কারেন্ট অ্যাফেয়ার্স ২০ জুন, ২০১৯

schedule
2019-06-22 | 05:32h
update
2019-06-22 | 05:32h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক

  • তালিবানের প্রতিষ্ঠাতা জঙ্গি গোষ্ঠীটির দ্বিতীয় শীর্ষ নেতা আবদুল গনি বারদারকে চিনদেশে ডেকে বৈঠক করা হয়েছে বলে জানাল বেজিং। পাকিস্তানের জেল থেকে মুক্তির পর তিনি এখন আফগানিস্তানে সক্রিয়। তিনি সেখান শান্তি প্রতিষ্ঠার নামে পাকিস্তানের হয়ে কাজ করছেন বলে অভিযোগ। রাষ্ট্রসঙ্ঘে ভারতের স্থায়ী প্রতিনিধি সৈয়দ আকবরউদ্দিন বলেছেন আফগানিস্তানে লস্কর, জইশ, আল কায়দা, হক্কানি গোষ্ঠীর `অভয়ারণ্য তৈরির চেষ্টা চলছে।
  • ইরানের মাটিতে নজরদরি চালানো একটি মার্কিন ড্রোনকে ক্ষেপণাস্ত্র ছুড়ে নামানো হয়েছে বলে জানাল সে দেশের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর। মার্কিনিদের দাবি, `আর কিভ-ও গ্লোবাল হক ড্রোনটি হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক আকাশসীমায় উড়ছিল।
  • পাকিস্তানে মহিলাদের উপর লাঞ্ছনা সংক্রান্ত মামলার বিচা্রের জন্য ১০০টি আদালত গঠনের সংবাদ জানালেন পাক প্রধান বিচারপতি আসিফ সইদ খোসা।
Advertisement

জাতীয়

  • সংসদের যৌথ অধিবেশনে ভাষণ দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ‘এক দেশ এক ভোট’ প্রস্তাবের পক্ষে জোর দিয়েছেন তিনি। রাষ্ট্রপতি উল্লেখ করেছেন, সদ্য সমাপ্ত লোকসভায় ৬১ কোটি মানুষ ভোট দিয়েছেন, যা একটি রেকর্ড। ৭৮ জন মহিলা লোকসভার সদস্য হওয়াও এক রেকর্ড।
  • বরখাস্ত হওয়া আইপিএস অফিসার সঞ্জীব ভাটকে যাবজ্জীবন কারাদণ্ড দিল গুজরাটের জামনগরের একটি আদালত। ১৯৯০ সালের ৩০ অক্টোবর পুলিশি হেফাজতে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় এই রায় দিল আদালত। তিনি তখন ছিলেন অতিরিক্ত এসপি। তিনি বর্তমানে ২৩ বছরের পুরনো একটি মামলায় কারাবন্দি রয়েছেন।

বিবিধ

  • অ্যালবার্ট আইনস্টাইনের হাতে লেখা আপেক্ষিকতাবাদ তত্ত্ব হাতে পাচ্ছে স্টকহল্‌মের নোবেল জাদুঘর। এক সুইডিশ ব্যবসায়ী নিলামে ১,১০,০০০ ইউরো দিয়ে ওই ঐতিহাসিক দলিলটি কিনেছিলেন। তিনিই তা দান করার জন্য জানালেন জাদুঘরে।
  • ২০২০ সালের মধ্যে দিল্লি, বেঙ্গালুরু, চেন্নাই ও হায়দরাবাদ শহরের ভূগর্ভস্থ জল নিঃশেষ হয়ে যাবে বলে দাবি করা হল নীতি আয়োগের রিপোর্টে।

খেলা

  • ২০২২ বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে মহিলাদের ক্রিকেট যুক্ত হবে বলে সিদ্ধান্ত নিল কমনওয়েলথ গেমস ফেডারেশন।
  • কোপা আমেরিকার গ্রুপ পর্যায়ের ম্যাচে প্যারাগুয়ের সঙ্গে ড্র (১-১) করল আর্জেন্টিনা। প্রথম ম্যাচে আর্জেন্টিনা হেরে গিয়েছিল কলম্বিয়ার কাছে।
  • ক্রিকেট বিশ্বকাপে অস্ট্রেলিয়া ৪৮ রানে হারাল বাংলাদেশকে। প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া ৩৮১ রান তুলেছিল। শতরান (১৪৭ বলে ১৬৬) করে ম্যান অব দ্য ম্যাচ হলেন ডেভিড ওয়ার্নার। এই নিয়ে দ্বিতীয়বার তিনি বিশ্বকাপে দেড় শতাধিক রান করলেন যে নজির অন্য কারও নেই (প্রথমবার ২০১৫ সালে আফগানিস্তানের বিরুদ্ধে ১৭৮ রান)। একদিনের ক্রিকেটে ষোড়শ শতরান করে তিনি স্পর্শ করলেন অ্যাডাম গিলক্রিস্টকে। বাংলাদেশর হয়ে মুশফিফুর রহিম শতরান (১০২) করেছেন, বাংলাদেশের মোট রান ৩৩৩/৮।
  • পাক ক্রিকেট বোর্ডের ক্রিকেট কমিটির চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিলেন মহসিন হাসান খান।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
06.05.2024 - 23:21:36
Privacy-Data & cookie usage: