কারেন্ট অ্যাফেয়ার্স ২০ ডিসেম্বর ২০১৭

768
2
current-affairs-20122017-picture

জাতীয়

  • ২০১৪-১৫ সাল থেকে এযাবৎ ভারতের সশস্ত্র বাহিনী ৩৫টি জঙ্গিবিমান খুইয়েছে। এর মধ্যে ১৪টি হেলিকপ্টারও রয়েছে। বিমান ভেঙে ১৪ জন পাইলটের মৃত্যু হয়েছে। ২০১১ সাল থেকে ধরলে ৭০টি যুদ্ধবিমান ভেঙে পড়েছে। এদিন সংসদে এই তথ্য জানাল কেন্দ্র।
  • ‘মিশন ফর ক্লিন গঙ্গা’ প্রকল্পে ২,৫০০ কোটি টাকা খরচই করা হয়নি। এক্ষেত্রে ৮৭টি প্রকল্পে ৭৯৯২.৩৪ টাকা বরাদ্দ হয়েছিল। কিন্তু ৫০টি প্রকল্পে হাত দেওয়া হয়নি। ক্যাগ রিপোর্ট থেকে একথা প্রকাশিত হল।
  • গুরুগ্রামের রায়ান ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র প্রদ্যুম্ন ঠাকুরকে হত্যায় অভিযুক্ত ১৬ বছরের কিশোরকে সাবালক ধরেই বিচারকার্য চলবে বলে নাবালক বিচার বোর্ড সিদ্ধান্ত নিল।
  • বিহারের মাসুদান স্টেশন থেকে ২ রেলকর্মীকে অপহরণের ১৬ ঘণ্টা পর মুক্তি দিল মাওবাদীরা। ভাঙচুর চালানো হয়েছে স্টেশনটিতেও।

আন্তর্জাতিক

  • কূলভূষণ যাদবের স্ত্রী ও মায়ের ভিসা অনুমোদন করল পাকিস্তান। ৪৭ বছর বয়স্ক যাদব ভারতীয় নৌসেনার অবসরপ্রাপ্ত অফিসার। ভারতের চর সন্দেহে তাঁকে পাকিস্তানের জেলে বন্দি করে রাখা হয়েছে।
  • এই বিশ্ব ব্রহ্মাণ্ডে একমাত্র পৃথিবীতেই প্রাণ আছে, এমন নাও হতে পারে। পেন্টাগনের গোপন ইউএফও অনুযায়ী ব্যুরোর প্রধান লুইস এলিজন্ডো একথা বললেন।
  • ইরানের প্রাক্তন উপরাষ্ট্রপতি হামিদ বাঘোইকে ৬৩ বছরের কারাদণ্ড দিল আদালত। আর্থিক দুর্নীতির মামলায় তিনি দোষী সাব্যস্ত হয়েছেন।
  • মার্কিন সেনেটে পাশ হল আয়কর সংস্কার বিল। ১৯৮৬ সালে রোনাল্ড রেগন আমলের পর ফের কর ব্যবস্থার আমূল পরিবর্তন হল ডোনাল্ড ট্রাম্পের আমলে। এখানে কর্পোরেট সংস্থাগুলির ওপর আরোপিত কর ৩৫ থেকে কমিয়ে ২১ শতাংশ করার প্রস্তাব রয়েছে।

খেলা

  • কটকে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভারত জয়ী হল ৯৩ রানে। প্রথমে ব্যাট করে ভারত ১৮০ রান করেছিল। ৪ ওভারে ২৩ রানে ৪ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হলেন যুজনেন্দ্র চহাল।
  • বিশ্ব ক্রমতালিকায় প্রথম ১৫ জন সিঙ্গলস খেলোয়াড়ের ও ডাবলসে প্রথম ১০ জুটির জন্য ২০১৮ মরসুমে অন্তত ১২টি প্রতিযোগিতায় খেলা বাধ্যতামূলক করল ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন।

বিবিধ

  • পান্না টাইগার রিজার্ভের অন্তর্গত গেহরিহাট অঞ্চলে চোরাকারবারীদের হাতে নিহত হল একটি পূর্ণবয়স্ক বাঘ। এই নিয়ে ২০১৭ সালে মধ্যপ্রদেশে চোরাশিকারীদের হাতে ২৬টি বাঘের মৃত্যু হল।
  • বালি-ভাস্কর্যকে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করল ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়।
  • জাতীয় রেল ও পরিবহণ বিশ্ববিদ্যালয় গড়ার প্রস্তাব অনুমোদন করল কেন্দ্র। গুজরাটের ভাদোদরায় এটি গড়বে রেল মন্ত্রক।