কারেন্ট অ্যাফেয়ার্স ২০ নভেম্বর, ২০১৮

schedule
2018-11-23 | 11:26h
update
2018-11-23 | 11:26h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক

  • মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতিকে খারিজ করল সান ফ্রান্সিসকোর ফেডারেল আদালত। বিচারক জানালেন, কেউ আশ্রয় চাইলে তাকে ফেরানো যাবে না। প্রসঙ্গত, মেক্সিকো সীমান্ত দিয়ে হাজার-হাজার শরণার্থীর অনুপ্রবেশ বন্ধ করতে গত ৯ নভেম্বর এক আদেশনামা জারি করেছিলেন ট্রাম্প।
  • আফিগানিস্তানে আত্মঘাতী জঙ্গি হানায় মৃত্যু হল অন্তত ৫০ জনের। হজরত মহম্মদের জন্মদিন উপলক্ষে ইসলামি পণ্ডিতদের একটি সভায় ওই বিস্ফোরণ ঘটানো হল।
  • হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ভারতীয় ছাত্রী শ্রুতি পালনিয়প্পন।
Advertisement

জাতীয়

  • শিখবিরোধী দাঙ্গায় ২ জনকে মৃত্যুদণ্ড দিল দিল্লির নিম্ন আদালত। ১৯৮৪ সালের ১ নভেম্বর দিল্লির মাহিপালপুরে শিখবিরোধী দাঙ্গায় ২ জনকে হত্যার দায়ে যশপাল সিং ও নরেশ শেরাওয়াতকে মৃত্যুদণ্ড দিল দিল্লির নিম্ন আদালত। শিখবিরোধী দাঙ্গায় এই প্রথম কাউকে মৃত্যুদণ্ড দেওয়া হল। প্রসঙ্গত, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ২০১৫ সালে নতুন করে সিট গঠন করে শিখ দাঙ্গার ৬০টি মামলা পুনর্তদন্তের সিদ্ধান্ত নিয়েছিল।
  • মহারাষ্ট্রের ওয়ার্ধা জেলায় এক বিস্ফোরণে মৃত্যু হল ৬ জন ঠিকা শ্রমিকের। খামারিয়া অস্ত্র কারখানায় ব্যবহারের অনুপযুক্ত বিস্ফোরক নষ্ট করার সময় এই দুর্ঘটনা ঘটল।

বিবিধ

  • ডলারের নিরিখে টাকার দাম ২১ পয়সা বাড়ল এদিন। এই নিয়ে টানা ৬ দিন বাড়ল টাকার দাম। ৬ দিনে প্রতি ডলারে টাকার দাম ১৪৩ পয়সা বৃদ্ধি পেয়েছে। এদিন তা হল ৭১.৪৬ টাকা প্রতি ডলার।

খেলা

  • পাকিস্তানের দাবি খারিজ হল আইসিসিতে। ২০১৫ সাল থেকে পর-পর ৬টি দ্বৈপাক্ষিক সিরিজ বাতিলের জন্য বিসিসিআই-এর কাছে পাকিস্তান ৪৪৭ কোটি টাকা দাবি করেছিল, তাকেই যুক্তিহীন বলল আইসিসি।
  • আই লিগে রিয়াল কাশ্মীরকে ১-০ গোলে হারাল মোহনবাগান।
  • নয়াদিল্লির বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে পদক নিশ্চিত করলেন ভারতের মেরি কম। এর আগে তিনি বিশ্বচ্যাম্পিয়নশিপ থেকে ৬টি পদক (৫ সোনা, ১ রুপো) জিতেছেন। ২০১০ সালে তিনি শেষবার বিশ্বচ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.04.2024 - 06:54:15
Privacy-Data & cookie usage: