জাতীয়
- আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী উদ্যাপিত হল। এদিন লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লালকেল্লার মধ্যে আজাদ হিন্দ বাহিনীর একটি সংগ্রহশালার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন তিনি। প্রাকৃতিক বিপর্যয়ে জীবন বাজি রেখে যাঁরা উদ্ধারকাজে অংশ নেন তাঁদের পুরস্কার দেওয়ার জন্য নেতাজির নামাঙ্কিত জাতীয় সম্মান প্রদানের কথা জানালেন তিনি।
- সিবিআই-এর স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানার বিরুদ্ধে দুর্নীতি মামলায় এফআইআর করলেন সিবিআই কর্তৃপক্ষ। আস্থানা হলেন সংস্থার দ্বিতীয় শীর্ষ পদাধিকারী। মইন কুরেশি মামলায় সতীশ সানা নামে এক ব্যবসায়ী আস্থানাকে ২ কোটি টাকা ঘুষ দিয়েছেন বলে অভিযোগ।
আন্তর্জাতিক
- রাশিয়ার সঙ্গে অস্ত্রচুক্তি ভাঙার সিদ্ধান্ত জানালেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। ঠাণ্ডা যুদ্ধের সময় ১৯৮৭ সালে ওই চুক্তি হয়েছিল। সই করেছিলেন তখনকার সোভিয়েত রাশিয়ার রাষ্ট্রপতি মিখাইল গরভাচেভ এবং মার্কিন রাষ্ট্রপতি রোনাল্ড রেগন। ট্রাম্পের দাবি, রাশিয়া একাধিকবার চুক্তির শর্ত লঙ্ঘন করেছে।
- আফগানিস্তানে সাধারণ নির্বাচনের দ্বিতীয় দিনেও মানুষের উৎসাহ নজর কাড়ল।
- ভুটানের সাধারণ নির্বাচনে ৪৭টি আসনের মধ্যে ৩০টিতে জয়ী হল ড্রুক নিয়াম রূপ সোডাপা (সিএনটি)।
খেলা
- গুয়াহাটিতে সিরিজের প্রথম একদিনের ম্যাচে ৮ উইকেটে জয়ী হল ভারত। ওয়েস্ট ইন্ডিজ আগে ব্যাট করে ৩২২ রান তুলেছিল। তাদের হয়ে শতরান করেন সিমরন হোয়াইটমোর। ভারতের হয়ে জোড়া শত রান করলেন বিরাট কোহলি (১০৭ ও ১৪০ রান) ও রোহিত শর্মা (১১৭ বলে অপরাজিত ১৫২ রান)। কোহলির এটি ৩৬তম ও রোহিতের ২০তম শতরান (এক দিনের আন্তর্জাতিক ম্যাচে)। ৪২.১ ওভারে জয়ের রান তুলে নেয় ভারত। ম্যান অব দ্য ম্যাচ হলেন বিরাট কোহলি।
- ডেনমার্ক ওপেনে রানার্স হলেন সাইনা নেহাওয়াল। এদিন ফাইনালে তিনি ১৩-২১, ২১-১৩, ১৬-২১ পয়েন্টে হারলেন বিশ্বর ১ নম্বর রাঙ্কিংয়ে থাকা তাই জু ইংয়ের কাছে। ২০১২ সালে ডেনমার্ক ওপেনে চ্যাম্পিয়ন হয়েছিলেন সাইনা।
বিবিধ
- বেনামি সম্পত্তি প্রতিরোধ আইনে (১৯৮৮) দেশে যত মামলা তার নিষ্পত্তি হবে বিশেষ আদালতে। এ জন্য ৩৪টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সেশন কোর্টগুলিকে চিহ্নিত করা হয়েছে। কেন্দ্রীয় অর্থ মন্ত্রক এই তথ্য জানাল।
- জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে চিনের বৃদ্ধির হার ছিল ৬.৫ শতাংশ যা গত ৯ বছরে সব থেকে কম। চিন সরকারের ঋণ বেড় দাঁড়িয়েছে ২.৫৮ লক্ষ কোটি টাকা।