জানিয়েছেন, এই মর্মে টেলিফোন অপারেটর সংস্থাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে।
  • বেআইনি গেস্ট হাউস ভাঙতে গিয়ে হিমাচল প্রদেশের বাশালৌতে গুলি বিদ্ধ হয়ে মৃত্যু হল অ্যাসিস্ট্যান্ট টাউন প্ল্যানার শৈল বালার।
  • প্রতি বছর ১ মে তারিখ আন্তর্জাতিক শ্রম দিবস হিসাবে পালিত হয়। পৃথিবীর বিভিন্ন দেশে এই দিনটি শ্রমিক আন্দোলনের উদযাপন দিবস ও ছুটির দিন হিসাবে গণ্য হয়। ১৮৮৬ সালে আমেরিকার শিকাগো শহরে হে মার্কেটে শ্রমিকদের মজুরি বৃদ্ধি ও নির্দিষ্ট সময় মেপে কাজ করানোর দাবিতে শ্রমিক আন্দোলন ও গুলিবর্ষণ এর এক মর্মান্তিক ইতিহাস জড়িয়ে রয়েছে এই দিনটির সঙ্গে। ভারতে প্রথম মে দিবস পালিত হয় ১৯২৩ সালে।

আন্তর্জাতিক

  • নেপালের বিরাটনগরে ভারতীয় দূতাবাসের কাছে প্রেশার কুকার বোমা বিস্ফোরণে জড়িত মাওবাদী নেতা সুরেশ রাই ওরফে সাগর গ্রেপ্তার হল। দিল্লি থেকে তাকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশ।
  • ‘দেশ বিভাজনের ৬৫ বছর পর পুনরায় বৈঠক করেছেন দুই কোরিয়ার রাষ্ট্রপ্রধান। শান্তির বাতাবরণ ফিরেছে কোরীয় উপদ্বীপে। তারা পারলে ভারত-পাকিস্তান কেন পারবে না দ্বন্দ্ব মিটিয়ে নিতে? এই মর্মে শান্তির ডাক দিয়ে পাক সংবাদমাধ্যম ‘ডন নিউজ’-এ সম্পাদকীয় ছাপা হল।
  • ফেসবুক থেকে ইস্তফা দিলেন হোয়াটস অ্যাপের সহকারী প্রতিষ্ঠাতা জন কোম। তথ্য চুরি বিতর্কে তিনি প্রতিষ্ঠান ছাড়লেন বলে মনে করা হচ্ছে।

খেলা

  • ২০২১ সাল থেকে ক্রিকেটের চ্যাম্পিয়ন্স ট্রফির নাম বদলে হবে বিশ্ব টি টোয়েন্টি। আইসিসি এক বিবৃতিতে এই তথ্য জানাল।
  • অর্জুন পুরস্কারের জন্য সিক্কি রেড্ডি এবং দ্রোণাচার্য পুরস্কারের জন্য সুধাকর রেড্ডির নাম সুপারিশ করল ভারতীয় ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন।

বিবিধ

  • বিমানযাত্রীদের টেলিফোনে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারের প্রস্তাব অনুমোদন করল কেন্দ্র। বিমান ভূপৃষ্ঠ থেকে ৩০০০ মিটার উচ্চতায় পৌঁছনোর পর যাত্রীরা এই পরিষেবা পাবেন। এজন্য অতিরিক্ত খরচ যাত্রীকেই বহন করতে হবে। তবে পরিকাঠামো নির্মাণ ও উড়ান সংস্থাগুলির সমন্বয় সাধন করে এই পরিষেবা দিতে কয়েকমাস সময় লাগবে বলে মনে করা হচ্ছে।
  • আইএএস পরীক্ষায় মেয়েদের মধ্যে প্রথম স্থান অর্জনকারী অণু কুমারীকে ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ প্রকল্পের ব্র্যান্ড অ্যাম্বাসাডর নিযুক্ত করল হরিয়ানা সরকার।
  • শততম জন্মদিনে স্মরণ করা হল মান্না দে-কে। ১৯১৯ সালে ১ মে তিনি জন্মগ্রহণ করেছিলেন।
  • গত মার্চ মাসে দেশে জিএসটি বাবদ রাজস্ব আদায় ১ লক্ষ কোটি টাকা হয়েছে বলে জানানো হল। এই প্রথম এই মাইল ফলক স্পর্শ করা সম্ভব হল।