কারেন্ট অ্যাফেয়ার্স ২২এপ্রিল ২০২০

729
0

আন্তর্জাতিক

  • আগামী সেপ্টেম্বর মাসে কোভিড-১৯-এর ভ্যাকসিন পাওয়া যাবে বলে জানাল ব্রিটেন৷ দু-একদিনের মধ্যেই মানবদেহে এর প্রয়োগ হবে৷ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের তৈরি এই ভ্যাকসিনের নাম “চ্যাডকস ১”৷ বিশ্বে করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে ১,৮২,৯৮৯ জনের৷ আক্রান্ত হয়েছেন ২৬ লক্ষাধিক মানুষ৷ মার্কিন যুক্তরাষ্ট্র, ইতালি, ফ্রান্স, ব্রিটেন, স্পেন ও চিনে এই ভাইরাসে প্রাণহানি হয়েছে যথাক্রমে ৪৬,৭৭১, ২৫,০৮৫, ২,১৩,৩৪০, ১৮,১০০, ২১,৭১৭ ও ৫,২১১ জনের৷ এরই মধ্যে বিশ্বের অধিকাংশ দেশে লকডাউন পরিস্থিতি শিথিল করা শুরু হল৷
  • ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারী সন্দেহে ধৃত এক বৃদ্ধকে পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার করে বাংলাদেশের হাতে তুলে দিয়েছেন ভারতীয় গোয়েন্দারা৷ ধৃত বৃদ্ধই অভিযুক্ত মোসলে উদ্দিন কিনা তা খতিয়ে দেখতে ডিএনএ পরীক্ষা করছে বাংলাদেশ৷

 

জাতীয়

  • দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২০,৪৭১৷ মৃত্যু হল ৬৫২ জনের৷ সবথেকে বিধ্বস্ত অবস্থা মহারাষ্ট্রের৷ সেখানে ৫,২২১ জন আক্রান্ত হয়েছেন৷ মৃত্যু হয়েছে ২৫১ জনের৷ গুজরাট, মধ্যপ্রদেশ, দিল্লিতে যথাক্রমে ৯৫, ৮০ ও ৪৭ জনের মৃত্যু হয়েছে এই সংক্রমণে৷ পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৪২৩৷ মৃত্যু হয়েছে ১৫ জনের৷ দেশে মোট ৭২০টি জেলার মধ্যে ৪৩০টি জেলায় পৌঁছেছে করোনা সংক্রমণ৷ মুম্বই, দিল্লি, আমেদদাবাদ, ইন্দোর, পুণে ও জয়পুর— এই ৬টি শহর থেকেই ৪৫ শতাংশ আক্রান্ত ধরা পড়েছে৷ মুম্বইয়ে ধারাভি বস্তিতে করোনায় আক্রান্ত হয়েছেন ১৮৯ জন৷

 

বিবিধ

  • মুকেশ অম্বানির সংস্থা জিও প্ল্যাটফর্মের ৯.৯ শতাংশ শেয়ার কিনল ফেসবুক৷ সেজন্য্ ৫৭০ কোটি ডলার বা ৪৩ হাজার ৫৭৪ কোটি টাকা বিনিয়োগ করল মার্ক জুকেরবার্গের সংস্থাটি৷

 

খেলা

  • বিশ্ব ব্যাডমিন্টন সংস্থার নতুন দূত নির্বাচিত হলেন পি ভি সিন্ধু৷ তাঁকে সামনে রেখে খেলাটিকে আরও জনপ্রিয় করে তুলতে “আই অ্যাম ব্যাডমিন্টন” স্লোগান চালুর পরিকল্পনা জানানো হল৷
  • গুজরাট, পাঞ্জাব ও রাজস্থান সরকার সেরাজ্যের কারখানাগুলির জন্য ৮ ঘণ্টার পরিবর্তে ১২ ঘণ্টা কাজের অনুমতি দিল৷