কারেন্ট অ্যাফেয়ার্স ২১ মার্চ ২০২০

632
0

আন্তর্জাতিক

  • প্যানডেমিক করোনা ভাইরাস সংক্রমণে বিশ্বজুড়ে মৃত্যু হয়েছে ১১৯৭২ জনের৷ আক্রান্ত হয়েছেন ২,৮৮,৬৬৪ জন৷ তবে আশার কথা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন ৮৮ হাজার জন৷ ইতালিতে এদিন মৃত্যু হল ৬২৭ জনের৷ সেখানে এপর্যন্ত ৪,০৩২ জনের মৃত্যু হয়েছে এই সংক্রমণে৷ ইরানে মৃতের সংখ্যা বেড়ে হল ১৫৫৬৷ ব্রিটেনে মৃত্যু হয়েছে ১৭৭ জনের৷ এদিন থেকে তালাবন্দি ঘোষিত হল ব্রিটেন৷ মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকোর সঙ্গে তাদের সীমান্ত বন্ধ করে দিল৷ নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলস ও শিকাগো শহরগুলি লকডাউন ঘোষণা করা হয়েছে৷ করোনা সংক্রমণে বাংলাদেশে দ্বিতীয় ব্যক্তির মৃত্যু হল৷

 

জাতীয়

  • দেশে করোনা ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা বেড়ে হল ৩১৫৷ একদিনে ৮৯ জন সংক্রমিত হলেন৷ পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত চতুর্থ জনের খোঁজ পাওয়া গেল৷ পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ একাদশ শ্রেণির এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা স্থগিত রাখল৷
  • করোনা সংক্রমণ রুখতে চিকিৎসকদের পরামর্শ না মানায় গায়িকা কণিকা কাপুরের বিরুদ্ধে এফআইআর করল উত্তরপ্রদেশ পুলিশ৷
  • নিতান্ত প্রয়োজন না হলে ট্রেনে না চড়ার আবেদন জানাল খোদ ভারতীয় রেল কর্তৃপক্ষ৷
  • করোনা সংক্রান্ত আতঙ্কের পরিবেশে প্যারোলে মুক্তির দাবিতে দমদম সংশোধনাগারে ভাঙচুর চালাল বিচারাধীন ও সাজাপ্রাপ্ত বন্দীরা৷ মৃত্যু হল ১ বন্দির৷

 

বিবিধ

  • দেশের বেসরকারি পরীক্ষাগারগুলিতে করোনা সংক্রমণ পরীক্ষা করা যাবে বলে জানাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক৷ তবে প্রাথমিক স্ক্রিনিংয়ের জন্য ১৫০০ টাকা ও চূড়ান্ত পরীক্ষার জন্য ৪৫০০ টাকার বেশি নেওয়া যাবে না বলে জানানো হল৷
  • বৈদ্যুতিন ও ওষুধ শিল্পের জন্য যথাক্রমে ৪৮,০০০ এবং ১৪,০০০ কোটি টাকার প্রকল্প ঘোষণা করল কেন্দ্রীয় সরকার৷ চিনের ওপর নির্ভরতা কমিয়ে রপ্তানিতে জোর দিতে এই উদ্যোগ নেওয়া হচ্চে বলে জানানো হল৷

 

খেলা

  • প্রয়াত পিকে ব্যানার্জির পাওয়া স্মারক, সম্মাননা ও পুরস্কারগুলি নিয়ে একটি সংগ্রহশালা করা হবে বলে জানালেন তাঁর কন্যা পলা বন্দ্যোপাধ্যায়৷
  • টোকিও অলিম্পিক পিছিয়ে দেওয়ার দাবি জানাল ব্রাজিল, মার্কিন যুক্তরাষ্ট্র ও নরওয়ে৷