কারেন্ট অ্যাফেয়ার্স ২১ মার্চ, ২০১৯

683
0

আন্তর্জাতিক

  • ইরাকে টাইগ্রিস নদীতে নৌকোডুবির ঘটনায় অন্তত ৭১ জনের প্রাণহানি হল। অতিরিক্ত যাত্রী থাকায় এই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে। ইরাকের মসুল শহরের কাছে ঘটনাটি ঘটেছে।
  • ভারতে ফের জঙ্গিহানার ঘটনা ঘটলে পাকিস্তানের পক্ষে পরিস্থিতি খারাপ হবে বলে সতর্ক করল মার্কিন যুক্তরাষ্ট্র। জইশ-ই-মহম্মদ, লস্কর-ই-তৈবার মতো জঙ্গি গোষ্ঠীগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিতেও বলা হল পাকিস্তানকে। জইশ-ই-মহম্মদ গোষ্ঠীর নেতা মাসুদ আজহারকে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলিতে নিষিদ্ধ করতে আলোচনা শুরু করল জার্মানি।
  • ব্রেক্সিট প্রক্রিয়া ২২ মে পর্যন্ত পিছিয়ে দিতে সম্মত হল ইউরোপীয় ইউনিয়ন।

জাতীয়

  • জম্মু ও কাশ্মীরের বান্দিপোরায় সন্ত্রাসবাদীদের সঙ্গে সংঘর্ষে এক জওয়ানের মৃত্যু হয়। মৃত্যু হল ২ জন জঙ্গিরও।
  • কর্নাটকের ধারবারের কুমারেশ্বর নগরে একটি নির্মীয়মাণ বাড়ি ভেঙে মৃত্যু হল ১৪ জনের।
  • পাকিস্তানের জাতীয় দিবসের অনুষ্ঠানে (২৩ মার্চ) উপস্থিত থাকার আমন্ত্রণ ফিরিয়ে দিল ভারত। পাক হাই কমিশন এই অনুষ্ঠানে হুরিয়ত কনফারেন্সের নেতৃত্বকে আমন্ত্রণ করেছে।

বিবিধ

  • সুখ-সূচকে বারত নেমে গেল। ১৪০তম ক্রমে। রাষ্ট্রসঙ্ঘ প্রকাশিত ২০১৮ সালের সমীক্ষায় এই তথ্য জানা গেল। প্রসঙ্গত, রাষ্ট্রসঙ্ঘের সাসটেনেবেল ডেভেলপমেন্ট সলিউশনস এই সমীক্ষা চালায়। রাষ্ট্র সংঘ ২০ মার্চ দিনটিকে সুখ দিবস হিসাবে পালন করে। গত বছর এই তালিকায় ভারতের ক্রম ছিল ১৩৩।
  • জেট বিমান সংস্থার সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আসামরিক বিমান পরিবহণ মন্ত্রী সুরেশ প্রভুকে চিঠি লিখলেন সংস্থার পাইলটরা। প্রসঙ্গত, অর্থ সংকটে ভুগছে জেট এয়ারওয়েজ। সংস্থার এক-তৃতীয়াংশ বিমান বসে গেছে।

খেলা

  • মেয়েদের আই লিগ চালুর ইঙ্গিত দিল আই লিগ-এর গভর্নিং কাউন্সিল। ৩ দলের ম্যাচ হতে পারে। গত বছর মেয়েদের একটি প্রদর্শনী ম্যাচ হয়েছিল। প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার বিগ ব্যাশও খুব জনপ্রিয়।
  • এবার টেস্ট ক্রিকেটেও খেলোয়াড়দের জার্সিতে নামের পাশাপাশি সংখ্যা লেখার সিদ্ধান্ত জানাল আইসিসি। আসন্ন অ্যাসেজ সিরিজে এই পরিবর্তন দেখা যাবে।