কারেন্ট অ্যাফেয়ার্স ২০ জুন ২০২০

1068
0

আন্তর্জাতিক

  • বাংলাদেশের প্রাক্তন সাংবাদিক কামাল লোহানি (৮৬) প্রয়াত হলেন৷ তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন৷ ১৯৫২ সালে ভাষা আন্দোলনে অংশ নিয়ে ২ বছরের বেশি কারাবাস করতে হয় তাঁকে৷ শেখ মুজিবুর রহমানের সঙ্গে একই কারাকক্ষে থাকতে হত তাঁকে৷ ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বেতারে তিনিই প্রথম স্বাধীনতার বার্তা জানিয়েছিলেন দেশবাসীকে৷ বাংলাদেশবেতার ছাড়াও পূর্বদেশ, সংবাদ, দৈনিকমিল্লাত, আজাদসংবাদ, দৈনিকপ্রভাত ও দৈনিক বার্তায় সম্পাদক ছিলেন তিনি৷ প্রতিষ্ঠা করেছিলেন সাংস্কৃতিক সংগঠন ক্রান্তি৷ তিনি সেদেশের সর্বোচ্চ সম্মান একুশেপদক পেয়েছিলেন৷
  • ভারতীয়দের জন্য নাগরিক আইন বদলে ফেলল নেপাল৷ নতুন নিয়মে কোনো নেপালি ছেলে কোনো ভারতীয় মেয়েকে বিয়ে করলে মেয়েটিকে নেপালের নাগরিকত্ব ত্যাগ করার জন্য ৭ বছর অপেক্ষা করতে হবে৷

 

 

জাতীয়

  • লাদাখে গালওয়ান উপত্যকায় গালওয়ান নদীর ওপর বেলি ব্রিজ নির্মাণ করল ভারতীয় সেনা৷ লাদাখে পাঠানো হয়েছে এম ৩৭৭ লাইট হাউইৎজার কামান, রাতেও উড়তে সক্ষম অ্যাপাচে হেলিকপ্টার৷ চণ্ডীগড় থেকে লাদাখ পর্যন্ত সমরাস্ত্র ও রশদ পৌঁছে দিতে ‘এয়ারব্রিজ’ গঠন করেছে ভারতীয় বায়ুসেনা৷ সব মিলিয়ে লাদাখের পরিস্থিতি অগ্নিগর্ভ৷
  • ৬টি রাজ্যের ১১৬টি জেলার জন্য ‘গরিবকল্যাণ রোজগার অভিযান’ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ বলা হয়েছে, পরিযায়ী শ্রমিকদের নিজের গ্রামেই কাজ দেওয়া ও গ্রামীণ পরিকাঠামো তৈরি এই প্রকল্পের লক্ষ্য৷
  • গত ২৪ ঘণ্টায় দেশে ১৪,৫১৬ জন করোনায় আক্রান্ত হলেন৷ এক দিনে ৩৭৫ জনের মৃত্যু হল৷ সব মিলিয়ে আক্রান্ত হয়েছেন ৩,৯৫,০৪৮ জন৷ মৃতের মোট সংখ্যা ১২,৯৪৮৷

 

 

বিবিধ

  • দেশের বাজারে কোভিড-১৯ রোগীদের জন্য ওষুধ তৈরি ও বিক্রিতে গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালসকে ছাড়পত্র দিল ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া৷ ফ্যাবি ফ্লু ব্র্যান্ডের ওষুধটির জেনেরিক নাম ফ্যাভিপিরাভির৷ ২০০ মিলিগ্রাম একটি ফ্যাবি ফ্লু ট্যাবলেটের দাম ১০৩ টাকা৷
  • লকডাউনে ৮৭ দিন বন্ধ থাকার পর ঘোজাডাঙা সীমান্ত দিয়ে ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে বাণিজ্য শুরু হল৷

 

 

খেলা

  • ক্রিস্ট্যাল প্যালেস ক্লাবের ম্যাসকট ছিল একটা ঈগল পাখি৷ ২৮ বছর বয়সী ঈগলটি মারা গেল৷
  • জার্মান বুন্ডেশ লিগায় বায়ার্ন মিউনিখের হয়ে ফ্রেইবার্গের বিপক্ষে জোড়া গোল করলেন রবার্ট লেয়নডক্সি৷ এই লিগে কোনো বিদেশি খেলোয়াড়ের সব থেকে বেশি গোলের (৩৩) নজির গড়লেন তিনি৷