কারেন্ট অ্যাফেয়ার্স ২০ জুন ২০১৮

schedule
2018-06-23 | 06:31h
update
2018-06-23 | 06:31h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

জাতীয়

  • দেশের মুখ্য আর্থিক উপদেষ্টা অরবিন্দ সুব্রহ্মণ্যম পদ ছাড়ার সিদ্ধান্ত জানালেন। গত ৪ বছর ধরে তিনি ওই পদে রয়েছেন।
  • মুম্বই-আমেদাবাদ বুলেট ট্রেনের লাইন পাতার কাজ গুজরাটের একাংশে জমি জটে স্থগিত হয়ে আছে। এবার কৃষকদের জমি অধিগ্রহণ নিয়ে ‘গণভোট’ নেওয়ার কথা জানাল কংগ্রেস এবং কয়েকটি কৃষক সংগঠন।

আন্তর্জাতিক

  • ফুটবল স্টেডিয়ামের দরজা মহিলা দর্শকদের জন্যও উন্মুক্ত করার সিদ্ধান্ত নিল ইরান। তেহেরানে ১ লক্ষ আসন বিশিষ্ট আজাদি স্টেডিয়ামে বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার দেখতে মহিলা দর্শকদের অনুমতি দেওয়া হল। ১৯৭৯ সাল থেকে ইরানে পুরুষ ও মহিলাদের একসঙ্গে স্টেডিয়ামে খেলা দেখা নিষিদ্ধ ছিল। চলতি বিশ্বকাপে খেলছে ইরান।
  • শরণার্থীদের সাহায্য করছে যে সব স্বেচ্ছাসেবী সংস্থা তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আইন পাশ হল হাঙ্গেরির আইনসভায়। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর আরবানের উদ্যোগেই আনা এই বিল ১৬০-১৮ ভোটে পাশ হল সংসদে।
  • প্রথম বিশ্বযুদ্ধ সমাপ্তির শতবর্ষে ব্রিটেনের ওয়েস্ট মিডল্যান্ডে একজন শিখ সৈন্যের ব্রোঞ্জমূর্তি প্রতিষ্ঠা করা হল। যুদ্ধে এই সেনাদের অবদান স্মরণে রেখে এই পদক্ষেপ বলে জানা গেল।
  • শরণার্থী শিশুদের জন্য ট্রাম্প প্রশাসন যে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েছিল তা থেকে সরে আসার সিদ্ধান্ত জানাল।
Advertisement

খেলা

  • মহিলাদের আন্তর্জাতিক টি ২০ ম্যাচে এক ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ল নিউজিল্যান্ড। এদিন টনটনে তারা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১ উইকেটে ২১৬ রান করল। এতদিন ইংল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার ২০৯ রান ছিল রেকর্ড।
  • বিশ্বকাপ ফুটবলে পর্তুগাল ১-০ গোল হারাল মরক্কোকে। রাশিয়া বিশ্বকাপে তাঁর চতুর্থ এবং এদিন দেশের হয়ে একমাত্র গোলটি করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পর্তুগালের হয়ে ১৫২টি ম্যাচে ৮৫টি গোল করে তিনি টপকে গেলেন ফ্র্যাঙ্ক পুসকাসের ৮৪টি গোলের রেকর্ড। স্পেনের হয়ে পুসকাসের ৮৪টি গোল ইউরোপের কোনো দেশের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড ছিল এতদিন। এদিন উরুগুয়ে ১-০ গোলে হারাল সৌদি আরবকে। লুইস সুয়ারেস দেশের হয়ে তাঁর ১০০তম ম্যাচে গোল করলেন। অপর ম্যাচে স্পেন ১-০ গোলে জয়ী হল ইরানের বিপক্ষে। দিয়েগো কোস্তা গোলটি করলেন।

বিবিধ

  • ৬০০০ কোটি টাকা আর্থিক প্রতারণা মামলায় বিজয় মালিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল মুম্বইয়ের বিশেষ আদালত।
  • সঙ্গীত নাটক আকাদেমি প্রদত্ত উস্তাদ বিসমিল্লা খান যুব পুরস্কার প্রত্যাখ্যান করলেন উস্তাদ আমজাদ আলি খানের দুই পুত্র তথা সরোদ বাদক আমন আলি খান ও আয়ান আলি খান। তাঁদের বয়স ৪০ বছর হওয়ায় তাঁরা যুব পুরস্কার পেতে পারেন না বলে মন্তব্য করেছেন। অভিজ্ঞ ব্যক্তিদের ধারণা, বহু আগেই এই পুরস্কার পাওয়া উচিত ছিল তাঁদের।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
06.05.2024 - 13:54:00
Privacy-Data & cookie usage: