কারেন্ট অ্যাফেয়ার্স ২২ আগস্ট ২০১৯

643
0

আন্তর্জাতিক

  • মহাকাশে পাড়ি দিল যন্ত্রমানব ‘ফেডর’। রাশিয়ার তৈরি এই রোবটটির উচ্চতা ৫ ফুট ১১ ইঞ্চি, ওজন ১৬০ কেজি। কাজাখস্তানের বৈকানুর কসমোড্রোন থেকে ‘সোয়ুজে এম এস১৪’ মহাকাশযানে তাকে পাঠানো হল মহাকাশ কেন্দ্রে। সেখানে ১০ দিন থেকে মহাকাশচারীদের বিভিন্ন কাজে সহযোগিতা করার কথা রয়েছে ফেডরের। ভবিষ্যতে স্পেসওয়াকের মতো ঝুঁকিপূর্ণ কাজে যন্ত্রমানবকে কাজে লাগানোর পরিকল্পনা নিয়েছে রাশিয়া।
  • ব্রাজিলের বৃষ্টি অরণ্যে দাবানল সম্পর্কিত যে তথ্য ‘ইনপে’ দিয়েছে তা নির্ভুল বলে জানাল নাসা। বক্তব্যের প্রমাণে তারা উপগ্রহ চিত্রও প্রকাশ করেছে। প্রসঙ্গত, দাবানল বিষয়ে ‘মনগড়া’ তথ্য প্রকাশের অভিযোগে ব্রাজিলের মহাকাশ সংস্থার প্রধান রিকার্দো গালভাওকে বরখাস্ত করেছেন সে দেশের রাষ্ট্রপতি জাইর বোলসোনারো। খনিজ সম্পদ উত্তোলনের জন্য দেশের অরণ্য ধ্বংস নিয়ে দ্বিতীয় বার ভাববেন না বলে অতীতে বিতর্কিত মন্তব্যও করেছিলেন বোলসোনারো।

জাতীয়

  • ত্রিদেশীয় সফরের শুরুতেই ফ্রান্সে পৌঁছলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সঙ্গে বৈঠক হল ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল মাক্রোঁর। বলা হচ্ছে, কাশ্মীর প্রশ্নে ফ্রান্সকে পাশে পেল ভারত।
  • প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরমকে ৫ দিনের সিবিআই হেফাজতে রাখতে অনুমতি দিল সিবিআই বিশেষ আদালত।
  • তামিলনাড়ুর ভেলোর জেলার নারায়ণপুরে একজন দলিত ব্যক্তির মৃতদেহের অন্ত্যেষ্টির ঘটনায় দেশে দলিত নিগ্রহের চিত্রটি পুনরায় সামনে এল। দলিত ব্যক্তির মৃতদেহ নিয়ে যাওয়ার জন্য উচ্চবর্ণের ব্যক্তিরা রাস্তা ব্যবহারের ছাড়পত্র না দেওয়ায় সেতু থেকে দড়ি বেঁধে ওই মৃতদেহ শ্মশানে পৌঁছতে হল।

বিবিধ

  • চন্দ্রযান-২-এর তোলা চন্দ্রপৃষ্ঠের ছবি প্রথমবার প্রকাশ করল ইসরো। চন্দ্রপৃষ্ঠের ২৬৫০ কিমি উচ্চতা থেকে চাঁদের পশ্চিম সীমান্তবর্তী এলাকার ছবিটি তুলেছে বিক্রম ল্যান্ডার।
  • কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব নিযুক্ত হলেন অজয় ভাল্লা। তিনি ১৯৮৪ ব্যাচের অসম-মেঘালয় ক্যাডারের আইএএস অফিসার।
  • পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত বিশ্ব বাণিজ্য সম্মেলন সামনের ডিসেম্বর মাসে দিঘায় অনুষ্ঠিত হবে বলে এদিন জানানো হল।
  • জাপানের বুলেট ট্রেন একটি দরজা খোলা থাকা অবস্থায় ২৮০ কিমি প্রতি ঘণ্টা বেগে ৪ কিমি পর্যন্ত পাড়ি দিল। এক সাফাইকর্মীর গাফিলতিতে এই ঘটনা ঘটল।

খেলা

  • বলবীর সিং (সিনিয়র) কে ভারতরত্ন দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারকে লিখলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। আধুনিক অলিম্পিক আন্দোলনের ইতিহাসে বিশ্বের যে ১৬ জনকে বাছাই করা হয়েছে তাঁদের একজন বলবীর। এখন তাঁর বয়স ৯৫ বছর। তিনি ১৯৪৮, ১৯৫২, ১৯৫৬ সালের অলিম্পিকে সোনাজয়ী ভারতীয় হকি দলের সদস্য এবং ১৯৭৫ সালে বিশ্বকাপ হকি জয়ী ভারতীয় লের ম্যানেজার ছিলেন।
  • ভারতের জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ নিযুক্ত হলেন বিক্রম রাঠোর। তিনি সঞ্জয় বাঙ্গারের স্থলাভিষিক্ত হলেন। বোলিং কোচ পদে ভরত অরুণ এবং ফিল্ডিং কোচ পদে এস শ্রীধর বহাল থাকলেন। প্রশাসনিক ম্যানেজার নিযুক্ত হলেন গিরিশ ডোংরে।
  • হেডিংলেতে অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হল ১৭৯ রানে। ইংল্যান্ডের জোফ্রা আার্চার ৪৫ রানে ৬ উইকেটে নিলেন।
  • অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনে ভারত ৬ উইকেট হারিয়ে ২০৩ রান করল।