কারেন্ট অ্যাফেয়ার্স ২১ অক্টোবর ২০১৯

481
0

আন্তর্জাতিক

  • দীর্ঘতম উড়ান যাত্রার নজির গড়ল অস্ট্রেলিয়ার বিমান পরিবহণ সংস্থা কোয়ান্টাম। ৪০ জন যাত্রী, ৪ জন বৈমানিক, ১০ জন বিমানকর্মী সহ তাদের কিউএফ ৭৮৭৯ উড়ানটি নিউইয়র্ক থেকে ১৯ ঘণ্টা ১৬ মিনিটে ১৬,২০০ কিলোমিটার অতিক্রম করে সিডনি পৌঁছল। বোয়িং সংস্থার ৭৮৭-৯ ড্রিমলাইনার বিমানে পরীক্ষামূলকভাবে চালানো হল এই উড়ান। ২০২২ সাল নিয়মিত উড়ান চালাবে তারা এই রুটে। এতদিন নিউইয়র্ক–সিঙ্গাপুর ১৫৩৪৪ কিমি দূরত্বে ১৮ ঘণ্টা ২৫ মিনিটের উড়ানটি ছিল দীর্ঘতম।
  • কোনো সংবাদ ও ছবি ছাড়াই সিডনি থেকে প্রকাশিত সংবাদপত্রগুলি তাদের প্রথম পাতাটি প্রকাশ করল। অস্ট্রেলীয় সরকারের বাক্‌স্বাধীনতা খর্ব করার প্রচেষ্টার প্রতিবাদ এইভাবেই তারা একযোগে প্রতিবাদ জানাল।

 

জাতীয়

  • মহারাষ্ট্র ও হরিয়ানায় বিধানসভা নির্বাচন নির্বিঘ্নে সম্পন্ন হল। দুই রাজ্যে যথাক্রমে ২৮৮ এবং ৯০ আসনের জন্য প্রার্থী ছিলেন যথাক্রমে ৩২৩৭ জন এবং ১১৬৯ জন। মহিলা প্রার্থীর সংখ্যা যথাক্রমে ২৩৫ ও ১০৫। ১৭টি রাজ্যের ৫১টি আসনের উপনির্বাচনও নেওয়া হল এদিন।
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করলেন প্রাক্তন বৈমানিক অমল যাদব। যাদবের নেতৃত্বেই ৩৫ হাজার কোটি টাকা ব্যয়ে দেশে প্রথম বিমান নির্মাণ সংস্থা গড়ে উঠতে চলেছে।

 

বিবিধ

  • ‘বর্তমান’ গোষ্ঠীর পত্র-পত্রিকার প্রধান সম্পাদক শুভা দত্ত (৬৭) প্রয়াত হলেন। ‘বর্তমান’ দৈনিকের প্রতিষ্ঠাতা বরুণ সেনগুপ্তের ছোট বোন তিনি। শুভা দেবী প্রথমে ‘সুখী গৃহীকোণ’ মাসিক পত্রিকার সম্পাদক নিযুক্ত হয়েছিলেন। ২০০৮ সালে বরুণ সেনগুপ্তর মৃত্যুর পর তিনি এই গোষ্ঠীর সব পত্রিকারই প্রধান সম্পাদক হন। বরুণবাবুকে নিয়ে লেখা তাঁর বইয়ের নাম ‘মেজদা’।
  • মানসিক রোগ সহ ১০ রকম ব্যাধিকে স্বাস্থ্যবিমার আওতায় আনার জন্য নির্দেশিকা জারি করল আইআরডিএ।

 

খেলা

  • রাঁচি টেস্টে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস শেষ হল ১৬২ রানে। এর পরে তাদের ফলো অন করালেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। দ্বিতীয় ইনিংসে ৮ উইকেট হারিয়ে তারা ১৩২ রান করল। অভিষেক টেস্টে ২ উইকেট পেলেন ভারতের স্পিনার শাহবাজ নাদিন।
  • খেলোয়াড় জীবনের ১৫০০তম ম্যাচ খেললেন রজার ফেডেরার। এদিন বাসেল ওপেনে তিনি স্ট্রেট গেমে হারালেন পিটার গেজোসেইককে।
  • আইএসএল-এ গতবারের চ্যাম্পিয়ন বেঙ্গালুরু এফসি–র ম্যাচ ড্র হল নর্থ ইস্ট ইউনাইটেডের সঙ্গে।