কারেন্ট অ্যাফেয়ার্স ২০ অক্টোবর, ২০১৮

652
0
Current Affairs 20 Oct 2018

জাতীয়

  • উত্তরাখণ্ডে ৬ হাজার মিটারের বেশি চারটি পর্বতশৃঙ্গের নাম প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ির নামে রাখা হল। নেহরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিং এদিন এই তথ্য জানাল।
  • আমুর ফ্যালকন উতসব আয়োজনের সিদ্ধান্ত নিল মেঘালয়। এর আগে নাগাল্যান্ডও এই উতসব করেছে। আমুর বাজ-এর জন্য সচেতনতার উদ্দেশেই উতসবের আয়োজন। প্রসঙ্গত মঙ্গোলিয়ার আমুর উপত্যকা থেকে ২২ হাজার কিমি দূ্রে দক্ষিণ আফ্রিকায় পাডি দেওয়ার পথে প্রতি বছর মেঘালয় নাগাল্যান্ড অসমে বিশ্রাম নেয় লক্ষ লক্ষ বাজপাখি।

আন্তর্জাতিক

  • সাংবাদিক জামাল খামোগি খুন হয়েছেন বলে অবশেষে স্বীকার করে নিল সৌদি আরব। ইস্তানবুলে সোদি দূতাবাসে হাতাহাতির ফলে তাঁর মৃত্যু হয়েছে বলে দাবি করা হল। গত ২ অক্টোবর তিনি নিখোঁজ হলেও এতদিন সে বিষয়ে মুখ বন্ধ রেখেছিল সৌদি। এদিন তারা জানাল, ওই ঘটনায় ১৮ জনকে গ্রেপ্তার ও ৫ শীর্ষ কর্তাকে বহিষ্কার করা হয়েছে। তাঁদের সকলেই সৌদির রাজ পরিবারের ঘনিষ্ঠ। তুরস্ক দাবি করেছে জামালকে হত্যা করতেই সৌদি থেকে ১২ জন সেনা এসেছিল দূতাবাসে। জামাল সৌদির নাগরিক ছিলেন কিন্তু তিনি থাকতেন মার্কিন যুক্তরাষ্ট্রে।তিনি একটি মার্কিন সংবাদপত্রের সাংবাদিক ছিলেন।
  • ঢাকার ঢাকেশ্বরী মন্দিরের দখল হয়ে যাওয়া ২৭ কাঠা জমি মন্দির কর্তৃপক্ষকে ফিরি্য়ে দেওয়ার আশ্বাস দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
  • সাধারণ নির্বাচন হল আফগানিস্তানে। প্রায় ২০০টি জমি হামলায় মৃত্যু হল ২৮ জনের।

 খেলা

  • বিজয় হাজারে ট্রফিতে চ্যাম্পিয়ন হল মুম্বই। এদিন বেঙ্গালুরুতে ফাইনালে তারা হারিয়ে দিল দিল্লিকে। প্রথমে ব্যাট করে দিল্লি ১৭৭ রান করেছিল। ৬ উইকেট হারিয়ে তা তুলে নেয় মুম্বই। এটি মুম্বইয়ের তৃতীয়বার বিজয় হাজারে ট্রফি জয়।
  • ২০২৩ সালের ক্রিটে বিশ্বকাপ হবে ১০টি দেশের মধ্যে। বাছাই পর্বে অংশ নেবে ৩২টি দেশ। আইসিসি এদিন এ কথা জানাল।
  • এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিতে এদিন ভারত ৩-১ গোলে হারাল পাকিস্তানকে। মাস্কটে এই প্রতিযোগিতা হচ্ছে.
  • সেরি আ লিগে জেনোয়র বিরুদ্ধে জুভেন্তাসের হয়ে গোল করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। প্রথম ফুটবলার হিসেবে ইউরোপের শ্রেষ্ঠ ৫টি লিগে ৪০০ তম গোল করলেন তিনি।
  • ডেনমার্ক ওপেনের ফাইনালে উঠলেন সাইনা নেহাওয়াল। তবে সেমি ফাইনালে হেরে গেলেন কিদাম্বি শ্রীকান্ত।

বিবিধ

  • রাষ্টায়ত্ত এয়র ইন্ডিয়া সংস্থার কালো টাকা লেনদেন এবং সরকারি আয়ের ক্ষয়ক্ষতির অভিযোগে ৪টি রিপোর্ট দখিল করল ইডি। এই রিপোর্ট পুলিশে এফ আই আর –এর সমান। অর্ধ যুগ আগে নিজেদের বিভিন্ন লাভজনক রুট ছেডে বিপুল ক্ষতির মুখে পডেড়ছিল সংস্থাটি। অন্যদিকে প্রচুর লাভ করেছিল অন্যান্য বেসরকারি বিমানসংস্থা।
  • মোবাইল ফোনের গ্রাহক চাইলে আধার তথ্য মুছে ফেলা যাবে বলে জানাল আধার কর্তৃপক্ষ এবং টেলিকম দপ্তর।