কারেন্ট অ্যাফেয়ার্স ২০ জুলাই ২০২০

876
0

আন্তর্জাতিক

  • করোনা ভাইরাস প্রতিষেধক হিসাবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের তৈরি ‘এ জেড ডি ১২২২’ হিউম্যান ট্রায়ালে ভাল ফল দিয়েছে৷ প্রথম হাজার জনের ওপর প্রয়োগের পর এর ফল সন্তোষজনক বলে জানালেন বিশ্ববিদ্যালয়ের ভ্যাকসিন বিভাগের প্রধান অ্যান্ড্রু পোলার্ড৷ ব্রিটিশ মেডিক্যাল জার্নাল ‘দ্য ল্যানসেট’ এই প্রতিবেদন প্রকাশ করেছে৷
  • বিশ্বে কোভিড ১৯- এ ১৪৭৭২০২২ জন আক্রান্ত হলেন৷ প্রাণহানি হয়েছে ৬১০৯৩৬ জনের৷ সুস্থ হয়েছেন ৮৮০৮৮১৬ জন৷
  • মঙ্গল অভিমুখে মহাকাশযান পাঠাল আরব আমিরশাহি৷ জাপানের তানেগাসিমা মহাকাশ কেন্দ্র থেকে ‘আল আমল’ নামে ওই মহাকাশযান রওনা দিল৷ এই অভিযানে ব্যয় হয়েছে ২০০ মিলিয়ন ডলার৷ ভারতের মঙ্গলযান পাঠাতে খরচ হয়েছিল ৭৩ মিলিয়ন ডলার৷

 

জাতীয়

  • গত ২৪ ঘণ্টায় দেশে ৪০৪২৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হলেন ও প্রাণহানি হয়েছে ৬৮১ জনের৷ দেশে মোট ১১১৮০৪৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন৷ ২৭৪৯৭ জনের প্রাণহানি হয়েছে৷ মহারাষ্ট্রে ৩১০৪৫৫ জন আক্রান্ত হয়েছেন৷ ১১৮৫৪ জনের প্রাণহানি হয়েছে৷ দিল্লিতে ৩৬২৮ এবং তামিলনাড়ুতে ২৪৮১ জনের প্রাণহানি হয়েছে করোনায়৷ সংক্রমণ সংখ্যায় দেশে দ্বিতীয় স্থানে উঠে এল তামিলনাড়ু (১৭০৬৮৩ জন)৷ দেশে সুস্থতার হার ৬২.২২ শতাংশ৷ সপ্তাহে ২ দিন করে পূর্ণ লকডাউনের সিদ্ধান্ত জানাল পশ্চিমবঙ্গ সরকার৷
  • যার নামে ৬০টি মামলা সেই বিকাশ দুবে কীভাবে জামিন পেলেন তা নিয়ে বিস্ময় প্রকাশ করল সুপ্রিম কোর্ট৷

 

বিবিধ

  • করোনা জনিত পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে শনি ও রবিবার ব্যাঙ্ক বন্ধ রাখা এবং অন্য দিন সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত পরিষেবা প্রদানের জন্য সিদ্ধান্ত নিল রাজ্য সরকার৷ নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট (এনআই অ্যাক্ট) অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হল৷
  • সস্তায় ভেন্টিলেটর তৈরি করে তাক লাগিয়ে দিল আফগান কিশোরীদের একটি দল৷ দলের নাম ‘আফগান রোবোটিকস টিম’৷
  • ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা উপকূলে ভারত মহাসাগরের তলদেশ থেকে খোঁজ পাওয়া গেল ১৪ পাওয়ালা সামুদ্রিক আরশোলার৷ ২০ ইঞ্জি পর্যন্ত লম্বা হতে পারে তা৷ সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটির গবেষকরা এর নাম দিলেন ‘বাথিনমাস রাক্ষস’৷

 

খেলা

  • মাঞ্চেস্টার টেস্টে ১১৩ রানে জয়ী হল ইংল্যান্ড৷ এর ফলে সিরিজ হল ১-১৷ প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজ জয়ী হয়েছিল৷ ম্যান অব দ্য ম্যাচ হলেন বেন স্টোকস৷
  • বিশ্বজুড়ে কোভিড পরিস্থিতিতে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২০ স্থগিত করে দিল আইসিসি৷
  • শেষ হল না লিগা৷ প্রতিযোগিতার খেতাব আগেই নিশ্চিত করেছিল রিয়াল মাদ্রিদ৷ মরসুমে সব থেকে বেশি গোল করে পিচিচি ট্রফি জিতলেন লিওনেল মেসি৷ এই নিয়ে পরপর ৭ বার এই ট্রফি জিতলেন তিনি৷ তাঁর গোলের সংখ্যা ২৫৷ অন্যদিকে রিয়াল মাদ্রিদের সের্খিও রামোস ডিফেন্ডার হিসাবে এক মরসুমে সর্বোচ্চ গোল করার নজির গড়লেন (১১টি)৷ স্পেনীয় ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ গোলের (১৮টি) জারা ট্রফি জিতলেন ভিয়া রিয়ালের জেরার মোরেনো৷ জাভি ফার্নান্দেজের রেকর্ড ভেঙে এক মরসুমে গোল সহায়তায় সর্বোচ্চ নজির করেছেন মেসি৷

 

 

 

লাইভ টিভি দেখুন:   https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল