কারেন্ট অ্যাফেয়ার্স ২১ নভেম্বর ২০১৯

schedule
2019-11-25 | 12:04h
update
2019-11-25 | 12:04h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক

  • রাজপরিবারের আনুষ্ঠানিক দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন ব্রিটেনের রাজকুমার অ্যান্ড্রু। রানি দ্বিতীয় এলিজাবেথের তৃতীয় সন্তান অ্যান্ড্রু হলেন ডিউক অব ইয়র্ক। এদিন রানি ও যুবরাজ চার্লসের সঙ্গে কথা বলার পর এই সিদ্ধান্ত জানালেন তিনি। প্রসঙ্গত, নারী পাচারকারী প্রয়াত মার্কিন ধনকুবের জেফ্রি এইস্টইনের সঙ্গে অ্যান্ড্রুর বন্ধুত্ব ছিল। সেইসূত্রেই বিভিন্ন কেলেঙ্কারিতে জড়িয়েছে তাঁর নাম। সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যমে অ্যান্ড্রুর একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। সেখানে নির্যাতিত মহিলাদের প্রতি তাঁর মন্তব্যও অসংবেদনশীল বলে অভিযোগ উঠেছে।
  • ক্ষমতায় এলে বিনামূল্যে ব্রডব্যান্ড পরিষেবার প্রতিশ্রুতি দিল ব্রিটেনের লেবার পার্টি। আসন্ন নির্বাচনে তাদের ইস্তেহার প্রকাশ করলেন জেরেমি করবিন।
  • শ্রীলঙ্কার ২৩তম প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন মাহিন্দা রাজাপক্ষে। প্রসঙ্গত, মাত্র ২৪ বছর বয়সে মাহিন্দা দেশের সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসাবে সাংসদ হয়েছিলেন। রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষের ছেলে নমল রাজাপক্ষে বললেন, ‘শ্রীলঙ্কার তামিলদের জন্য কুমিরের কান্না বন্ধ করুক তামিলনাড়ুর নেতারা।’
Advertisement

 

জাতীয়

  • পানীয় জলের অধিকারকে মৌলিক অধিকার হিসাবে স্বীকৃতি দেওয়ার কোনো প্রস্তাব নেই বলে জানালেন কেন্দ্রীয় শক্তিমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। এদিন সংসদে তিনি জানালেন, ‘জল জীবন মিশন’ প্রকল্পে ২০২৪ সালের মধ্যে দেশের গ্রামাঞ্চলের সব বাড়িতেও পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে।
  • মধ্যপ্রদেশে পুলিশের চাকরিতে নিয়োগ সংক্রান্ত ব্যাপম মামলায় ৩১ জনকে দোষী সাব্যস্ত করল সিবিআই আদালত।
  • দিল্লিতে ৩৫টি দেশের রাষ্ট্রদূত বা প্রতিনিধির সঙ্গে বাণিজ্য বিনিয়োগ বিষয়ে বৈঠক করলেন পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী অমিত মিত্র।

 

বিবিধ

  • টিনটিনের স্রষ্টা হার্জের আঁকা একটি ছবির পাতা বিক্রি হল ৪,৩৫,০০০ ডলারে। ১৯৩৮ সালে ‘অটোকারের রাজদণ্ড’ বইটি এঁকেছিলেন হার্জ। এটি টিনটিন সিরিজের অষ্টম বই। ভারতীয় কালি ও নীল রঙে আঁকা ছবিটি প্যারিসে ক্রিস্টিজের নিলামে ওই বিপুল দামে নিলামে বিক্রি হল।
  • আন্তর্জাতিক শিশুশান্তি পুরস্কার দেওয়া হল সুইডেনের ১৬ বছরের কিশোরী গ্রেটা থুনবার্গ এবং ক্যামেরুনের ১৫ বছরের কিশোরী ডিঙিনা মালোউমকে। দ্য হেগ-এ পুরস্কার প্রদান অনুষ্ঠানে গ্রেটা নিজে অবশ্য উপস্থিত থাকতে পারেননি।

 

খেলা

  • বিশ্ব রেকর্ড করলেন মানু ভাকের। চিনের পুটিয়ানে অনুষ্ঠিত শুটিং প্রতিযোগিতায় তিনি ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ২৪৪.৭ স্কোর করে সোনা জেতার পাশাপাশি জুনিয়র বিশ্বরেকর্ড করলেন। ভারতের এই মহিলা শুটারের বয়স ১৭ বছর।
  • ইডেনে ভারতে প্রথম দিন-রাতের টেস্ট ক্রিকেট ঘিরে উন্মাদনা তুঙ্গে। ২২ নভেম্বর অনুষ্ঠিতব্য টেস্ট খেলা হবে গোলাপি বলে। এই উপলক্ষে কলকাতার শহিদ মিনার, টাটা সেন্টার সহ গোটা এলাকা গোলাপি আলোয় সাজানো হয়েছে।

 

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
05.05.2024 - 20:22:13
Privacy-Data & cookie usage: